বাংলাদেশ বিমান বাহিনীতে কর্মরত এয়ার মার্শালদের তালিকা
উইকিমিডিয়ার তালিকা নিবন্ধ
এটি বাংলাদেশ বিমান বাহিনীতে কর্মরত কর্মরত এয়ার মার্শালদের তালিকা। বর্তমানে বাংলাদেশ বিমান বাহিনীতে একজন এয়ার চিফ মার্শাল ও ১৩ জন এয়ার ভাইস মার্শাল আছেন। কোন এয়ার মার্শাল নেই।
- হাসান মাহমুদ খান, বিবিপি, ওএসপি, জিইউপি, এনএসডাব্লিউসি, পিএসসি, জিডি (পি), বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান
- শূণ্য পদ
- , সহকারী চীফ অফ এয়ার স্টাফ (অপারেশনস অ্যান্ড ট্রেনিং)
- এম সাঈদ হোসেন, বিএসপি, জিপি, এনডিসি, পিএসসি, জিডি(পি), সহকারী চীফ অফ এয়ার স্টাফ (প্রশাসন)
- এএইচএম ফজলুল হক, ওএসপি, জিপি, এনএনডু, পিএসসি, জিডি(পি), সহকারী চীফ অফ এয়ার স্টাফ (পরিকল্পনা)
- সাদউদ্দিন আহমেদ, বিএসপি, এনএনডু, এএফবসি, পিএসসি, জিডি (পি), বিমান বাহিনীর সহকারী চিফ (রক্ষণাবেক্ষণ)
- এ এস এম ফকরুল ইসলাম, ওএসপি, জিইউপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, সিনিয়র ডিরেক্টিং স্টাফ (এয়ার), ন্যাশনাল ডিফেন্স কলেজ
- , এয়ার অফিসার কমান্ডিং, বিএএফ ঘাঁটি বঙ্গবন্ধু, কুর্মিটোলা, ঢাকা
- মোহাম্মদ মাফিদুর রহমান, এনডিইউ, পিএসসি, জিডি(পি), চেয়ারম্যান, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ (সিএএবি)
- জাহিদুর রহমান, এয়ার অফিসার কমান্ডিং বিএএফ ঘাঁটি খাদেমুল বাশার, তেজগাঁও ঢাকা
- , এয়ার অফিসার কমান্ডিং, বিএএফ ঘাঁটি জহুরুল হক, পতেঙ্গা, চট্টগ্রাম
- এম এ আওয়াল হোসেন, বিএসপি, এএফবসি, পিএসসি, জিডি(পি), এয়ার অফিসার কমান্ডিং, বিএএফ ঘাঁটি মতিউর রহমান, যশোর
- মোস্তাফিজুর রহমান, রাষ্ট্রদূত, বাংলাদেশের গণপ্রজাতন্ত্রী দূতাবাস, ইন্দোনেশিয়া
- এ কে এম মনিরুল বাহার, বিএসপি, এনডিসি, এইচডিএমসি, এএফডব্লিউসি, পিএসসি, এডিডব্লিউসি, উপাচার্য, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়
- (শূণ্য পদ), কমান্ড্যান্ট, বঙ্গবন্ধু অ্যারোনটিক্যাল সেন্টার (বিএসি)
- (শূণ্য পদ) এয়ার অফিসার কমান্ডিং বিএএফ ঘাঁটি পাহাড় কাঞ্চনপুর, টাঙ্গাইল জেলা
- (শূন্য পদ) এয়ার অফিসার কমান্ডিং বিমান বাহিনী ঘাঁটি কক্সবাজার, কক্সবাজার জেলা