বিজু খোটে
বিজু খোটে (১৭ ডিসেম্বর ১৯৪১ – ৩০ সেপ্টেম্বর ২০১৯) একজন ভারতীয় অভিনেতা ছিলেন যিনি তিন শতাধিক হিন্দি ও মারাঠি চলচ্চিত্রে অভিনয় করেছেন।[২] তিনি শোলে চলচ্চিত্রে "কালিয়া" চরিত্রে অভিনয়ের জন্য ও "সরদার, ম্যায়নে আপকা নামাক খায়া হ্যায়" সংলাপের জন্য পরিচিত।[৩][৪] এবং আন্দাজ আপনা আপনা চলচ্চিত্রে রবার্ট চরিত্রে ও "গালতি সে মিস্টেক হো গ্যায়া" সংলাপের জন্য পরিচিত। ছোট পর্দায় তিনি জাবান সাম্ভালকে (১৯৯৩) ধারাবাহিকে অভিনয়ের জন্য পরিচিত।[৫][৬] তাকে মারাঠি মঞ্চনাটকেও অভিনয় করতে দেখা গিয়েছে।[৭]
বিজু খোটে | |
---|---|
জন্ম | ভিত্তাল বাবুরাও খোটে ১৭ ডিসেম্বর ১৯৪১ |
মৃত্যু | ৩০ সেপ্টেম্বর ২০১৯[১] | (বয়স ৭৭)
জাতীয়তা | ভারতীয় |
পেশা | অভিনেতা |
পরিবার | দুর্গা খোটে (চাচি) শুভা খোটে (বোন) ভাবনা খোটে (ভাতিজি) |
ব্যক্তিগত জীবন
সম্পাদনাবিজু খোটে তার বড় বোন অভিনেত্রী শুভা খোটের থেকে ৫ বছরের ছোট ছিলেন। তাদের বাবা নান্দু খোটে মঞ্চ ও নির্বাক চলচ্চিত্রে অভিনয় করতেন এবং তাদের চাচি দুর্গা খোটে ছিলেন বড় পর্দার অভিনেত্রী।[৫]
বিজু খোটে ৭৭ বছর বয়সে ২০১৯ সালের ৩০ সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন।[২][৮]
নির্বাচিত চলচ্চিত্র তালিকা
সম্পাদনাবছর | চলচ্চিত্র | চরিত্র | টীকা |
---|---|---|---|
২০১৮ | জানে কিউঁ দে ইয়ারোঁ | বিজু খোটে | অভিনীত সর্বশেষ চলচ্চিত্র[২] |
২০১৭ | জিনে ভি দে ইয়ারোঁ | গানপাত শর্মা (দাদাজি) | ওয়েব ধারাবাহিক[৯] |
২০১৬ | ভেন্টিলেটর | শিরীষ আপ্পা | |
২০১৩ | ক্লাব ৬০ | ||
২০১০ | গোলমাল ৩ | শাম্বু কাকা | |
২০১০ | অতিথি তুম কাব জাওগে? | নিজ ভূমিকায় | |
২০০৯ | আজব প্রেম কি গজব কাহানি | রবার্ট | |
২০০৯ | পেইং গেস্ট | ||
২০০৯ | ঢুন্ডতে রেহ জাওগে | ||
২০০৮ | মানি হ্যায় তো হানি হ্যায় | জাইসোয়ালের ডাক্তার | |
২০০৮ | খুশবু | ||
২০০৮ | হাল্লা বোল | মাঙ্গেশ | |
২০০৬ | ফ্যামিলি - টাইজ অব ব্লাড | ||
২০০৫ | বিরুদ্ধ... ফ্যামিলি কামস ফার্স্ট | রাজনীতিবিদ | |
২০০৫ | পেহচান: দ্য ফেস অব ট্রুথ | মামাজি | |
২০০৫ | গরম মশলা | ম্যাক ও স্যামের অফিস প্রধান | |
২০০৫ | খুল্লাম খুল্লা পেয়ার কারেঁ | রতিলাল | |
২০০৫ | ইনসান | রিয়েল এস্টেট প্রতিনিধি | |
২০০৪ | উত্তরায়ণ | বাবু বোরকার | |
২০০২ | শারারাত | কেশব দেশপান্ডে | |
২০০১ | আমদানি আটআনি খরচা রুপাইয়া | ||
২০০০ | খিলাড়ি ৪২০ | নান্দকার্নি | |
২০০০ | আঘাজ | দেশপান্ডে | |
২০০০ | হাধ কার দি আপনে | খান্নার কর্মচারী | |
২০০০ | পুকার | দয়ানন্দ হাওয়াস্তি | |
২০০০ | মেলা | পাতিল রাও | |
১৯৯৮ | চায়না গেট | ঘনশ্যাম | |
১৯৯৪ | আগ | গ্রাম্য ডাক্তার | |
১৯৯৪ | জয় কিশেন | হাভালদার শেভদে | |
১৯৯৪ | আন্দাজ আপনা আপনা | রবার্ট | |
১৯৯৪ | জানাম সে পেহলে | তিরাত রাম | |
১৯৯৪ | প্রেম শক্তি | কেওয়ালচাঁদের ম্যানেজার | |
১৯৯৪ | বেটা হ্যায় তো অ্যাসা | পূজারী | |
১৯৯৩ | আশিক আওয়ারা | কস্তুরীলাল | |
১৯৯১ | বাঞ্জারান | বুজাংজি মহারাজ | |
১৯৯১ | ড্যান্সার | ধাসুখ খোটে | |
১৯৯১ | দো মাতোয়ালে | ||
১৯৯১ | কর্জ চুকানা হ্যায় | গামা পালোয়ান | |
১৯৯১ | আফসানা পেয়ার কা | গুরুমূর্তি | |
১৯৯১ | বেনাম বাদশা | রক্ষী | |
১৯৯০ | কাফান | ||
১৯৮৯ | না ইনসাফি | ||
১৯৮৮ | কেয়ামত সে কেয়ামত তাক | মান সিং | |
১৯৮৮ | দরিয়া দিল | ||
১৯৮৮ | আশি হি বানোয়া বানয়ি | বালি | |
১৯৮৮ | সাগলিকাদে বোম্বাবোম্ব | কিংপং | |
১৯৮৬ | নাগিনা | সিং | |
১৯৮৬ | নাচে ময়ূরী | ||
১৯৮৪ | আন্দার বাহার | বারতেন্দার | |
১৯৮৪ | ঝুটা সাচ | শুল্ক কর্মকর্তা | |
১৯৮৪ | ফুলোয়ারি | ||
১৯৮৪ | হাম হ্যায় লাজাওয়াব | ||
১৯৮১ | পাঁচ কয়েদি | ডাকু | |
১৯৮০ | কর্জ | বাইয়াঁ | |
১৯৮০ | জল মহল | ||
১৯৮০ | কুরবানি | বিক্রমের দলের লোক | |
১৯৭৯ | আতিয়া বিলাভার নাগোবা | ||
১৯৭৬ | তপস্যা | গোপী | |
১৯৭৫ | শোলে | কালিয়া | |
১৯৭৪ | ইনসানিয়াত | সার্কাসের কর্মচারী | |
১৯৭৪ | জুর্ম অউর সাজা | ||
১৯৭৪ | বেনাম | ||
১৯৭৩ | জালতে বাদান | ||
১৯৭৩ | শরিফ বদমাশ | কয়েদি | |
১৯৭২ | রামপুর কা লক্ষ্মণ | মাইকেল | |
১৯৭০ | গানোয়ার | গ্রামবাসী | |
১৯৭০ | পাগলা কাহিঁ কে | ||
১৯৬৯ | জিনে কি রাহ | রঘুনন্দন | |
১৯৬৭ | আনোখি রাত | অলস ডাকাত | |
১৯৬৪ | ইয়া মালাক | অভিনীত প্রথম চলচ্চিত্র[২] |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Veteran actor Viju Khote dies, best known as Kalia from Sholay"। Hindustan Times। ৩০ সেপ্টেম্বর ২০১৯।
- ↑ ক খ গ ঘ "শোলে সিনেমার 'কালিয়া' মারা গেছেন"। কালের কণ্ঠ। ৩০ সেপ্টেম্বর ২০১৯। সংগ্রহের তারিখ ৩০ সেপ্টেম্বর ২০১৯।
- ↑ "Remembering 'Sholay' I"। IBN Live। ২ আগস্ট ২০১০। ১৭ অক্টোবর ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩০ সেপ্টেম্বর ২০১৯।
- ↑ Kaalia talks to Avijit Ghosh
- ↑ ক খ The Forgotten Bollywood bhai-behan Brigade
- ↑ "Remembering Viju Khote: his iconic roles in 'Sholay', 'Andaz Apna Apna' and more..."। The Hindu। ৩০ সেপ্টেম্বর ২০১৯। সংগ্রহের তারিখ ২ অক্টোবর ২০১৯।
- ↑ No go for the old and the male in soap land?
- ↑ "Veteran actor Viju Khote, who played Kalia in 'Sholay', passes away at 77"। The Economic Times। ৩০ সেপ্টেম্বর ২০১৯।
- ↑ "Trailer Jeene Bhi Do Yaaron" – www.youtube.com-এর মাধ্যমে।