ফুলতলা উপজেলা
খুলনা জেলার একটি উপজেলা
ফুলতলা বাংলাদেশের খুলনা জেলার অন্তর্গত একটি উপজেলা।
ফুলতলা | |
---|---|
উপজেলা | |
মানচিত্রে ফুলতলা উপজেলা | |
স্থানাঙ্ক: ২২°৫৮′৪১″ উত্তর ৮৯°২৭′৪৭″ পূর্ব / ২২.৯৭৮০৬° উত্তর ৮৯.৪৬৩০৬° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | খুলনা বিভাগ |
জেলা | খুলনা জেলা |
আয়তন | |
• মোট | ৭৪.৩৩ বর্গকিমি (২৮.৭০ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১১)[১] | |
• মোট | ১,৩৩,৩৭৪ |
• জনঘনত্ব | ১,৮০০/বর্গকিমি (৪,৬০০/বর্গমাইল) |
সাক্ষরতার হার | |
• মোট | ৫৯% |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ৯২১০ |
প্রশাসনিক বিভাগের কোড | ৪০ ৪৭ ৬৯ |
ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
অবস্থান ও আয়তন
সম্পাদনাফুলতলা ২২.৯৭৫০°উত্তর অক্ষাংশ ও ৮৯.৪৫৮৩°পূর্ব দ্রাঘিমাংশে অবস্থিত। ফুলতলা তে মোট ১২৭৬৮ টি পরিবার এবং মোট আয়তন ৫৬.৮৩ বর্গ কিমি। এই উপজেলার উত্তরে যশোর জেলার অভয়নগর উপজেলা, দক্ষিণে দিঘলিয়া উপজেলা ও খুলনা সিটি কর্পোরেশন, পূর্বে যশোর জেলার অভয়নগর উপজেলা, পশ্চিমে ডুমুরিয়া উপজেলা।
প্রশাসনিক এলাকা
সম্পাদনাফুলতলাতে মোট ৪ টি ইউনিয়ন, ১৮ টি মৌজা, এবং ২৫ টি গ্রাম আছে।
জনসংখ্যার উপাত্ত
সম্পাদনা১৯৯১ বাংলাদেশ আদমশুমারি অনুযায়ী, ফুলতলার জনসংখ্যা ৬৭,৯৩০ জন। পুরুষ মোট জনসংখ্যার ৫১.০১ %, এবং নারী ৪৮.৯৯% । এই উপজেলার এর আঠারো ঊর্ধ্ব জনসংখ্যা ৩৬৩৬৮ । ফুলতলার গড় সাক্ষরতার হার ৪১.১% (৭ + বছর), এবং সাক্ষরতার জাতীয় গড় ৩২.৪%।
নদ-নদী
সম্পাদনাফুলতলা উপজেলায় রয়েছে ২টি নদী। এখানকার নদীগুলো হচ্ছে ভৈরব নদ, চিত্রা নদী।[২][৩]
শিক্ষা
সম্পাদনাঅর্থনীতি
সম্পাদনাউল্লেখযোগ্য ব্যক্তিত্ব
সম্পাদনাবিবিধ
সম্পাদনাআরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন (জুন ২০১৪)। "এক নজরে ফুলতলা"। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। ৩ ফেব্রুয়ারি ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ জানুয়ারী ২০১৫।
- ↑ ড. অশোক বিশ্বাস, বাংলাদেশের নদীকোষ, গতিধারা, ঢাকা, ফেব্রুয়ারি ২০১১, পৃষ্ঠা ৩৮৯, আইএসবিএন ৯৭৮-৯৮৪-৮৯৪৫-১৭-৯।
- ↑ মানিক মোহাম্মদ রাজ্জাক (ফেব্রুয়ারি ২০১৫)। বাংলাদেশের নদনদী: বর্তমান গতিপ্রকৃতি। ঢাকা: কথাপ্রকাশ। পৃষ্ঠা ৬০৯। আইএসবিএন 984-70120-0436-4।
বহিঃসংযোগ
সম্পাদনা
খুলনা বিভাগের স্থান বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |