ফ্রেড অ্যাস্টেয়ার
ফ্রেড অ্যাস্টেয়ার[১] (ইংরেজি: Fred Astaire) নামে পরিচিত ফ্রেডেরিক অস্টারলিৎজ[২] (ইংরেজি: Frederick Austerlitz; ১০ই মে ১৮৯৯ - ২২শে জুন ১৯৮৭) ছিলেন একজন মার্কিন নৃত্যশিল্পী, গায়ক, অভিনেতা, নৃত্য পরিচালক ও টেলিভিশন উপস্থাপক। তাকে চলচ্চিত্র ও টেলিভিশনের ইতিহাসে সবচেয়ে প্রভাবশালী নৃত্যশিল্পীদের একজন বলে বিবেচনা করা হয়।
ফ্রেড অ্যাস্টেয়ার | |
---|---|
Fred Astaire | |
জন্ম | ফ্রেডেরিক অস্টারলিৎজ ১০ মে ১৮৯৯ ওমাহা, নেব্রাস্কা, মার্কিন যুক্তরাষ্ট্র |
মৃত্যু | ২২ জুন ১৯৮৭ লস অ্যাঞ্জেলেস, ক্যালিফোর্নিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র | (বয়স ৮৮)
সমাধি | ওকউড মেমোরিয়াল পার্ক সিমেট্রি, ক্যালিফোর্নিয়া |
জাতীয়তা | মার্কিন |
পেশা | নৃত্যশিল্পী, গায়ক, অভিনেতা, নৃত্য পরিচালক, উপস্থাপক |
কর্মজীবন | ১৯০৪-১৯৮১ |
দাম্পত্য সঙ্গী | ফিলিস লিভিংস্টন পটার (বি. ১৯৩৩; মৃ. ১৯৫৪) রবিন স্মিথ (বি. ১৯৮০) |
সন্তান | ২ |
আত্মীয় | অ্যাডেল অ্যাস্টেয়ার (বোন) |
পুরস্কার | পূর্ণ তালিকা |
মঞ্চ, চলচ্চিত্র ও টেলিভিশন পর্দায় তার কর্মজীবনের ব্যপ্তি মোট ৭৬ বছর। এই দীর্ঘ সময়ে তিনি ১০টির বেশি ব্রডওয়ে ও লন্ডন সঙ্গীতধর্মী মঞ্চনাটক, ৩১টি সঙ্গীতধর্মী চলচ্চিত্র, ৪টি বিশেষ টেলিভিশন অনুষ্ঠান ও অসংখ্য রেকর্ডিং করেছেন। নৃত্যশিল্পী হিসেবে তার তাল, পরিপূর্ণতা, এবং তার নৃত্য যুগল ও পর্দায় প্রণয়ী জিঞ্জার রজার্সের সাথে তার রসায়নের জন্য তিনি স্মরণীয় হয়ে আছেন। রজার্সের সাথে তিনি হলিউডের দশটি সঙ্গীতধর্মী চলচ্চিত্রে অভিনয় করেছেন। আমেরিকান ফিল্ম ইনস্টিটিউট তাদের ১০০ বছর... ১০০ তারকা তালিকায় তাকে পঞ্চম সেরা ধ্রুপদী হলিউড চলচ্চিত্র শিল্পের পুরুষ তারকার স্থান দিয়েছে।[৩][৪]
প্রারম্ভিক জীবন
সম্পাদনাফ্রেড অ্যাস্টেয়ার ১৮৯৯ সালের ১০ই মে নেব্রাস্কা অঙ্গরাজ্যের ওমাহা শহরে জন্মগ্রহণ করেন। তার জন্মনাম ফ্রেডরিক অস্টারলিৎজ। তার মাতা জোহানা "অ্যান" (জন্মনাম: জেইলাস; ১৮৭৮-১৯৭৫) এবং পিতা ফ্রিডরিখ "ফ্রিৎজ" এমানুয়েল অস্টারলিৎজ (১৮৬৮-১৯২৩) মার্কিন যুক্তরাষ্ট্রে ফ্রেডরিক অস্টারলিৎজ নামে পরিচিত ছিলেন।[৫][৬][৭][৮] তার মাতা মার্কিন যুক্তরাষ্ট্রে পূর্ব প্রুশিয়া ও আলসেস থেকে আগত লুথারীয় জার্মান অভিবাসী পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা তৎকালীন অস্ট্রো-হাঙ্গেরীয় সাম্রাজ্যের অংশ আপার অস্ট্রিয়ার লিনৎসে এক ক্যাথলিক পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি পরবর্তীকালে ইহুদিধর্মে দীক্ষিত হন।[৫][৯][১০][১১]
পুরস্কার ও সম্মাননা
সম্পাদনা- ১৯৫০: থ্রি লিটল ওয়ার্ডস চলচ্চিত্রে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ সঙ্গীতধর্মী বা হাস্যরসাত্মক চলচ্চিত্র অভিনেতা বিভাগে গোল্ডেন গ্লোব পুরস্কার
- ১৯৫০: "অদ্বিতীয়তম কারুকার্য ও সঙ্গীতধর্মী চলচ্চিত্রে তার অবদানের জন্য" একাডেমি সম্মানসূচক পুরস্কার
- ১৯৫৮: অ্যান ইভনিং উইথ ফ্রেড অ্যাস্টেয়ার অনুষ্ঠানে জন্য অভিনয়শিল্পীর শ্রেষ্ঠ একক পরিবেশনা বিভাগে এমি পুরস্কার
- ১৯৫৯: ড্যান্স ম্যাগাজিন পুরস্কার
- ১৯৬০: অ্যানাদার ইভনিং উইথ ফ্রেড অ্যাস্টেয়ার অনুষ্ঠানের জন্য প্রোগ্রাম অ্যাচিভমেন্ট বিভাগে এমি পুরস্কারের মনোনয়ন
- ১৯৬০: চলচ্চিত্রে সামগ্রিক অবদানের জন্য গোল্ডেন গ্লোব সেসিল বি. ডামিল পুরস্কার
- ১৯৬০: চলচ্চিত্র শিল্পে তার অবদানের জন্য হলিউড ওয়াক অব ফেমে অন্তর্ভুক্তি ও ৬৭৫৬ হলিউড বলেভার্ডে তারকা লাভ
- ১৯৬১: অ্যাস্টেয়ার টাইম অনুষ্ঠানের জন্য প্রোগ্রাম অ্যাচিভমেন্ট বিভাগে এমি পুরস্কার
- ১৯৬৫: "চলচ্চিত্রে অসাধারণ অবদানের জন্য" জর্জ ইস্টম্যান হাউজ থেকে দ্য জর্জ ইস্টম্যান পুরস্কার
- ১৯৬৮: হল অব ফেম অব দ্য ইন্টারন্যাশনাল বেস্ট ড্রেসড তালিকায় অন্তর্ভুক্তি
- ১৯৬৮: দ্য ফ্রেড অ্যাস্টেয়ার শো অনুষ্ঠানের জন্য মিউজিক্যাল ভ্যারাইটি প্রোগ্রাম বিভাগে এমি পুরস্কারের মনোনয়ন
- ১৯৭২: দ্য নস্টালজিয়া ম্যাগাজিন কর্তৃক শতাব্দীর সেরা সঙ্গীতধর্মী হাস্যরসাত্মক তারকা খ্যাতিতে ভূষিত
- ১৯৭২: আমেরিকান থিয়েটার হল অব ফেমে অন্তর্ভুক্তি
- ১৯৭৫: দ্য টাওয়ারিং ইনফার্নো চলচ্চিত্রের জন্য একাডেমি পুরস্কারের মনোনয়ন
- ১৯৭৫: দ্য টাওয়ারিং ইনফার্নো চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা বিভাগে গোল্ডেন গ্লোব, দাভিদ দি দনাতেল্লো ও বাফটা পুরস্কার
- ১৯৭৮: আ ফ্যামিলি আপসাইড ডাউন অনুষ্ঠানের জন্য নাট্যধর্মী বা হাস্যরসাত্মক বিশেষ অনুস্থানে সেরা অভিনেতা বিভাগে এমি পুরস্কার
- ১৯৭৮: একাডেমি অব টেলিভিশন আর্টস অ্যান্ড সায়েন্সেস কর্তৃক সম্মাননা
- ১৯৭৮: কেনেডি সেন্টার সম্মাননা'র প্রথম প্রাপক
- ১৯৭৮: "মার্কিন মঞ্চনাটকে অপরিমেয় অবদানের জন্য" আমেরিকান ন্যাশনাল থিয়েটার অ্যাসোসিয়েশন থেকে ন্যাশনাল আর্টিস্ট পুরস্কার
- ১৯৮১: আমেরিকান ফিল্ম ইনস্টিটিউট থেকে আজীবন সম্মাননা পুরস্কার
- ১৯৮৭: কাপেজিও ড্যান্স শো পুরস্কার (রুডলফ নুরেয়েভের সাথে যৌথভাবে)
- ১৯৮৭: নিউ ইয়র্কের সারাটোগা স্পিংসে জাতীয় নৃত্য জাদুঘরের মিস্টার ও মিসেস কর্নেলিয়াস ভ্যান্ডারবিল্ট হুইটলি হল অব ফেমে অন্তর্ভুক্তি
- ১৯৮৯: মরণোত্তর গ্র্যামি আজীবন সম্মাননা পুরস্কার
- ১৯৮৯: মরণোত্তর টেলিভিশন হল অব ফেমে অন্তর্ভুক্তি
- ১৯৯১: মরণোত্তর বলরুম ড্যান্সার্স হল অব ফেমে অন্তর্ভুক্তি
- ১৯৯৯: দ্য অ্যাস্টেয়ার স্টোরি (১৯৫২) অ্যালবামের জন্য মরণোত্তর গ্র্যামি হল অব ফেমে অন্তর্ভুক্তি
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Fred Astaire"। oxfordlearnersdictionaries। সংগ্রহের তারিখ ১০ মে ২০১৮।
- ↑ বিলম্যান, ল্যারি (১৯৯৭)। Fred Astaire: A Bio-bibliography (ইংরেজি ভাষায়)। কানেটিকাট: গ্রিনউড প্রেস। আইএসবিএন 0-313-29010-5।
- ↑ "1981 Fred Astaire Tribute"। আমেরিকান ফিল্ম ইনস্টিটিউট। সংগ্রহের তারিখ ১০ মে ২০১৮।
- ↑ "AFI'S 100 YEARS...100 STARS"। আমেরিকান ফিল্ম ইনস্টিটিউট। ১৩ জানুয়ারি ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ মে ২০১৮।
- ↑ ক খ উদ্ধৃতি ত্রুটি:
<ref>
ট্যাগ বৈধ নয়;Billman
নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি - ↑ ফ্লিপো, হাইড। "Fred Astaire (1899–1987) aka Friedrich Austerlitz"। The German–Hollywood Connection। জানুয়ারি ২, ২০০৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩১ মার্চ ২০২৩।
- ↑ "The Religious Affiliation of Adele Astaire"। অ্যাডহেরেন্টস। সেপ্টেম্বর ২০, ২০০৫। Archived from the original on ফেব্রুয়ারি ২৮, ২০০৬। সংগ্রহের তারিখ ৩১ মার্চ ২০২৩।
- ↑ Website editors, with the help of Alessandra Garofalo, author of Austerlitz Sounded Too Much Like a Battle: The Roots of Fred Astaire's Family in Europe (Editrice UNI Service, ISBN 978-88-6178-415-42009)। "Frederick Austerlitz (1899-1987): An American with Austrian Roots"। দ্য জার্মান ওয়ে অ্যান্ড মোর। সংগ্রহের তারিখ ৩১ মার্চ ২০২৩।
- ↑ গারোফালো, আলেসান্দ্রা (২০০৯)। Austerlitz sounded too much like a battle: The roots of Fred Astaire family in Europe। ইতালি: এডিট্রিস ইউনি সার্ভিস। আইএসবিএন 978-88-6178-415-4। জুলাই ২২, ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা।
- ↑ লেভিনসন, পিটার (মার্চ ২০০৯)। Puttin' On the Ritz: Fred Astaire and the Fine Art of Panache, A Biography। সেন্ট মার্টিন্স প্রেস। পৃষ্ঠা 1–4। আইএসবিএন 978-0-312-35366-7।
- ↑ Satchell, p. 8: "'Fritz' Austerlitz, the 23-year-old son of Stephen Austerlitz and his wife Lucy Heller"