ফ্রানচেস্কো আচের্বি

ইতালীয় ফুটবলার

ফ্রানচেস্কো আচের্বি (ইতালীয়: Francesco Acerbi, ইতালীয় উচ্চারণ: [franˈtʃesko aˈtʃɛrbi]; জন্ম: ১০ ফেব্রুয়ারি ১৯৮৮) হলেন একজন ইতালীয় পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে ইতালির পেশাদার ফুটবল লীগের শীর্ষ স্তর সেরিয়ে আ-এর ক্লাব লাৎসিয়ো এবং ইতালি জাতীয় দলের হয়ে রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন। তিনি মূলত কেন্দ্রীয় রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেলে থাকেন।

ফ্রানচেস্কো আচের্বি
২০১২ সালে এসি মিলানের হয়ে আচের্বি
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম ফ্রানচেস্কো আচের্বি
জন্ম (1988-02-10) ১০ ফেব্রুয়ারি ১৯৮৮ (বয়স ৩৬)
জন্ম স্থান ভিৎসোলো প্রেদাবিসসি, ইতালি
উচ্চতা ১.৯৩ মিটার (৬ ফুট ৪ ইঞ্চি)
মাঠে অবস্থান রক্ষণভাগের খেলোয়াড়
ক্লাবের তথ্য
বর্তমান দল
লাৎসিয়ো
জার্সি নম্বর ৩৩
যুব পর্যায়
পাভিয়া
জ্যেষ্ঠ পর্যায়*
বছর দল ম্যাচ (গোল)
২০০৬–২০১০ পাভিয়া ৪৮ (৩)
২০০৭রেনাতে (ধার) (০)
২০০৭–২০০৮স্পেৎসিয়া (ধার) (০)
২০১০–২০১১ রেজ্জিনা ২৪ (১)
২০১১ জেনোয়া (০)
২০১১রেজ্জিনা (ধার) ১৬ (১)
২০১১–২০১২ কিয়েভো ১৭ (১)
২০১২–২০১৩ মিলান (০)
২০১৩ জেনোয়া (০)
২০১৩কিয়েভো (ধার) (০)
২০১৩–২০১৮ সাসসুওলো ১৫৭ (১১)
২০১৮– লাৎসিয়ো ১০৪ (৫)
জাতীয় দল
২০১৪– ইতালি ১২ (১)
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ১৫:৪৪, ২০ মে ২০২১ (ইউটিসি) তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক।
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১৫:৪৪, ২০ মে ২০২১ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক।

২০১৪ সালে, আচের্বি ইতালির হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন; ইতালির জার্সি গায়ে তিনি এপর্যন্ত ১২ ম্যাচে ১টি গোল করেছেন।[]

ব্যক্তিগতভাবে, আচের্বি বেশ কিছু পুরস্কার জয়লাভ করেছেন, যার মধ্যে ২০১৪–১৫ মৌসুমে পাল্লোনে দার্জেন্তো পুরস্কার জয় অন্যতম। দলগতভাবে, আচের্বি এপর্যন্ত ২টি শিরোপা জয়লাভ করেছেন, যার মধ্যে উভয়েই লাৎসিয়োর হয়ে জয়লাভ করেছেন।

প্রারম্ভিক জীবন

সম্পাদনা

ফ্রানচেস্কো আচের্বি ১৯৮৮ সালের ১০ই ফেব্রুয়ারি তারিখে ইতালির ভিৎসোলো প্রেদাবিসসিতে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Per l'Italia avvio amaro nella Mirop Cup" (ইতালীয় ভাষায়)। Lega Pro। ১ অক্টোবর ২০০৮। ১৩ জুলাই ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ জুন ২০১১ 

বহিঃসংযোগ

সম্পাদনা