বিজু খোটে

ভারতীয় অভিনেতা

বিজু খোটে (১৭ ডিসেম্বর ১৯৪১ – ৩০ সেপ্টেম্বর ২০১৯) একজন ভারতীয় অভিনেতা ছিলেন যিনি তিন শতাধিক হিন্দি ও মারাঠি চলচ্চিত্রে অভিনয় করেছেন।[] তিনি শোলে চলচ্চিত্রে "কালিয়া" চরিত্রে অভিনয়ের জন্য ও "সরদার, ম্যায়নে আপকা নামাক খায়া হ্যায়" সংলাপের জন্য পরিচিত।[][] এবং আন্দাজ আপনা আপনা চলচ্চিত্রে রবার্ট চরিত্রে ও "গালতি সে মিস্টেক হো গ্যায়া" সংলাপের জন্য পরিচিত। ছোট পর্দায় তিনি জাবান সাম্ভালকে (১৯৯৩) ধারাবাহিকে অভিনয়ের জন্য পরিচিত।[][] তাকে মারাঠি মঞ্চনাটকেও অভিনয় করতে দেখা গিয়েছে।[]

বিজু খোটে
২০১৩ সালে বিজু খোটে
জন্ম
ভিত্তাল বাবুরাও খোটে

(১৯৪১-১২-১৭)১৭ ডিসেম্বর ১৯৪১
মৃত্যু৩০ সেপ্টেম্বর ২০১৯(2019-09-30) (বয়স ৭৭)[]
জাতীয়তাভারতীয়
পেশাঅভিনেতা
পরিবারদুর্গা খোটে (চাচি)
শুভা খোটে (বোন)
ভাবনা খোটে (ভাতিজি)

ব্যক্তিগত জীবন

সম্পাদনা
 
বিজু খোটে ও তার বোন শুভা খোটে

বিজু খোটে তার বড় বোন অভিনেত্রী শুভা খোটের থেকে ৫ বছরের ছোট ছিলেন। তাদের বাবা নান্দু খোটে মঞ্চ ও নির্বাক চলচ্চিত্রে অভিনয় করতেন এবং তাদের চাচি দুর্গা খোটে ছিলেন বড় পর্দার অভিনেত্রী।[]

বিজু খোটে ৭৭ বছর বয়সে ২০১৯ সালের ৩০ সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন।[][]

নির্বাচিত চলচ্চিত্র তালিকা

সম্পাদনা
বছর চলচ্চিত্র চরিত্র টীকা
২০১৮ জানে কিউঁ দে ইয়ারোঁ বিজু খোটে অভিনীত সর্বশেষ চলচ্চিত্র[]
২০১৭ জিনে ভি দে ইয়ারোঁ গানপাত শর্মা (দাদাজি) ওয়েব ধারাবাহিক[]
২০১৬ ভেন্টিলেটর শিরীষ আপ্পা
২০১৩ ক্লাব ৬০
২০১০ গোলমাল ৩ শাম্বু কাকা
২০১০ অতিথি তুম কাব জাওগে? নিজ ভূমিকায়
২০০৯ আজব প্রেম কি গজব কাহানি রবার্ট
২০০৯ পেইং গেস্ট
২০০৯ ঢুন্ডতে রেহ জাওগে
২০০৮ মানি হ্যায় তো হানি হ্যায় জাইসোয়ালের ডাক্তার
২০০৮ খুশবু
২০০৮ হাল্লা বোল মাঙ্গেশ
২০০৬ ফ্যামিলি - টাইজ অব ব্লাড
২০০৫ বিরুদ্ধ... ফ্যামিলি কামস ফার্স্ট রাজনীতিবিদ
২০০৫ পেহচান: দ্য ফেস অব ট্রুথ মামাজি
২০০৫ গরম মশলা ম্যাক ও স্যামের অফিস প্রধান
২০০৫ খুল্লাম খুল্লা পেয়ার কারেঁ রতিলাল
২০০৫ ইনসান রিয়েল এস্টেট প্রতিনিধি
২০০৪ উত্তরায়ণ বাবু বোরকার
২০০২ শারারাত কেশব দেশপান্ডে
২০০১ আমদানি আটআনি খরচা রুপাইয়া
২০০০ খিলাড়ি ৪২০ নান্দকার্নি
২০০০ আঘাজ দেশপান্ডে
২০০০ হাধ কার দি আপনে খান্নার কর্মচারী
২০০০ পুকার দয়ানন্দ হাওয়াস্তি
২০০০ মেলা পাতিল রাও
১৯৯৮ চায়না গেট ঘনশ্যাম
১৯৯৪ আগ গ্রাম্য ডাক্তার
১৯৯৪ জয় কিশেন হাভালদার শেভদে
১৯৯৪ আন্দাজ আপনা আপনা রবার্ট
১৯৯৪ জানাম সে পেহলে তিরাত রাম
১৯৯৪ প্রেম শক্তি কেওয়ালচাঁদের ম্যানেজার
১৯৯৪ বেটা হ্যায় তো অ্যাসা পূজারী
১৯৯৩ আশিক আওয়ারা কস্তুরীলাল
১৯৯১ বাঞ্জারান বুজাংজি মহারাজ
১৯৯১ ড্যান্সার ধাসুখ খোটে
১৯৯১ দো মাতোয়ালে
১৯৯১ কর্জ চুকানা হ্যায় গামা পালোয়ান
১৯৯১ আফসানা পেয়ার কা গুরুমূর্তি
১৯৯১ বেনাম বাদশা রক্ষী
১৯৯০ কাফান
১৯৮৯ না ইনসাফি
১৯৮৮ কেয়ামত সে কেয়ামত তাক মান সিং
১৯৮৮ দরিয়া দিল
১৯৮৮ আশি হি বানোয়া বানয়ি বালি
১৯৮৮ সাগলিকাদে বোম্বাবোম্ব কিংপং
১৯৮৬ নাগিনা সিং
১৯৮৬ নাচে ময়ূরী
১৯৮৪ আন্দার বাহার বারতেন্দার
১৯৮৪ ঝুটা সাচ শুল্ক কর্মকর্তা
১৯৮৪ ফুলোয়ারি
১৯৮৪ হাম হ্যায় লাজাওয়াব
১৯৮১ পাঁচ কয়েদি ডাকু
১৯৮০ কর্জ বাইয়াঁ
১৯৮০ জল মহল
১৯৮০ কুরবানি বিক্রমের দলের লোক
১৯৭৯ আতিয়া বিলাভার নাগোবা
১৯৭৬ তপস্যা গোপী
১৯৭৫ শোলে কালিয়া
১৯৭৪ ইনসানিয়াত সার্কাসের কর্মচারী
১৯৭৪ জুর্ম অউর সাজা
১৯৭৪ বেনাম
১৯৭৩ জালতে বাদান
১৯৭৩ শরিফ বদমাশ কয়েদি
১৯৭২ রামপুর কা লক্ষ্মণ মাইকেল
১৯৭০ গানোয়ার গ্রামবাসী
১৯৭০ পাগলা কাহিঁ কে
১৯৬৯ জিনে কি রাহ রঘুনন্দন
১৯৬৭ আনোখি রাত অলস ডাকাত
১৯৬৪ ইয়া মালাক অভিনীত প্রথম চলচ্চিত্র[]

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Veteran actor Viju Khote dies, best known as Kalia from Sholay"Hindustan Times। ৩০ সেপ্টেম্বর ২০১৯। 
  2. "শোলে সিনেমার 'কালিয়া' মারা গেছেন"কালের কণ্ঠ। ৩০ সেপ্টেম্বর ২০১৯। সংগ্রহের তারিখ ৩০ সেপ্টেম্বর ২০১৯ 
  3. "Remembering 'Sholay' I"IBN Live। ২ আগস্ট ২০১০। ১৭ অক্টোবর ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩০ সেপ্টেম্বর ২০১৯ 
  4. Kaalia talks to Avijit Ghosh
  5. The Forgotten Bollywood bhai-behan Brigade
  6. "Remembering Viju Khote: his iconic roles in 'Sholay', 'Andaz Apna Apna' and more..."The Hindu। ৩০ সেপ্টেম্বর ২০১৯। সংগ্রহের তারিখ ২ অক্টোবর ২০১৯ 
  7. No go for the old and the male in soap land?
  8. "Veteran actor Viju Khote, who played Kalia in 'Sholay', passes away at 77"। The Economic Times। ৩০ সেপ্টেম্বর ২০১৯। 
  9. "Trailer Jeene Bhi Do Yaaron" – www.youtube.com-এর মাধ্যমে। 

বহিঃসংযোগ

সম্পাদনা