বাউসী ইউনিয়ন
বাউসী ইউনিয়ন বাংলাদেশের ময়মনসিংহ বিভাগের নেত্রকোণা জেলার বারহাট্টা উপজেলার অন্তর্গত একটি।[১][২]
বাউসী | |
---|---|
ইউনিয়ন | |
বাউসী ইউনিয়ন পরিষদ। | |
বাংলাদেশে বাউসী ইউনিয়নের অবস্থান | |
স্থানাঙ্ক: ২৪°৫২′১৮″ উত্তর ৯০°৫৮′১৭″ পূর্ব / ২৪.৮৭১৬৭° উত্তর ৯০.৯৭১৩৯° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | ময়মনসিংহ বিভাগ |
জেলা | নেত্রকোণা জেলা |
উপজেলা | বারহাট্টা উপজেলা |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
অবস্থান ও সীমানা
সম্পাদনাইতিহাস
সম্পাদনাকংস নদীর অববাহিকায় অবস্থিত নেত্রকোনা জেলার বারহাট্টা উপজেলার বাউসী ইউনিয়ন। লোকমুখে শুনা যায় বাউসী গ্রামের নামানুসারে ইউনিয়নটির নামকরন করা হয় বাউসী। ঐতিজ্যবাহী অঞ্চল হলো বাউসী ইউনিয়ন।কথিত আছে সুশং রাজার আমলে বতমান কেওয়ারাশি গ্রামের অদূরে বাউসী নামক ধলায় সপ্তাহে ২ দিন হাট বসত। কোন একদিন সুশং এর রাজা রূপনারায়ন বাহাদুর অত্র এলাকায় বেড়াতে এসে সুশংডহরপাড়ায় তাবু করে অবস্থান করছিলেন, বারটি ছিল হাটের দিন।হাটে যাওয়া লোকজন রাজাকে দশর্নের জন্য তাবুর নিকট ভীড় জমায়। হাটে যাওয়া লোকজনকে দেখে রাজা তৎক্ষনাত সুশংডহরপাড়া মৌজায় হাট বসানোর জন্য জায়গা করে দেন। রাজা হাটের জন্য জায়গা করে দেওয়ায় তখন থেকে লোকজন এই হাটটি কে রাজার নামানুসারে রূপগঞ্জ নামে অবহিত করে। কাল পরিক্রমায় বাউসী হাটটি বিলুপ্ত হইয়া যায়। লোকমুখে আজও রূপগঞ্জ হাট (বাজার) টি বাউসী হাট (বাজার) বলে পরিচিত।বতমানে এই ইউনিয়নটি শিক্ষা,সংস্কৃতি, ধর্মীয় অনুষ্ঠান, খেলাধুলা সহ বিভিন্ন ক্ষেত্রে তার নিজস্ব স্বকীয়তায় মাথা উচু করে স্থান করে নিয়েছে এই গাড়ো পাহাড়ের জেলা নেত্রকোনায়।[৩]
প্রশাসনিক এলাকা
সম্পাদনাআয়তন ও জনসংখ্যা
সম্পাদনাবাউসী ইউনিয়নের আয়তন ২৮.৭৭ বগ কিঃ মিঃ।
মোট জনসংখ্যা ২৫৯৬২ জন (২০১১ সালের আদমশুমারী অনুযায়ী), পুরুষ ১২৮১৯ জন ও মহিলা ১৩১৪৩ জন।[৪]
শিক্ষা
সম্পাদনাশিক্ষার হার : ৩৩.৪৭% (২০০১ এর শিক্ষা জরীপ অনুযায়ী)
শিক্ষা প্রতিষ্ঠান
- সরকারী প্রাথমিক বিদ্যালয়-০৭টি।
- বে-সরকারী রেজি: প্রা:বিদ্যালয় ০৫ টি।
- উচ্চ বিদ্যালয় ০৩ টি।
- উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ০১ টি।
- মাদ্রাসা ০২ টি।
দর্শনীয় স্থান
সম্পাদনানোয়াগাও জমিদার বাড়ির ধ্বংসাবশেষ।
উল্লেখযোগ্য ব্যক্তিত্ব
সম্পাদনা- এ টি এম আব্দুল বারী ড্যানি, সহধর্মবিষয়ক সম্পাদক, বিএনপি।
জনপ্রতিনিধি
সম্পাদনাবর্তমান চেয়ারম্যান- জনাব শামছুল হক
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ "বাউসী ইউনিয়ন"। বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। ১১ মার্চ ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ মার্চ ২০২০।
- ↑ "বারহাট্টা উপজেলা"। বাংলাপিডিয়া। ৯ ফেব্রুয়ারি ২০১৫। ১ মে ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ মার্চ ২০২০।
- ↑ https://baushiup.netrokona.gov.bd/bn/site/page/vTwn-%E0%A6%87%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%B8
- ↑ https://baushiup.netrokona.gov.bd/
বাংলাদেশের ইউনিয়ন বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |