স্পেৎসিয়া কালচো (সাধারণত স্পেৎসিয়া নামে পরিচিত) হচ্ছে লা স্পেৎসিয়া ভিত্তিক একটি ইতালীয় পেশাদার ফুটবল ক্লাব। এই ক্লাবটি বর্তমানে ইতালির শীর্ষ স্তরের ফুটবল লীগ সেরিয়ে আ-এ খেলে।[] এই ক্লাবটি ১৯০৬ সালে প্রতিষ্ঠিত হয়েছে। স্পেৎসিয়া কালচো তাদের সকল হোম ম্যাচ লা স্পেৎসিয়ার স্তাদিও আলবের্তো পিক্কোয় খেলে থাকে; যার ধারণক্ষমতা হচ্ছে ২৩,৮৬০। বর্তমানে এই ক্লাবের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন ভিঞ্চেঞ্জো ইতালিয়ানো এবং সভাপতির দায়িত্ব পালন করছেন স্তেফানো চিসোলি। ইতালীয় রক্ষণভাগের খেলোয়াড় ক্লাউদিও তেরৎসি এই ক্লাবের অধিনায়কের দায়িত্ব পালন করছেন।

স্পেৎসিয়া
পূর্ণ নামস্পেৎসিয়া কালচো
ডাকনামআকিলত্তি (ছোট ঈগল)
আকিলে (ঈগল)
বিয়াঙ্কোনেরি (কালো-সাদা)
প্রতিষ্ঠিত১৯০৬; ১১৯ বছর আগে (1906)
মাঠস্তাদিও আলবের্তো পিক্কো[]
ধারণক্ষমতা২৩,৮৬০
মালিকইতালি গাব্রিয়েলে ভলপি
সভাপতিইতালি স্তেফানো চিসোলি
ম্যানেজারইতালি ভিঞ্চেঞ্জো ইতালিয়ানো
লিগসেরিয়ে আ
২০১৯–২০৩য় (প্লে-অফের মাধ্যমে উত্তীর্ণ)
ওয়েবসাইটক্লাব ওয়েবসাইট
বর্তমান মৌসুম

ঘরোয়া ফুটবলে, স্পেৎসিয়া কালচো এপর্যন্ত ১৬টি শিরোপা জয়লাভ করেছে; যার মধ্যে ১টি প্রথম বিভাগীয়, ৩টি দ্বিতীয় বিভাগীয় এবং ২টি সুপারকোপ্পা দি সেরিয়ে চি শিরোপা রয়েছে।

  • দিভিসিওনে নাৎসিওনালে (১ম স্তর)
    • চ্যাম্পিয়ন (১): ১৯৪৪ (অলঙ্করণ)
  • প্রিমা দিভিসিওনে (২য় স্তর)
    • চ্যাম্পিয়ন (১): ১৯২৮–২৯
  • সেকোন্দা দিভিসিওনে (২য় স্তর)
    • চ্যাম্পিয়ন (১): ১৯২৫–২৬ (গ্রুপ বি)
  • প্রোমোৎসিওনে (২য় স্তর)
    • চ্যাম্পিয়ন (১): ১৯১৯–২০
  • সেরিয়ে চি (৩য় স্তর)
    • চ্যাম্পিয়ন (৩): ১৯৩৫–৩৬ (গ্রুপ বি), ২০০৫–০৬ (গ্রুপ এ), ২০১১–১২ (গ্রুপ বি)
    • রানার-আপ: ২০০১–০২ (গ্রুপ এ)
  • সেরিয়ে চি২ (৪র্থ স্তর)
    • চ্যাম্পিয়ন (১): ১৯৯৯–২০০০ (গ্রুপ এ)
    • রানার-আপ: ১৯৭৯–৮০ (গ্রুপ এ), ১৯৮৫–৮৬ (গ্রুপ এ), ২০০৯–১০ (গ্রুপ এ)
  • ৪ সেরিয়ে (৪র্থ স্তর)
    • চ্যাম্পিয়ন (১): ১৯৫৭–৫৮
    • রানার-আপ (১): ১৯৫৫–৫৬ (গ্রুপ ই)
  • সেরিয়ে দি (৪র্থ স্তর)
    • চ্যাম্পিয়ন (১): ১৯৬৫–৬৬ (গ্রুপ এ)
    • রানার-আপ (১): ২০০৮–০৯ (গ্রুপ এ)

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "স্টেডিয়াম"ট্রান্সফারমার্কেট। সংগ্রহের তারিখ ১ নভেম্বর ২০২০ 
  2. "স্পেৎসিয়া কালচো"ট্রান্সফারমার্কেট। সংগ্রহের তারিখ ১ নভেম্বর ২০২০ 

বহিঃসংযোগ

সম্পাদনা