ফুলতলা ইউনিয়ন, ফুলতলা
খুলনা জেলার ফুলতলা উপজেলার একটি ইউনিয়ন
ফুলতলা ইউনিয়ন বাংলাদেশের খুলনা জেলার ফুলতলা উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন।[১]
ফুলতলা ইউনিয়ন | |
---|---|
ইউনিয়ন | |
বাংলাদেশে ফুলতলা ইউনিয়ন, ফুলতলার অবস্থান | |
স্থানাঙ্ক: ২২°৫৯′৬.৪″ উত্তর ৮৯°২৬′৪৩.৪″ পূর্ব / ২২.৯৮৫১১১° উত্তর ৮৯.৪৪৫৩৮৯° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | খুলনা বিভাগ |
জেলা | খুলনা জেলা |
উপজেলা | ফুলতলা উপজেলা |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
অবস্থান ও আয়তন
সম্পাদনাইউনিয়নের পূর্ব ও উত্তর দিকে ভৈরব নদী, পশ্চিমে যশোর জেলার অভয়নগর উপজেলার রাজঘাট ইউনিয়ন এবং দক্ষিণ দিকে খুলনা জেলার ফুলতলা উপজেলার দামোদর ইউনিয়ন। ১৫ টি গ্রাম নিয়ে গঠিত ইউনিয়নের মোট জন সংখ্যা ৩৬০৪৮ যার মধ্যে নারী ১৮,৭৩১ ও পুরুষ ১৭,৩১৭ জন। এখানে ৩৭ কি.মি. পাকা রাস্তা রয়েছে।[২]
গ্রামসমূহ
সম্পাদনা- উত্তরডিহি,
- পায়গ্রামকসবা,
- খানজাহানপুর,
- তরতীবপুর,
- তাজপুর,
- পয়গ্রাম,
- মধ্যডাঙ্গা,
- নাওদাড়ী,
- বুড়িয়ারডাঙ্গা,
- বেজেরডাঙ্গা,
- ঢাকুরিয়া
- বেগুনবাড়ীয়া,
- রাড়ীপাড়া,
- দক্ষিণডিহি
- যোগিনীপাশা
জনসংখ্যার উপাত্ত
সম্পাদনা৩০২৮৮ জন (প্রায়) (২০১১ সালের আদম শুমারি অনুযায়ী)
নদনদী
সম্পাদনাশিক্ষাপ্রতিষ্ঠান
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ "ইউনিয়নসমূহ - ফুলতলা উপজেলা"। ১৮ অক্টোবর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ জানুয়ারি ২০১৯।
- ↑ "একনজরে ফুলতলা ইউনিয়ন"। জাতীয় তথ্য বাতায়ন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। সংগ্রহের তারিখ ২৮ অক্টোবর ২০১৮।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "খাল ও নদী। ফুলতলা ইউনিয়ন"। জাতীয় তথ্য বাতায়ন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। ১২ নভেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ অক্টোবর ২০১৮।