বাঘা উপজেলা

রাজশাহী জেলার একটি উপজেলা

বাঘা বাংলাদেশের রাজশাহী জেলার অন্তর্গত একটি উপজেলা

বাঘা
উপজেলা
মানচিত্রে বাঘা উপজেলা
মানচিত্রে বাঘা উপজেলা
স্থানাঙ্ক: ২৪°১১′৪৮″ উত্তর ৮৮°৪৯′৪৫″ পূর্ব / ২৪.১৯৬৬৭° উত্তর ৮৮.৮২৯১৭° পূর্ব / 24.19667; 88.82917 উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
দেশবাংলাদেশ
বিভাগরাজশাহী বিভাগ
জেলারাজশাহী জেলা
সরকার
 • চেয়ারম্যানলায়েব উদ্দিন লাভলু (বাংলাদেশ আওয়ামী লীগ)
আয়তন
 • মোট১৮৫.১৬ বর্গকিমি (৭১.৪৯ বর্গমাইল)
জনসংখ্যা (২০১১)[]
 • মোট১,৮৪,১৮৩
 • জনঘনত্ব৯৯০/বর্গকিমি (২,৬০০/বর্গমাইল)
সাক্ষরতার হার
 • মোট৪৫.৬৬%
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
প্রশাসনিক
বিভাগের কোড
৫০ ৮১ ১০
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন

অবস্থান ও আয়তন

সম্পাদনা

এই উপজেলার উত্তরে চারঘাট উপজেলানাটোর জেলার বাগাতিপাড়া উপজেলা, দক্ষিণে কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলা, পূর্বে নাটোর জেলার লালপুর উপজেলাবাগাতিপাড়া উপজেলা, পশ্চিমে ভারতের পশ্চিমবঙ্গপদ্মা নদী

 
রাজশাহী জেলার বাঘা উপজেলার পার্শ্ববর্তী বহমান পদ্মা।
 
রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী স্টেশন এলাকা।

প্রশাসনিক এলাকা

সম্পাদনা

পৌরসভা ০২টি, ইউনিয়ন ৭টি, মৌজা ৯৯ টি, গ্রামের সংখ্যা ১২৬ টি

এই উপজেলার ইউনিয়নগুলো হচ্ছে:

  1. বাজুবাঘা ইউনিয়ন
  2. গড়গড়ি ইউনিয়ন
  3. পাকুড়িয়া ইউনিয়ন
  4. মনিগ্রাম ইউনিয়ন
  5. বাউসা ইউনিয়ন
  6. আড়ানী ইউনিয়ন
  7. চকরাজাপুর ইউনিয়ন

এই উপজেলার পৌরসভাগুলো হচ্ছে:

  1. বাঘা পৌরসভা
  2. আড়ানী পৌরসভা

ইতিহাস

সম্পাদনা

জনসংখ্যার উপাত্ত

সম্পাদনা

জনসংখ্যা - ১৮৪১৮৩ (২০১১ সনের আদম শুমারী অনুযায়ী)[]

  • পুরুষ ৯২০১০জন
  • মহিলা ৯২১৭৩জন

শিক্ষা

সম্পাদনা

এই উপজেলায় কলেজের সংখ্যা হলো ৯ টি। মাধ্যমিক বিদ্যালয়ের সংখ্যা হলো ৪৯ টি। ভোকেশনালের সংখ্যা ৭ টি। মাদ্রাসার সংখ্যা ৯ টি। প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা ৭৪ টি। এই উপজেলায় একটি সরকারি কলেজ ও একটি সরকারি মাধ্যমিক বিদ্যালয় রয়েছে।

অর্থনীতি

সম্পাদনা

এই উপজেলায় তেমন কোন অর্থনৈতিক স্থাপনা নেই। তবে এই এলাকার মানুষ অনেক পরিশ্রমী । এই উপজেলায় অসখ্যা বাজার এবং ২ টি গরুর হাট রয়েছে। এই উপজেলায় ধান, পাট, গম ইত্যাদি প্রধান অর্থকরী ফসল। এছাড়াও কুমড়া, আলু, পটল, সরিষা প্রচুর পরিমাণে চাষ করা হয়। প্রধান ফল-ফলাদি হচ্ছে আম, কাঁঠাল, কলা, জাম, লিচু, পেয়ারা, পেঁপে ইত্যাদি। বিলুপ্ত বা বিলুপ্তপ্রায় ফসলাদি হচ্ছে কাউন, খেসারি, ছোলা আউশ ধান, অড়হর, মাষকলাই। এখানে প্রচুর হাঁস-মুরগি এবং খামার,গরু- ছাগলের খামার, মৎস্য খামার রয়েছে যা কিনা এই উপজেলার অর্থনীতিকে এগিয়ে নিতে ব্যাপক অবদান রেখেছে। ব্যবসা বাণিজ্য পরিচালনায় এই উপজেলায় গড়ে উঠেছে অসংখ্য ছোট ও মাঝারি আকারের ক্ষুদ্র শিল্প।

উল্লেখযোগ্য ব্যক্তি

সম্পাদনা
  • শাহরিয়ার আলম - রাজনীতিবিদ, পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
  • আব্দুর রাজ্জাক- ব্রিগেডিয়ার জেনারেল,বাংলাদেশ সেনাবাহিনী।
  • ডা.শরিফ আহম্মেদ(হিরা)- কর্নেল, বাংলাদেশ সেনাবাহিনী।
  • পলান সরকার, সমাজসেবী, সাদা মনের মানুষ।

দর্শনীয় স্থান

সম্পাদনা

চিত্রশালা

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন (জুন ২০১৪)। "এক নজরে বাঘা"। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। ৩ এপ্রিল ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ ডিসেম্বর ২০১৪ 
  2. "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ২৩ ডিসেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৯ মার্চ ২০১৯ 

বহিঃসংযোগ

সম্পাদনা