বালি, হাওড়া জেলা
বালি, ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের হাওড়া জেলার একটি শহর। এটি কলকাতা মেট্রোপলিটান ডেভেলপমেন্ট অথরিটি বা কেএমডিএ'র আওতাধীন এলাকার একটি অংশ।[১][২]
বালি | |
---|---|
শহর | |
ভারতের পশ্চিমবঙ্গে অবস্থান | |
স্থানাঙ্ক: ২২°৩৯′ উত্তর ৮৮°২০′ পূর্ব / ২২.৬৫° উত্তর ৮৮.৩৪° পূর্ব | |
দেশ | ভারত |
রাজ্য | পশ্চিমবঙ্গ |
জেলা | হাওড়া |
অঞ্চল | কলকাতা মহানগর অঞ্চল |
মেট্রো স্টেশন | দক্ষিণেশ্বর |
সরকার | |
• ধরন | পৌরসভা |
• শাসক | বালি পৌরসভা |
উচ্চতা | ১৫ মিটার (৪৯ ফুট) |
ভাষা | |
• সরকারি | বাংলা, ইংরেজি |
সময় অঞ্চল | ভারত মান সময় (ইউটিসি+৫:৩০) |
পিন | ৭১১২০১-২০২ |
টেলিফোন কোড | +৯১ ৩৪ |
যানবাহন নিবন্ধন | WB |
লোকসভা কেন্দ্র | হাওড়া |
বিধানসভা কেন্দ্র | বালি |
ভূগোল
সম্পাদনাবালি 22.65° উত্তর 88.34° পূর্বদিকে অবস্থিত। গড় উচ্চতা হল ১৫ মিটার (৪৯ ফু)। বালি থেকে উত্তরপাড়া, হুগলি বিচ্ছিন্ন তার উত্তর দিকে বালি খালের দ্বারা। দুটি এলাকায় যোগদানের জন্য ১৮৪৬ সালে বালি খালের উপর একটি সেতু নির্মিত হয়েছিল ।
পরিবহণ
সম্পাদনাবালি বিবেকানন্দ সেতু এবং নিবেদিতা সেতুর মাধ্যমে দক্ষিণেশ্বরের সাথে যুক্ত । স্টেট হাইওয়ে 6 / গ্র্যান্ড ট্রাঙ্ক রোড এবং বেলঘরিয়া এক্সপ্রেসওয়েও বালি দিয়ে যায়। এখান থেকে লোকেরা কলকাতা (বিবেকানন্দ সেতু হয়ে), হাওড়া ( জাতীয় সড়ক 16 দিয়ে ) এবং হুগলি ( জাতীয় হাইওয়ে 19 দিয়ে ) যাওয়ার জন্য বেশ কয়েকটি বাসে চলাচল করতে পারে।
বালি শহরে তিনটি রেলওয়ে স্টেশন রয়েছে। এগুলি হল বালি রেলওয়ে স্টেশন (হাওড়া-বর্ধমান মূল লাইন এবং হাওড়া-বর্ধমান কর্ড লাইনে), বালিঘাট রেলওয়ে স্টেশন এবং বালি হল্ট রেলওয়ে স্টেশন (শিয়ালদহ-ডানকুনি লাইনে)।
প্রশাসন
সম্পাদনাবালি শহর বালি পৌরসভা দ্বারা পরিচালিত। ১৮৮৩ সালের ১ এপ্রিল হাওড়া পৌরসভার উত্তর দিকের ৩৫টি ওয়ার্ড নিয়ে বালি পৌরসভা গঠিত হয় এবং ২০১৫ সালে পুনরায় হাওড়া পৌরনিগমের অন্তর্ভুক্ত হয়েছিল। ২০২১ সালে বালি পৌরসভা পুনরায় প্রতিষ্ঠিত হয়।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ Basu, Anasuya (২ অক্টোবর ২০১৫)। "Bally battles merger blues"। The Telegraph। India। সংগ্রহের তারিখ ১৮ আগস্ট ২০১৮।
- ↑ Merge Bally, Howrah civic bodies: Mamata Banerjee timesofindia.com | 19 May 2015