বাংলাদেশ ব্যাংকের গভর্নরদের তালিকা
বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকটিই বাংলাদেশ ব্যাংক নামে পরিচিত। এটি বাংলাদেশ ব্যাংক অধ্যাদেশ, ১৯৭২ এর অধীনে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর তারিখে প্রতিষ্ঠিত হয়। এই ব্যাংকটির মূল কার্যনির্বাহী প্রধানকে ‘গভর্নর’ হিসাবে আখ্যায়িত করা হয়। সর্বশেষ গভর্নর আবদুর রউফ তালুকদার ৯ আগস্ট ২০২৪ তারিখ পদত্যাগ করলে পরবর্তীতে আহসান এইচ মনসুর গভর্নর পদে নিয়োগ পান; এছাড়াও ইতিপূর্বে আরো এগারো জন বিশিষ্ট অর্থনীতিবিদ এই পদ অলংকৃত করেছেন।[১][২]
গভর্নরদের তালিকা
সম্পাদনা১৯৭২ সালের ১৮ জানুয়ারি তারিখ এ. এন. এম. হামিদুল্লাহ্ বাংলাদেশ ব্যাংকের প্রথম গভর্নর হিসাবে নিয়োগ লাভ করেন। ১৯ নভেম্বর ১৯৭৪ থেকে ১৩ জুলাই ১৯৭৬ সাল পর্যন্ত দায়িত্বপালনকারী এ. কে. নাজিরউদ্দীন আহমেদ ছিলেন সবচেয়ে স্বল্প সময়ের জন্য দায়িত্ব প্রাপ্ত গভর্নর এবং ১৩ জুলাই ১৯৭৬ থেকে ১২ এপ্রিল ১৯৮৭ সাল পর্যন্ত দায়িত্বে থাকা মোঃ নূরুল ইসলাম হচ্ছেন সবচেয়ে দীর্ঘ সময় দায়িত্বপালনকারী।
ক্রমিক নং | প্রতিকৃতি | নাম | পদ গ্রহণ | পদ পরিত্যাগ | কার্যকাল |
---|---|---|---|---|---|
১ | এ. এন. এম. হামিদুল্লাহ্ | ১৮ জানুয়ারি ১৯৭২ | ১৮ নভেম্বর ১৯৭৪ | ২ বছর, ৩০৪ দিন | |
২ | এ. কে. নাজিরউদ্দীন আহমেদ | ১৯ নভেম্বর ১৯৭৪ | ১৩ জুলাই ১৯৭৬ | ১ বছর, ২৩৭ দিন | |
৩ | মোঃ নূরুল ইসলাম | ১৩ জুলাই ১৯৭৬ | ১২ এপ্রিল ১৯৮৭ | ১০ বছর, ২৭৩ দিন | |
৪ | শেগুফতা বখ্ত চৌধুরী | ১২ এপ্রিল ১৯৮৭ | ১৯ ডিসেম্বর ১৯৯২ | ৫ বছর, ২৫১ দিন | |
৫ | খোরশেদ আলম | ২০ ডিসেম্বর ১৯৯২ | ২১ নভেম্বর ১৯৯৬ | ৩ বছর, ৩৩৭ দিন | |
৬ | লুৎফর রহমান সরকার | ২১ নভেম্বর ১৯৯৬ | ২১ নভেম্বর ১৯৯৮ | ২ বছর, ০ দিন | |
৭ | মোহাম্মদ ফরাসউদ্দিন | ২৪ নভেম্বর ১৯৯৮ | ২২ নভেম্বর ২০০১ | ২ বছর, ৩৬৩ দিন | |
৮ | ফখরুদ্দীন আহমদ | ২৯ নভেম্বর ২০০১ | ৩০ এপ্রিল ২০০৫ | ৩ বছর, ১৫২ দিন | |
৯ | সালেহউদ্দিন আহমেদ | ১ মে ২০০৫ | ৩০ এপ্রিল ২০০৯ | ৩ বছর, ৩৬৪ দিন | |
১০ | ড. আতিউর রহমান | ১ মে ২০০৯ | ১৫ মার্চ ২০১৬ | ৬ বছর, ৩১৯ দিন | |
১১ | ফজলে কবির | ১৬ মার্চ ২০১৬ | ৩ জুলাই ২০২২ | ৬ বছর, ১০৯ দিন | |
১২ | আব্দুর রউফ তালুকদার | ৪ জুলাই ২০২২ | ৯ আগস্ট ২০২৪ | ২ বছর, ৩৬ দিন | |
- | নুরুন নাহার (ভারপ্রাপ্ত) | ১১ আগস্ট ২০২৪ | ১৩ আগস্ট ২০২৪ | ২ দিন | |
১৩ | আহসান এইচ মনসুর | ১৩ আগস্ট ২০২৪ | অদ্যাবধি | ১৪৩ দিন |
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ "বাংলাদেশ ব্যাংকের গভর্নরগণ"। বাংলাদেশ ব্যাংক। ১৪ সেপ্টেম্বর ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ সেপ্টেম্বর ২০২৩।
- ↑ ইসলাম, ফখরুল (১২ জুন ২০২২)। "বাংলাদেশ ব্যাংকের মোট ১২ গভর্নর, কে আগে কী ছিলেন"। প্রথম আলো। ১৪ সেপ্টেম্বর ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ জুন ২০২২।
বহিঃসংযোগ
সম্পাদনা- বাংলাদেশ ব্যাংক-এর ওয়েব সাইটে প্রদর্শিত 'গভর্নর'দের তালিকা।