বাংলাদেশের ভৌগোলিক নির্দেশকের তালিকা
কোনো একটা দেশের মাটি, পানি, আবহাওয়া ও মানুষের সৃজনশীলতা মিলে কোনো পণ্য তৈরি হলে তাকে বলা হয় সেই দেশের ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্য। আন্তর্জাতিক মেধাস্বত্ববিষয়ক সংস্থা ওয়াল্ড প্রপার্টি রাইটস অর্গানাইজেশন এর নিয়ম মেনে বাংলাদেশের শিল্প মন্ত্রণালয়ের অধিন পেটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্কস অধিদপ্তর (ডিপিডিটি) এই স্বীকৃতি ও সনদ দিয়ে থাকে।
৫ ডিসেম্বর ২০২৪ নাগাদ বাংলাদেশের নিবন্ধিত জিআই পণ্য ৫১টি।[১]
ইতিহাস
সম্পাদনা১৭ নভেম্বর, ২০১৬ সালে দেশের প্রথম ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্য হিসেবে স্বীকৃতি পায় জামদানি শাড়ি।
১৭ আগস্ট ২০১৭ সালে পেটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্কস অধিদপ্তর বাংলাদেশের জাতীয় মাছ ইলিশকে বাংলাদেশী পণ্য হিসাবে বিশ্ব স্বীকৃতি অর্জনের কথা ঘোষণা করে। এর ফলে ইলিশ বাংলাদেশের দ্বিতীয় ভৌগোলিক নির্দেশক পণ্য হিসেবে নিবন্ধিত হয়।
২৭ জানুয়ারি ২০১৯ তারিখে খিরসাপাত আমকে বাংলাদেশের ৩য় ভৌগোলিক নির্দেশক পণ্য (খাদ্যদ্রব্য) হিসেবে ঘোষণা করা হয়।
২০২০ সালের ২৮ ডিসেম্বর ঢাকাই মসলিনকে বাংলাদেশের চতুর্থ ভৌগোলিক নির্দেশক পণ্য বলে স্বীকৃতি দেওয়া হয়।
২০২১ সালের ২৬ এপ্রিল রাজশাহী সিল্ককে ৫ম, রংপুরের ৭০০ বছরের ঐতিহ্যের ধারকবাহক রংপুরের শতরঞ্জিকে ৬ষ্ট, চিনিগুঁড়া চালকে ৭ম, দিনাজপুরের কাটারিভোগকে ৮ম এবং বিজয়পুরের সাদা মাটিকে ৯ম জিআই পণ্য বলে স্বীকৃতি দেওয়া হয়।
২০২২ সালের ২৪ এপ্রিল বাগদা চিংড়িকে বাংলাদেশের ভৌগোলিক নির্দেশক পণ্য বলে আনুষ্ঠানিকভাবে নিবন্ধন সনদ দেওয়া হয়। এটি বাংলাদেশের দশম জিআই পন্য।
তালিকা
সম্পাদনাবাংলাদেশের যেসব পণ্য ভৌগোলিক নিদর্শন হিসেবে নিবন্ধিত তার তালিকা নিম্নরূপ:[২]
ক্রমিক[১] | ভৌগোলিক নিদর্শনের নাম | জেলা | ধরন | নিবন্ধনের তারিখ | সনদ প্রদানের তারিখ | তথ্যসূত্র |
---|---|---|---|---|---|---|
১ | জামদানি শাড়ি | হস্তশিল্প | ১ সেপ্টেম্বর ২০১৫ | ১৭ নভেম্বর ২০১৬ | [৩] | |
২ | বাংলাদেশ ইলিশ | কৃষি | ১৩ নভেম্বর ২০১৬ | ১৭ আগস্ট ২০১৭ | [৩] | |
৩ | চাঁপাইনবাবগঞ্জের খিরসাপাত আম | চাঁপাইনবাবগঞ্জ | কৃষি | ২ ফেব্রুয়ারি ২০১৭ | ২৭ জানুয়ারি ২০১৯ | [৩] |
৪ | বিজয়পুরের সাদা মাটি | নেত্রকোণা | খনিজ | ৬ ফেব্রুয়ারি ২০১৭ | ১৭ জুন ২০২১ | [৩] |
৫ | দিনাজপুরের কাটারিভোগ চাল | দিনাজপুর | কৃষি | ৬ ফেব্রুয়ারি ২০১৭ | ১৭ জুন ২০২১ | [৩] |
৬ | বাংলাদেশ কালিজিরা চাল | কৃষি | ৭ ফেব্রুয়ারি ২০১৭ | ১৭ জুন ২০২১ | [৩] | |
৭ | রংপুরের শতরঞ্জি | রংপুর | হস্তশিল্প | ১১ জুলাই ২০১৯ | ১৭ জুন ২০২১ | [৩] |
৮ | রাজশাহী সিল্ক | রাজশাহী | হস্তশিল্প | ২৪ সেপ্টেম্বর ২০১৭ | ১৭ জুন ২০২১ | [৩] |
৯ | ঢাকাই মসলিন | ঢাকা | হস্তশিল্প | ২ জানুয়ারি ২০১৮ | ১৭ জুন ২০২১ | [৩] |
১০ | রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জের ফজলি আম[টীকা ১] | রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ | কৃষি | ৯ মার্চ ২০১৭ | ৬ অক্টোবর ২০২১ সংশোধিত: ২৫ এপ্রিল ২০২৩ |
[৪][৫][৬][৭] |
১১ | বাংলাদেশের বাগদা চিংড়ি | কৃষি | ৪ জুলাই ২০১৯ | ২৪ এপ্রিল ২০২২ | [৮] | |
১২ | বাংলাদেশের শীতল পাটি | হস্তশিল্প | ১৬ মার্চ ২০২১ | ২০ জুলাই ২০২৩ | [৯] | |
১৩ | বগুড়ার দই | বগুড়া | খাদ্যসামগ্রী | ১ জানুয়ারি ২০১৮ | ২৬ জুন ২০২৩ | [১০] |
১৪ | শেরপুরের তুলশীমালা ধান | শেরপুর | কৃষি | ১১ এপ্রিল ২০১৮ | ১২ জুন ২০২৩ | [১১] |
১৫ | চাঁপাইনবাবগঞ্জের ল্যাংড়া আম | চাঁপাইনবাবগঞ্জ | কৃষি | ১৯ ফেব্রুয়ারি ২০১৭ | ২৬ জুন ২০২৩ | |
১৬ | চাঁপাইনবাবগঞ্জের আশ্বিনা আম | চাঁপাইনবাবগঞ্জ | কৃষি | ১৯ ফেব্রুয়ারি ২০১৭ | ২৬ জুন ২০২৩ | |
১৭ | নাটোরের কাঁচাগোল্লা | নাটোর | খাদ্যসামগ্রী | ৩০ মার্চ ২০২৩ | ||
১৮ | বাংলাদেশ ব্ল্যাক বেঙ্গল ছাগল | কৃষি | ২৫ অক্টোবর ২০১৭ | |||
১৯ | টাঙ্গাইলের পোড়াবাড়ীর চমচম | টাঙ্গাইল | খাদ্যসামগ্রী | ৩০ মার্চ ২০২৩ | ||
২০ | কুমিল্লার রসমালাই | কুমিল্লা | খাদ্যসামগ্রী | ১৬ এপ্রিল ২০২৩ | ||
২১ | কুষ্টিয়ার তিলের খাজা | কুষ্টিয়া | খাদ্যসামগ্রী | ১৭ এপ্রিল ২০২৩ | ||
২২ | রংপুরের হাঁড়িভাঙ্গা আম | রংপুর | কৃষি | ১৫ ফেব্রুয়ারি ২০১৭ | ||
২৩ | মৌলভীবাজারের আগর | মৌলভীবাজার | কৃষি | ১২ এপ্রিল ২০১৭ | ||
২৪ | মৌলভীবাজারের আগর আতর | মৌলভীবাজার | কৃষি | ১১ জুলাই ২০১৯ | ||
২৫ | মুক্তাগাছার মণ্ডা | ময়মনসিংহ | খাদ্যসামগ্রী | ২ মে ২০২৩ | ||
২৬ | যশোরের খেজুরের গুড় | যশোর | খাদ্যসামগ্রী | ২৩ মে ২০২৩ | ||
২৭ | নরসিংদীর অমৃত সাগর কলা | নরসিংদী | কৃষি | ২৯ আগস্ট ২০২৩ | ||
২৮ | রাজশাহীর মিষ্টি পান | রাজশাহী | কৃষি | ৩১ আগস্ট ২০২৩ | ||
২৯ | গোপালগঞ্জের রসগোল্লা | গোপালগঞ্জ | খাদ্যসামগ্রী | ২২ আগস্ট ২০২৩ | ||
৩০ | জামালপুরের নকশিকাঁথা | জামালপুর | হস্তশিল্প | ১৭ জুলাই ২০১৯ | ||
৩১ | টাঙ্গাইল শাড়ি | টাঙ্গাইল | হস্তশিল্প | ৬ ফেব্রুয়ারি ২০২৪ | ||
৩২ | নরসিংদীর লটকন | নরসিংদী | কৃষি | ২৯ আগস্ট ২০২৩ | ||
৩৩ | মধুপুরের আনারস | টাঙ্গাইল | কৃষি | ১৭ নভেম্বর ২০২৩ | ||
৩৪ | ভোলার মহিষের দুধের কাঁচা দই | ভোলা | খাদ্যসামগ্রী | ১৯ ডিসেম্বর ২০২৩ | ||
৩৫ | মাগুরার হাজরাপুরী লিচু | মাগুরা | কৃষি | ২৩ আগস্ট ২০২৩ | ||
৩৬ | সিরাজগঞ্জের গামছা | সিরাজগঞ্জ | হস্তশিল্প | ৬ মার্চ ২০২৪ | ||
৩৭ | সিলেটের মণিপুরি শাড়ি | সিলেট | হস্তশিল্প | ২১ জুন ২০২৩ | ||
৩৮ | মিরপুরের কাতান শাড়ি | ঢাকা | হস্তশিল্প | ১৯ ফেব্রুয়ারি ২০২৪ | ||
৩৯ | ঢাকাই ফুটি কার্পাস তুলা | ঢাকা | হস্তশিল্প | ২ নভেম্বর ২০২১ | ||
৪০ | কুমিল্লার খাদি | কুমিল্লা | হস্তশিল্প | ১৯ ফেব্রুয়ারি ২০২৪ | ||
৪১ | ব্রাহ্মণবাড়িয়ার ছানামুখী মিষ্টি | ব্রাহ্মণবাড়িয়া | খাদ্যসামগ্রী | ৮ এপ্রিল ২০২৪ | ||
৪২ | গোপালগঞ্জের ব্রোঞ্জের গহনা | গোপালগঞ্জ | খাদ্যসামগ্রী | ১৪ মার্চ ২০২৪ | ||
৪৩ | সুন্দরবনের মধু | কৃষি | ১৯ আগস্ট ২০১৭ | |||
৪৪ | শেরপুরের ছানার পায়েস | শেরপুর | খাদ্যসামগ্রী | ১৫ জানুয়ারি ২০২৪ | ||
৪৫ | সিরাজগঞ্জের লুঙ্গি | সিরাজগঞ্জ | হস্তশিল্প | ৬ মার্চ ২০২৪ | ||
৪৬ | গাজীপুরের কাঁঠাল | গাজীপুর | কৃষি | ২০ মার্চ ২০২৪ | ||
৪৭ | কিশোরগঞ্জের রাতা বোরো ধান | কিশোরগঞ্জ | কৃষি | ২১ মে ২০২৪ | ||
৪৮ | অষ্টগ্রামের পনির | কিশোরগঞ্জ | খাদ্যসামগ্রী | ২১ মে ২০২৪ | ||
৪৯ | বরিশালের আমড়া | বরিশাল | কৃষি | ২৫ ফেব্রুয়ারি ২০২৪ | ||
৫০ | কুমারখালীর বেডশিট | কুষ্টিয়া | হস্তশিল্প | ২৩ মে ২০২৪ | ||
৫১ | দিনাজপুরের বেদানা লিচু | দিনাজপুর | কৃষি | ১২ ফেব্রুয়ারি ২০২৪ |
টীকা
সম্পাদনা- ↑ ২০১৭ সালের ৯ মার্চ তারিখে রাজশাহী ফল গবেষণা কেন্দ্রের করা আবেদনের পর ডিপিডিটি ২০২১ সালের ৬ অক্টোবর ফজলি আমকে রাজশাহী জেলার ভৌগোলিক নির্দেশক পণ্য হিসেবে তালিকাভুক্ত করে। এর বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জ কৃষি অ্যাসোসিয়েশনের বিরোধিতার প্রেক্ষিতে ২০২৩ সালের ২৫ এপ্রিল সংশোধন করে রাজশাহীর সাথে চাঁপাইনবাবগঞ্জকেও ফজলি আমের সত্ত্ব প্রদান করা হয়।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ "মঞ্জুরকৃত জিআই পণ্য"। পেটেন্ট, শিল্প-নকশা ও ট্রেডমার্কস অধিদপ্তর। সংগ্রহের তারিখ ২৭ ডিসেম্বর ২০২৪।
- ↑ "জি আই জার্নাল"। পেটেন্ট, শিল্প-নকশা ও ট্রেডমার্কস অধিদপ্তর। সংগ্রহের তারিখ ২৭ ডিসেম্বর ২০২৪।
- ↑ ক খ গ ঘ ঙ চ ছ জ ঝ "জি আই: বাংলাদেশের ভৌগলিক নির্দেশক স্বীকৃতি পাওয়া নয়টি পণ্যের বিশেষত্ব"। বিবিসি বাংলা। ১৯ জুন ২০২১। সংগ্রহের তারিখ ২৭ ডিসেম্বর ২০২৪।
- ↑ "রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ উভয়ই পেল ফজলি আমের স্বীকৃতি"। সময় টিভি। ২৪ মে ২০২২। সংগ্রহের তারিখ ২৭ ডিসেম্বর ২০২৪।
- ↑ "স্বীকৃতি পেল রাজশাহীর ফজলি আম"। সময় টিভি। ২৭ অক্টোবর ২০২১। সংগ্রহের তারিখ ২৭ ডিসেম্বর ২০২৪।
- ↑ "রাজশাহীর সঙ্গে চাঁপাইনবাবগঞ্জকে যুক্ত করে ফজলির জিআই স্বীকৃতি"। নয়া শতাব্দী। ২৫ মে ২০২২। সংগ্রহের তারিখ ২৭ ডিসেম্বর ২০২৪।
- ↑ "ফজলি আম: জিআই পণ্যের স্বীকৃতি নিয়ে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জের টানাটানি, শুনানি মঙ্গলবার"। বিবিসি বাংলা। ২৪ মে ২০২২। সংগ্রহের তারিখ ২৭ ডিসেম্বর ২০২৪।
- ↑ "এবার জিআই সনদ পেল বাগদা চিংড়ি"। প্রথম আলো। ১৮ মে ২০২২। সংগ্রহের তারিখ ২৭ ডিসেম্বর ২০২৪।
- ↑ "এবার জিআই পণ্যের মর্যাদা পাচ্ছে শীতলপাটি ও বগুড়ার দই"। বাংলানিউজ২৪.কম। ২৪ নভেম্বর ২০২২। সংগ্রহের তারিখ ২৭ ডিসেম্বর ২০২৪।
- ↑ "জিআই পণ্যের স্বীকৃতি পেল 'বগুড়ার দই'"। বাংলানিউজ২৪.কম। ৫ জুলাই ২০২৩। সংগ্রহের তারিখ ২৭ ডিসেম্বর ২০২৪।
- ↑ "সুগন্ধী 'তুলশীমালা' ধান এখন শেরপুরের জিআই পণ্য"। বিডিনিউজ২৪.কম। ১৬ জুন ২০২৩। সংগ্রহের তারিখ ২৭ ডিসেম্বর ২০২৪।