বাংলাদেশ বিমান বাহিনীতে কর্মরত এয়ার মার্শালদের তালিকা

উইকিমিডিয়ার তালিকা নিবন্ধ

এটি বাংলাদেশ বিমান বাহিনীতে কর্মরত কর্মরত এয়ার মার্শালদের তালিকা। বর্তমানে বাংলাদেশ বিমান বাহিনীতে একজন এয়ার চিফ মার্শাল ও ১৩ জন এয়ার ভাইস মার্শাল আছেন। কোন এয়ার মার্শাল নেই।

  • এয়ার চিফ মার্শাল
  1. হাসান মাহমুদ খান, বিবিপি, ওএসপি, জিইউপি, এনএসডাব্লিউসি, পিএসসি, জিডি (পি), বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান
  • এয়ার মার্শাল
  1. শূণ্য পদ
  • এয়ার ভাইস মার্শাল
  1. , সহকারী চীফ অফ এয়ার স্টাফ (অপারেশনস অ্যান্ড ট্রেনিং)
  2. এম সাঈদ হোসেন, বিএসপি, জিপি, এনডিসি, পিএসসি, জিডি(পি), সহকারী চীফ অফ এয়ার স্টাফ (প্রশাসন)
  3. এএইচএম ফজলুল হক, ওএসপি, জিপি, এনএনডু, পিএসসি, জিডি(পি), সহকারী চীফ অফ এয়ার স্টাফ (পরিকল্পনা)
  4. সাদউদ্দিন আহমেদ, বিএসপি, এনএনডু, এএফবসি, পিএসসি, জিডি (পি), বিমান বাহিনীর সহকারী চিফ (রক্ষণাবেক্ষণ)
  5. এ এস এম ফকরুল ইসলাম, ওএসপি, জিইউপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, সিনিয়র ডিরেক্টিং স্টাফ (এয়ার), ন্যাশনাল ডিফেন্স কলেজ
  6. , এয়ার অফিসার কমান্ডিং, বিএএফ ঘাঁটি বঙ্গবন্ধু, কুর্মিটোলা, ঢাকা
  7. মোহাম্মদ মাফিদুর রহমান, এনডিইউ, পিএসসি, জিডি(পি), চেয়ারম্যান, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ (সিএএবি)
  8. জাহিদুর রহমান, এয়ার অফিসার কমান্ডিং বিএএফ ঘাঁটি খাদেমুল বাশার, তেজগাঁও ঢাকা
  9. , এয়ার অফিসার কমান্ডিং, বিএএফ ঘাঁটি জহুরুল হক, পতেঙ্গা, চট্টগ্রাম
  10. এম এ আওয়াল হোসেন, বিএসপি, এএফবসি, পিএসসি, জিডি(পি), এয়ার অফিসার কমান্ডিং, বিএএফ ঘাঁটি মতিউর রহমান, যশোর
  11. মোস্তাফিজুর রহমান, রাষ্ট্রদূত, বাংলাদেশের গণপ্রজাতন্ত্রী দূতাবাস, ইন্দোনেশিয়া
  12. এ কে এম মনিরুল বাহার, বিএসপি, এনডিসি, এইচডিএমসি, এএফডব্লিউসি, পিএসসি, এডিডব্লিউসি, উপাচার্য, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়
  13. (শূণ্য পদ), কমান্ড্যান্ট, বঙ্গবন্ধু অ্যারোনটিক্যাল সেন্টার (বিএসি)
  14. (শূণ্য পদ) এয়ার অফিসার কমান্ডিং বিএএফ ঘাঁটি পাহাড় কাঞ্চনপুর, টাঙ্গাইল জেলা
  15. (শূন্য পদ) এয়ার অফিসার কমান্ডিং বিমান বাহিনী ঘাঁটি কক্সবাজার, কক্সবাজার জেলা

আরও দেখুন

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা

বহিঃসংযোগ

সম্পাদনা