রাজ্যসভার বিরোধী দলনেতা

ভারতের সংসদের উচ্চকক্ষে বিরোধী দল নেতা
(রাজ্যসভায় বিরোধী দলনেতা থেকে পুনর্নির্দেশিত)

রাজ্যসভার বিরোধী দলনেতা (IAST: Rājya Sabhā ke Vipakṣa ke Netā) হলেন রাজ্যসভার একজন নির্বাচিত সদস্য যিনি ভারতীয় সংসদের উচ্চকক্ষে আনুষ্ঠানিক বিরোধী দলের নেতৃত্ব দেন। রাজ্যসভার বিরোধী দলের নেতা হলেন সরকারের বাইরে থাকা রাজ্যসভার বৃহত্তম রাজনৈতিক দলের সংসদীয় চেয়ারপার্সন।

বিরোধী দলনেতা
রাজ্যসভা
Rājya Sabhā ke Vipakṣa ke Netā
ভারতের জাতীয় প্রতীক
দায়িত্ব
মল্লিকার্জুন খড়গে

১৭ ডিসেম্বর ২০২২ থেকে
বাসভবননতুন দিল্লি
নিয়োগকর্তারাজ্যসভায় সবচেয়ে বড় রাজনৈতিক দলের সংসদীয় চেয়ারপার্সন
মেয়াদকালপাঁচ বছর
সর্বপ্রথমশ্যাম নন্দন প্রসাদ মিশ্র (১৯৬৯–১৯৭১)
বেতন ৩৩০০০০ (ইউএস$ ৪,০৩৩.৬৯)
(ভাতা বহির্ভূত) প্রতিমাসে
ওয়েবসাইটrajyasabha.nic.in

ইতিহাস

সম্পাদনা

১৯৬৯ সাল পর্যন্ত রাজ্যসভায় বিরোধী নেতার উপাধিটি কেবল বাস্তবে বিদ্যমান ছিল এবং এর কোন আনুষ্ঠানিক স্বীকৃতি, মর্যাদা বা বিশেষাধিকার ছিল না। পরবর্তীতে বিরোধীদলীয় নেতাকে সরকারি স্বীকৃতি দেওয়া হয় এবং ১৯৭৭ সালের আইনের মাধ্যমে তাদের বেতন-ভাতা বাড়ানো হয়। তারপর থেকে, রাজ্যসভায় নেতাকে তিনটি শর্ত পূরণ করতে হবে, যথা,

  1. তাকে কক্ষের সদস্য হতে হবে
  2. সরকারি দলসমূহের পরে স্বীকৃত বিরোধী দলটির সংখ্যাগত শক্তি সবচেয়ে বেশি এবং
  3. রাজ্যসভার চেয়ারপার্সন দ্বারা স্বীকৃত হতে হবে

১৯৬৯ সালের ডিসেম্বরে, কংগ্রেস পার্টি (ও) সংসদে প্রধান বিরোধী দল হিসাবে স্বীকৃত হয় যখন এর নেতা, শ্যাম নন্দন মিশ্র বিরোধী নেতার ভূমিকা পালন করেন। পরে শ্যাম নন্দন প্রসাদ মিশ্র তার মেয়াদ শেষ করার পরে এম. এস. গুরুপদস্বামী রাজ্যসভায় বিরোধী দলের নেতা নির্বাচিত হন। তবে কোনো আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াই গুরুপদস্বামীর নিয়োগ ঘোষণা করা হয়েছে।

ভূমিকা এবং দায়িত্ব

সম্পাদনা

বিরোধী দলের নেতা (এলওপি) সংখ্যালঘুদের অধিকারের জন্য প্রণীত সরকারী নীতিগুলি দেখেন এবং বিতর্কের দাবি করেন এবং ক্ষমতাসীন দল যদি এই জাতীয় নীতি নিয়ে বিতর্ক এড়াতে চেষ্টা করে তবে সরকারের সমালোচনা করেন। বিরোধী দলনেতা দেশের বৈদেশিক সম্পর্ক এবং বাণিজ্য নিয়ে বিতর্ক করে যখন এটি জাতীয় নিরাপত্তার উপর নিরাপত্তা হুমকির সৃষ্টি করে।[][]

সুবিধা এবং বেতন

সম্পাদনা

সরকারী নীতি এবং ক্ষমতাসীন দলের দ্বারা তা বাস্তবায়নে বিরোধী নেতারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কখনো কখনো বিরোধী নেতারা দেশের জাতীয় নিরাপত্তা ও উন্নয়ন নিয়ে সরকারকে প্রশ্ন তোলেন।[] ভারতের সংবিধান ১৯৭৭ সালের ১ নভেম্বর বিরোধী নেতাদের জন্য একটি পৃথক আইন তৈরি করার পরে তাদের বেতন বাড়ানো হয়েছিল।[]

রাজ্যসভায় বিরোধী দলনেতাদের তালিকা

সম্পাদনা

নিম্নলিখিত সদস্যরা রাজ্যসভায় বিরোধী দলের নেতা হয়েছেন।

নং প্রতিকৃতি নাম মেয়াদ[] প্রধানমন্ত্রী দল
- খালি ১৩ মে ১৯৫২ ১৭ ডিসেম্বর ১৯৬৯ ১৭ বছর, ২১৮ দিন আনুষ্ঠানিক বিরোধী দল নেই
শ্যাম নন্দন প্রসাদ মিশ্র ১৮ ডিসেম্বর ১৯৬৯ ১১ মার্চ ১৯৭১ ১ বছর, ৮৩ দিন ইন্দিরা গান্ধী ভারতীয় জাতীয় কংগ্রেস (সংগঠন)
এম. এস. গুরুপদস্বামী ২৪ মার্চ ১৯৭১ ২ এপ্রিল ১৯৭২ ১ বছর, ৯ দিন
- খালি ২ এপ্রিল ১৯৭২ ৩০ মার্চ ১৯৭৭ ৪ বছর, ৩৬২ দিন আনুষ্ঠানিক বিরোধী দল নেই
কমলাপতি ত্রিপাঠী ৩০ মার্চ ১৯৭৭ ১৫ ফেব্রুয়ারি ১৯৭৮ ৩২২ দিন মোরারজী দেসাই ভারতীয় জাতীয় কংগ্রেস
ভোলা পাসোয়ান শাস্ত্রী ২৪ ফেব্রুয়ারি ১৯৭৮ ২৩ মার্চ ১৯৭৮ ২৭ দিন
(৩) কমলাপতি ত্রিপাঠী ২৩ মার্চ ১৯৭৮ ৮ জানুয়ারী ১৯৮০ ১ বছর, ২৯১ দিন মোরারজী দেসাই

চরণ সিং
  লাল কৃষ্ণ আদভানি ২১ জানুয়ারী ১৯৮০ ৭ এপ্রিল ১৯৮০ ৭৭ দিন ইন্দিরা গান্ধী জনতা পার্টি
- খালি ৭ এপ্রিল ১৯৮০ ১৮ ডিসেম্বর ১৯৮৯ ৯ বছর, ২৫৫ দিন ইন্দিরা গান্ধী

রাজীব গান্ধী
আনুষ্ঠানিক বিরোধী দল নেই
পি. শিব শঙ্কর ১৮ ডিসেম্বর ১৯৮৯ ২ জানুয়ারী ১৯৯১ ১ বছর, ১৫ দিন ভি. পি. সিং ভারতীয় জাতীয় কংগ্রেস
(২) এম. এস. গুরুপদস্বামী ২৮ জুন ১৯৯১ ২১ জুলাই ১৯৯১ ২৩ দিন পি. ভি. নরসিমা রাও জনতা দল
  জয়পাল রেড্ডি ২২ জুলাই ১৯৯১ ২৯ জুন ১৯৯২ ৩৪৩ দিন
সিকান্দার বখত ৭ জুলাই ১৯৯২ ১৬ মে ১৯৯৬ ৩ বছর, ৩১৪ দিন ভারতীয় জনতা পার্টি
  শঙ্কররাও চবন ২৩ মে ১৯৯৬ ১ জুন ১৯৯৬ ৯ দিন অটল বিহারী বাজপেয়ী ভারতীয় জাতীয় কংগ্রেস
(৮) সিকান্দার বখত ১ জুন ১৯৯৬ ১৯ মার্চ ১৯৯৮ ১ বছর, ২৯১ দিন এইচ. ডি. দেবেগৌড়া

আই. কে. গুজরাল
ভারতীয় জনতা পার্টি
১০   মনমোহন সিং ২১ মার্চ ১৯৯৮ ২২ মে ২০০৪ ৬ বছর, ৬২ দিন অটল বিহারী বাজপেয়ী ভারতীয় জাতীয় কংগ্রেস
১১   যশবন্ত সিং ৩ জুন ২০০৪ ১৬ মে ২০০৯ ৪ বছর, ৩৪৭ দিন মনমোহন সিং ভারতীয় জনতা পার্টি
১২   অরুণ জেটলি ৩ জুন ২০০৯ ২৬ মে ২০১৪ ৪ বছর, ৩৫৭ দিন
১৩   গুলাম নবী আজাদ ৮ জুন ২০১৪ ১৫ ফেব্রুয়ারি ২০২১ ৬ বছর, ২৫২ দিন নরেন্দ্র মোদী ভারতীয় জাতীয় কংগ্রেস
১৪ মল্লিকার্জুন খড়গে ১৬ ফেব্রুয়ারি ২০২১ ১ অক্টোবর ২০২২ ১ বছর, ২২৭ দিন
১৭ ডিসেম্বর ২০২২ বর্তমান ১ বছর, ৩৫১ দিন

আরো দেখুন

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Leader of Opposition: His role and responsibilities – India News"Latest News India। ১৭ জুন ২০১৯। সংগ্রহের তারিখ ২৭ ফেব্রুয়ারি ২০২১ 
  2. "Rajya Sabha – Role of The Leader of The House, Leader of the Opposition and Whips Brief History"rajyasabha.nic.in 
  3. Kumar, Sanjay। "Why India Needs an Opposition Leader"thediplomat.com 
  4. Salary and other suitable facilities are extended to them through a separate legislation brought into force on 1 November 1977
  5. "FORMER OPPOSITION LEADERS OF THE HOUSE – RAJYA SABHA"rajyasabha.nic.in 

আরও পড়ুন

সম্পাদনা