বিরোধী দলনেতা (ভারত)

ভারতের বিরোধী দলনেতাগণ (IAST: Bhārata ke Vipakṣa ke Netā) হলেন রাজনীতিবিদ যারা ভারতের সংসদের উভয় কক্ষে আনুষ্ঠানিক বিরোধী দলের নেতৃত্ব দেন। বিরোধী দলনেতা হলেন তাদের নিজ নিজ আইনসভা কক্ষের বৃহত্তম রাজনৈতিক দলের সংসদীয় চেয়ারপার্সন যা সরকারে নেই।

ভারতের বিরোধী দলনেতা
Bhārata ke Vipakṣa ke Netā
ভারতের জাতীয় প্রতীক
বাসভবননতুন দিল্লি
নিয়োগকর্তাসরকারে নেই এমন বৃহত্তম রাজনৈতিক দলের নেতা
মেয়াদকালপাঁচ বছর
সর্বপ্রথমপ্রসাদ নন্দন প্রসাদ মিশ্র (রাজ্যসভায়)
রাম সুভাগ সিং (লোকসভায়)
বেতন ৩,৩০,০০০ (ইউএস$ ৪,০৩৩.৬৯)
(ভাতা বাদে) প্রতিমাসে
ওয়েবসাইটparliamentofindia.nic.in

যদিও অবস্থানটি ব্রিটিশ ভারতের প্রাক্তন কেন্দ্রীয় আইনসভায়ও বিদ্যমান ছিল, এবং এর ধারকদের মধ্যে মতিলাল নেহেরুও ছিলেন। এটি সংসদে বিরোধী দলের নেতাদের বেতন এবং ভাতা আইন-১৯৭৭ মাধ্যমে বিধিবদ্ধ স্বীকৃতি পেয়েছে যা "বিরোধী দলের নেতা" শব্দটিকে সংজ্ঞায়িত করে, "লোকসভা বা রাজ্যসভার সেই সদস্য হিসাবে যিনি আপাতত আনুষ্ঠানিক বিরোধী দলের সেই কক্ষের নেতা যিনি সর্বাধিক সংখ্যাগত শক্তি এবং যেমন রাজ্যসভায় চেয়ারম্যান দ্বারা বা লোকসভার স্পিকার দ্বারা স্বীকৃত।[][]

সংসদের বিরোধী দলের নেতাদের বেতন ও ভাতা আইন, ১৯৭৭ অনুযায়ী যে পদটি দাপ্তরিক এবং বিধিবদ্ধ মর্যাদা পেয়েছে, প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা কক্ষের প্রধানদের দ্বারা নির্ধারিত হয়, অর্থাৎ স্পিকার এবং চেয়ারম্যান যে ক্ষেত্রে হতে পারে। সেন্ট্রাল ভিজিল্যান্স কমিশন অ্যাক্ট, ২০০৩-এর ধারা-৪ এ সর্ববৃহৎ বিরোধী দলের নেতাকে এমন পরিস্থিতিতে বাছাই কমিটির সদস্য হিসাবে অন্তর্ভুক্ত করার বিধান করে যেখানে সংসদের নিম্নকক্ষে বিরোধী দলের কোনো স্বীকৃত নেতা নেই।[]

আরো দেখুন

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Salary and Allowances of Leaders of Opposition in Parliament Act, 1977"। Ministry of Parliamentary Affairs, Government of India। ১৬ জানুয়ারি ২০১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ অক্টোবর ২০১২ 
  2. Parliament Of India. Legislativebodiesinindia.nic.in. Retrieved on 2014-05-21.
  3. "Archived copy" (পিডিএফ)। ৬ অক্টোবর ২০০৩ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২২ জুলাই ২০১৪