বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার বিজয়ীদের তালিকা (১৯৭০-৭৯)
উইকিমিডিয়ার তালিকা নিবন্ধ
(বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার (১৯৭০-৭৯) থেকে পুনর্নির্দেশিত)
বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার বাংলা সাহিত্যের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের জন্য প্রদান করা হয়।[১] ১৯৭০ থেকে ১৯৭৯ সাল পর্যন্ত এই পুরস্কার প্রাপ্তরা হলেন:
বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার | |
---|---|
প্রথম পুরস্কৃত | ১৯৬০ |
সর্বশেষ পুরস্কৃত | ২০২৫ |
ওয়েবসাইট | banglaacademy |
১৯৭০ খ্রিষ্টাব্দ
সম্পাদনা- আতাউর রহমান (কবিতা)
- সত্যেন সেন (উপন্যাস)
- হাসান আজিজুল হক (ছোটগল্প)
- আনিসুজ্জামান (প্রবন্ধ-গবেষণা)
- ইব্রাহীম খলিল (নাটক)
- আতোয়ার রহমান (শিশুসাহিত্য)
- আবুল কালাম শামসুদ্দীন (অনুবাদ সাহিত্য)
১৯৭১ খ্রিষ্টাব্দ
সম্পাদনা- হাসান হাফিজুর রহমান (কবিতা)
- জহির রায়হান (উপন্যাস)
- জ্যোতিপ্রকাশ দত্ত (ছোটগল্প)
- মোফাজ্জল হায়দার চৌধুরী (প্রবন্ধ-গবেষণা)
- আনোয়ার পাশা (প্রবন্ধ-গবেষণা)
- এখলাসউদ্দিন আহমদ (শিশুসাহিত্য)
১৯৭২ খ্রিষ্টাব্দ
সম্পাদনা- আবদুল গনি হাজারী (কবিতা)
- মোহাম্মদ মনিরুজ্জামান (কবিতা)
- রশীদ করীম (উপন্যাস)
- শহীদ সাবের (ছোটগল্প)
- বদরুদ্দীন উমর (প্রবন্ধ-গবেষণা)
- কল্যাণ মিত্র (নাটক)
১৯৭৩ খ্রিষ্টাব্দ
সম্পাদনা- ফজল শাহাবুদ্দীন (কবিতা)
- শহীদ কাদরী (কবিতা)
- বেগম রাবেয়া খাতুন (উপন্যাস)
- রাহাত খান (ছোটগল্প)
- সৈয়দ মুর্তাজা আলী (প্রবন্ধ-গবেষণা)
- বুলবন ওসমান (শিশুসাহিত্য)
- কবীর চৌধুরী (অনুবাদ-সাহিত্য)
১৯৭৪ খ্রিষ্টাব্দ
সম্পাদনা- সুফী মোতাহার হোসেন (কবিতা)
- বেগম রাজিয়া খান (উপন্যাস)
- সাইয়িদ আতীকুল্লাহ (ছোটগল্প)
- আবদুল হক (প্রবন্ধ-গবেষণা)
- মোবাশ্বের আলী (প্রবন্ধ-গবেষণা)
- সাজেদুল করিম (শিশুসাহিত্য)
১৯৭৫ খ্রিষ্টাব্দ
সম্পাদনা- আবুল হাসান
- শামস রশীদ (উপন্যাস)
- মিন্নাত আলী (ছোটগল্প)
- আলী আহমদ (প্রবন্ধ-গবেষণা)
- সাঈদ আহমদ (নাটক)
- ড. আবদুল্লাহ-আল-মুতী শরফুদ্দীন (শিশুসাহিত্য)
- আবদুস সাত্তার (অনুবাদসাহিত্য)
১৯৭৬ খ্রিষ্টাব্দ
সম্পাদনা- মতিউল ইসলাম (কবিতা)
- দিলারা হাশেম (উপন্যাস)
- সুচরিত চৌধুরী (ছোটগল্প)
- সিরাজুদ্দিন কাসিমপুরী (প্রবন্ধ-গবেষণা)
- মমতাজউদ্দীন আহমেদ (নাটক)
- ফয়েজ আহমেদ (শিশুসাহিত্য)
- সরদার ফজলুল করিম (অনুবাদ সাহিত্য)
১৯৭৭ খ্রিষ্টাব্দ
সম্পাদনা- আবদুর রশীদ খান (কবিতা)
- মোহাম্মদ মাহফুজউল্লাহ্ (কবিতা)
- মাহমুদুল হক (উপন্যাস)
- মির্জা আবদুল হাই (ছোটগল্প)
- হাসনাত আবদুল হাই (ছোটগল্প)
- ড. মমতাজুর রহমান তরফদার (প্রবন্ধ-গবেষণা)
- জিয়া হায়দার (নাটক)
- সুকুমার বড়ুয়া (শিশুসাহিত্য)
- আবদুল হাফিজ (অনুবাদ সাহিত্য)
১৯৭৮ খ্রিষ্টাব্দ
সম্পাদনা- কে. এম. শমশের আলী (কবিতা)
- ইমাউল হক (কবিতা)
- রাজিয়া মজিদ (উপন্যাস)
- রিজিয়া রহমান (উপন্যাস)
- নাজমুল আলম (ছোটগল্প)
- শহীদ আখন্দ (ছোটগল্প)
- ড. সিরাজুল ইসলাম চৌধুরী (প্রবন্ধ-গবেষণা)
- আবদুল্লাহ আল মামুন (নাটক)
- কাজী আবুল কাসেম (শিশুসাহিত্য)
- মনিরউদ্দীন ইউসুফ (অনুবাদ সাহিত্য)
- আবদার রশীদ (অনুবাদ সাহিত্য)
১৯৭৯ খ্রিষ্টাব্দ
সম্পাদনা- জিল্লুর রহমান সিদ্দিকী - কবিতা
- আবু জাফর ওবায়দুল্লাহ - কবিতা
- আবদুশ শাকুর - ছোটগল্প
- ড. জহুরুল হক - প্রবন্ধ-গবেষণা
- ডা. আহমদ রফিক - প্রবন্ধ-গবেষণা
- শামসুল হক - শিশুসাহিত্য
- আবু শাহরিয়ার - অনুবাদ সাহিত্য
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ "বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার"। বাংলাদেশ প্রতিদিন। ঢাকা, বাংলাদেশ। ১৭ ফেব্রুয়ারি ২০১৫।
বহিঃসংযোগ
সম্পাদনা- "পুরস্কারপ্রাপ্ত লেখক তালিকা"। banglaacademy.org.bd। বাংলা একাডেমি। ২৭ জুলাই ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা।