বঙ্গাইগাঁও জেলা
বঙ্গাইগাঁও ভারতের আসাম রাজ্যের একটি জেলা। এর মোট তিনটি নগর আছে; নগরগুলি যথাক্ৰমে অভয়াপুরী, বঙ্গাইগাঁও আর বিজনী। বিজনী নগরটি বৰ্ত্তমান চিরাং জেলার অন্তৰ্ভূক্ত হয়েছে।
বঙ্গাইগাঁও জেলা বঙাইগাঁও জিলা | |
---|---|
আসামের জেলা | |
বঙ্গাইগাঁও জেলার অবস্থান | |
দেশ | ভারত |
রাজ্য | আসাম |
সদর | বঙ্গাইগাঁও |
আয়তন | |
• মোট | ২,৫১০ বর্গকিমি (৯৭০ বর্গমাইল) |
জনসংখ্যা (2011) | |
• মোট | ৭,৩২,৬৩৯ |
• জনঘনত্ব | ৪২৫/বর্গকিমি (১,১০০/বর্গমাইল) |
সময় অঞ্চল | ভারতীয় প্রমাণ সময় (ইউটিসি+05:30) |
আইএসও ৩১৬৬ কোড | IN-AS-BO |
ওয়েবসাইট | bongaigaon.gov.in |
বঙ্গাইগাঁও জেলা উত্তর-পূর্ব ভারতের আসাম রাজ্যের একটি প্ৰশাসনিক জেলা। এর জেলা সদর বঙ্গাইগাঁও। জেলাটির মোট আয়তন ২৫১০ বৰ্গ কি:মি:।
ইতিহাস
সম্পাদনাবঙ্গাইগাঁও জেলা ১৯৮৯ সনের ২৯ সেপ্টেম্বরে বৰ্তমান গোয়ালপাড়া এবং কোকড়াঝাড় জেলার কিছু অংশ নিয়ে গঠন করা হয়েছিল। [১] ২০০৪ সালে এর একটি অংশ চিরাং জেলায় অন্তৰ্ভুক্ত করা হয়, ফলে এর আয়তন কমে যায়।
ভৌগোলিক পরিস্থিতি
সম্পাদনাবঙ্গাইগাঁও জিলা ১,৭২৪ বর্গকিলোমিটার (৬৬৬ মা২) এলাকা নিয়ে গঠিত।[২] বঙ্গাইগাঁও জেলার পূর্বে বড়পেটা, দক্ষিণে ব্ৰহ্মপুত্ৰ এবং পশ্চিম-উত্তরে কোকড়াঝাড় জেলা অবস্থিত।
অৰ্থনীতি
সম্পাদনা২০০৬ সনের ভারত সরকার বঙ্গাইগাঁও জেলাকে দেশের ২৫০ টি প্ৰধান অনগ্ৰসর জেলার ভেতর একটি হিসাবে আখ্যা দিয়েছিল।[৩] বৰ্তমান অনগ্ৰসর অঞ্চলে প্রদত্ত আৰ্থিক অনুদান কর্মসূচী (Backward Regions Grant Fund Programme)র অধীনে সাহায্য পাপ্ত আসামের একটি জেলা এটি।[৩]
বিভাগ
সম্পাদনাবঙ্গাইগাঁও জেলার মহকুমা তিনটা: বঙ্গাইগাঁও, বিজনী এবং উত্তর শালমারা। ২০০৪ সনে বঙাইগাঁও জেলার কিছু অংশ (বিশেষ করে বিজনী মহকুমার মুখ্য অঞ্চলসমূহ) বড়োলেণ্ড টেৰিট’ৰিয়েল কাউন্সিল (Bodoland Territorial Council সংক্ষেপে BTC)র অধীনে নবগঠিত চিরাং জেলার অধীনে যুক্ত করা হয়।
জেলাটি চারটি বিধানসভা সমষ্টি আছে: বঙ্গাইগাঁও, বিজনী, উত্তর অভয়াপুরী এবং দক্ষিণ অভয়াপুরী। এখন দক্ষিণ অভয়াপুরী সমষ্টি অনিসূচিত জাতিয়ভাবে সংরক্ষিত।[৪] বিজনী কোকড়াঝাড় লোক সভা সমষ্টির অন্তৰ্গত এবং বাকী তিনটি বড়পেটা লোকসভা সমষ্টির অন্তৰ্ভুক্ত।[৫]
জনপরিসংখ্যান
সম্পাদনা২০১১ সনের লোকগণনা অনুসারে বঙ্গাইগাঁও জেলার জনসংখ্যা ৭৩২,৬৩৯ জন;[৬] যা ভারতের মোট জেলার মধ্যে ৪৯৬ তম (মোট ৬৪০ টি জেলার ভিতরে)।[৬] জেলার প্ৰতি বৰ্গকিলোমিটারে জনসংখ্যার ঘনত্ব ৪২৫ জন। [৬] ২০০১-২০১১ সময়ে এর জনসংখ্যা বৃদ্ধির হার ১৯.৫৮%। [৬] লিঙ্গ অনুপাতে বঙ্গাইগাঁও জেলার প্ৰতি ১০০০ পুরুষের বিপরীতে মহিলার সংখ্যা ৯৬১ জন। [৬] এখানে সাক্ষরতার হার ৭০.৪৪%। [৬]
২০১১ সালের জনগণনা অনুসারে, জেলাটিতে ৩৫৯,১৪৫ জন হিন্দু,৩৭১,০৩৩ জন মুসলিম,৫৯২৪ জন খ্রিস্টান,৩৮৪ জন শিখ,২৩৬ জন বৌদ্ধ ও ৮৭১ জন জৈন ধর্মাবলম্বী বসবাস করেন।
তথ্যসূত্ৰ
সম্পাদনা- ↑ Law, Gwillim (২০১১-০৯-২৫)। "Districts of India"। Statoids। সংগ্রহের তারিখ ২০১১-১০-১১।
- ↑ Srivastava, Dayawanti et al. (ed.) (২০১০)। "States and Union Territories: Assam: Government"। India 2010: A Reference Annual (54th সংস্করণ)। New Delhi, India: Additional Director General, Publications Division, Ministry of Information and Broadcasting (India), Government of India। পৃষ্ঠা 1116। আইএসবিএন 978-81-230-1617-7। সংগ্রহের তারিখ ২০১১-১০-১১।
- ↑ ক খ Ministry of Panchayati Raj (সেপ্টেম্বর ৮, ২০০৯)। "A Note on the Backward Regions Grant Fund Programme" (পিডিএফ)। National Institute of Rural Development। ৫ এপ্রিল ২০১২ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ সেপ্টেম্বর ২৭, ২০১১।
- ↑ "List of Assembly Constituencies showing their Revenue & Election District wise break - up" (পিডিএফ)। Chief Electoral Officer, Assam website। ২২ মার্চ ২০১২ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ সেপ্টেম্বর ২০১১।
- ↑ "List of Assembly Constituencies showing their Parliamentary Constituencies wise break - up" (পিডিএফ)। Chief Electoral Officer, Assam website। ২২ মার্চ ২০১২ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ সেপ্টেম্বর ২০১১।
- ↑ ক খ গ ঘ ঙ চ "District Census 2011"। Census2011.co.in। ২০১১। সংগ্রহের তারিখ ২০১১-০৯-৩০।