বড়গাছা ইউনিয়ন
বড়গাছা ইউনিয়ন বাংলাদেশের রাজশাহী বিভাগের নওগাঁ জেলার রাণীনগর উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন।[১][২]
বড়গাছা | |
---|---|
ইউনিয়ন | |
বড়গাছা ইউনিয়ন পরিষদ | |
বাংলাদেশে বড়গাছা ইউনিয়নের অবস্থান | |
স্থানাঙ্ক: ২৪°৪৩′৩২″ উত্তর ৮৮°৫৮′২০″ পূর্ব / ২৪.৭২৫৫৬° উত্তর ৮৮.৯৭২২২° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | রাজশাহী বিভাগ |
জেলা | নওগাঁ জেলা |
উপজেলা | রাণীনগর উপজেলা |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
অবস্থান ও সীমানা
সম্পাদনাবড়গাছা ইউনিয়নের গ্রামসমূহ:
১ নং ওয়ার্ডঃ
গহেলাপুর
কচুয়া
২ নং ওয়ার্ডঃ
বড়িয়া
পোঁতাপাড়া
খাসগড়
সুখানদিঘী
কুমুরিয়া
৩ নং ওয়ার্ডঃ
কাটরাশাইন মালশন ৪ নং ওয়ার্ডঃ আকনা বাঁশবাড়িয়া পোঁয়াতা ৫ নং ওয়ার্ডঃ বড়গাছা নলদিঘী উমরপুর কুঁচোকুড়ি ৬ নং ওয়ার্ডঃ দেউলা মানিকাহার বলিদাগাছী সলিয়া পানলা ৭ নং ওয়ার্ডঃ ভাটকৈ গিরিগ্রাম কুঞ্জশাইল ৮ নং ওয়ার্ডঃ সফিকপুর চামটা বাঁশবাড়িয়া ৯ নং ওয়ার্ডঃ লক্ষীকোলা আমিরপুর ভাদালিয়া আটনিতা
@pppkkk
ইতিহাস
সম্পাদনাপ্রশাসনিক এলাকা
সম্পাদনা৫ নং বড়গাছা ইউনিয়নের গ্রামসমুহ- ১.কচুয়া, ২.গহেলাপুর, ৩.নিশিন্দাকুঁড়ী, ৪.বড়িয়া, ৫.পোঁয়াতাপাড়া, ৬.খাসগড়, ৭.কুমুড়িয়া, ৮.সুখানদিঘী, ৯.কাটরাশাইন, ১০.মালশন, ১১.আকনা, ১২.বাঁশবাড়িয়া, ১৩.পোঁয়াতা, ১৪.বড়গাছা ১৫.নলদিঘী, ১৬.উমরপুর, ১৭.কুঁচোকুড়ি, ১৮.দেউলা, ১৯. মানিকহার ২০.সলিয়া, ২১.পানলা, ২২.বলিদাগাছী, ২৩.মানিকাহার, ২৪.ভাটকৈ, ২৫.গিরিগ্রাম, ২৬.কুন্দাশাইন, ২৭.চামটা, ২৮.শফিকপুর, ২৯. বাঁশবাড়িয়া, ৩০.ভাদালিয়া, ৩১.লক্ষীকোলা, ৩২.আটনিতা ও ৩৩.আমিরপুর।
@pppkkk
আয়তন ও জনসংখ্যা
সম্পাদনাশিক্ষা
সম্পাদনাশিক্ষার হার :
শিক্ষা প্রতিষ্ঠান বড়গাছা ইউনিয়নের প্রাথমিক বিদ্যালয়সমূহ:
১. গহেলাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়।
২. বড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
৩. কাটরাশাইন সরকারি প্রাথমিক বিদ্যালয়।
৪. গিরিগ্রাম মালশন সরকারি প্রাথমিক বিদ্যালয়।
৫. আকনা সরকারি প্রাথমিক বিদ্যালয়।
৬. বাঁশবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।
৭. পোঁওতা কনৌজ সরকারি প্রাথমিক বিদ্যালয়।
৮. বড়গাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়।
৯. নলদিঘী সরকারি প্রাথমিক বিদ্যালয়।
১০. দেউলা সরকারি প্রাথমিক বিদ্যালয়।
১১. সলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।
১২. ভাটকৈ সরকারি প্রাথমিক বিদ্যালয়।
১৩. শফিকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়।
১৪. চামটা সরকারি প্রাথমিক বিদ্যালয়।
১৫. লক্ষিকোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়।
১৬. ভাদালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।
বড়গাছা ইউনিয়নের মাধ্যমিক বিদ্যালয়সমূহ:
১. গহেলাপুর এন এম উচ্চ বিদ্যালয়।
২. আকনা- বাঁশবাড়িয়া উচ্চ বিদ্যালয়
৩. মালশন গিরিগ্রাম উচ্চ বিদ্যালয়।
৪. দেউলা মানিকাহার উচ্চ বিদ্যালয়।
৫. শফিকপুর উচ্চ বিদ্যালয়।
@pppkkk
দর্শনীয় স্থান
সম্পাদনাউল্লেখযোগ্য ব্যক্তিত্ব
সম্পাদনামোঃ আব্দুল মতিন মাস্টার।
জনপ্রতিনিধি
সম্পাদনাবর্তমান চেয়ারম্যান-
ক্রমিক | নাম | মেয়াদ |
---|---|---|
০১ | ||
০২ | ||
০৩ | ||
০৪ | ||
০৫ | ||
০৬ | ||
০৭ |
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ "বড়গাছা ইউনিয়ন"। বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। ৫ ফেব্রুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ মে ২০২০।
- ↑ "রাণীনগর উপজেলা"। বাংলাপিডিয়া। ২৯ জানুয়ারি ২০১৫। সংগ্রহের তারিখ ২ মে ২০২০।
বাংলাদেশের ইউনিয়ন বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |