ফারহান আদিল
মোহাম্মদ ফারহান আদিল (উর্দু: فرحان عادل; জন্ম: ২৫ সেপ্টেম্বর, ১৯৭৭) করাচি এলাকায় জন্মগ্রহণকারী সাবেক পাকিস্তানি আন্তর্জাতিক ক্রিকেটার। পাকিস্তান ক্রিকেট দলের অন্যতম সদস্য ছিলেন তিনি। ২০০৩ সালে সংক্ষিপ্ত সময়ের জন্যে পাকিস্তানের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশগ্রহণ করেছেন।[১][২]
ব্যক্তিগত তথ্য | ||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
পূর্ণ নাম | মোহাম্মদ ফারহান আদিল | |||||||||||||||||||||||||||||||||||||||
জন্ম | করাচি, সিন্ধু, পাকিস্তান | ২৫ সেপ্টেম্বর ১৯৭৭|||||||||||||||||||||||||||||||||||||||
ব্যাটিংয়ের ধরন | ডানহাতি | |||||||||||||||||||||||||||||||||||||||
বোলিংয়ের ধরন | ডানহাতি অফ ব্রেক | |||||||||||||||||||||||||||||||||||||||
ভূমিকা | ব্যাটসম্যান | |||||||||||||||||||||||||||||||||||||||
আন্তর্জাতিক তথ্য | ||||||||||||||||||||||||||||||||||||||||
জাতীয় দল | ||||||||||||||||||||||||||||||||||||||||
একমাত্র টেস্ট (ক্যাপ ১৭৭) | ৩ সেপ্টেম্বর ২০০৩ বনাম বাংলাদেশ | |||||||||||||||||||||||||||||||||||||||
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান | ||||||||||||||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||||||||||||||
উৎস: ইএসপিএনক্রিকইনফো.কম, ১৩ মে ২০২০ |
ঘরোয়া প্রথম-শ্রেণীর পাকিস্তানি ক্রিকেটে হাবিব ব্যাংক লিমিটেড ও করাচি জেব্রাস দলের প্রতিনিধিত্ব করেন। দলে তিনি মূলতঃ ডানহাতি ব্যাটসম্যান হিসেবে খেলতেন। এছাড়াও, ডানহাতে অফ ব্রেক বোলিংয়ে পারদর্শী ছিলেন ফারহান আদিল।
প্রথম-শ্রেণীর ক্রিকেট
সম্পাদনা১৯৯৬-৯৭ মৌসুম থেকে ২০০৬ সাল পর্যন্ত ফারহান আদিলের প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন চলমান ছিল। ঘরোয়া আসরে নিয়মিতভাবে মাঝারিসারির ব্যাটসম্যান হিসেবে খেলতেন।
ছয় বছরব্যাপী খেলোয়াড়ী জীবনে করাচি ক্রিকেট অ্যাসোসিয়েশন ও হাবিব ব্যাংকের পক্ষে মাঝারিসারিতে ব্যাটিংয়ে নামতেন। প্রথম-শ্রেণীর ক্রিকেটে ত্রিশের মাঝামাঝি গড়ে নিজেকে স্থির রাখতেন। সংযুক্ত আরব আমিরাতে পাকিস্তান এ দলের সদস্যরূপে খেলেন ও বেশ ভালোমানের খেলা উপহার দেন। ফলশ্রুতিতে, তাকে জাতীয় দলে অন্তর্ভুক্ত করা হয়।
আন্তর্জাতিক ক্রিকেট
সম্পাদনাসমগ্র খেলোয়াড়ী জীবনে একটিমাত্র টেস্টে অংশগ্রহণ করেছেন ফারহান আদিল। ৩ সেপ্টেম্বর, ২০০৩ তারিখে মুলতানে সফরকারী বাংলাদেশ দলের বিপক্ষে টেস্ট ক্রিকেটে অভিষেক ঘটে তার। এটিই তার একমাত্র টেস্টে অংশগ্রহণ ছিল। এরপর আর তাকে কোন টেস্টে অংশগ্রহণ করতে দেখা যায়নি।
২০০৩ সালে বাংলাদেশ দল পাকিস্তান গমনে আসে। ২৬ বছর বয়সে সিরিজের তৃতীয় টেস্টে তার অভিষেক পর্ব সম্পন্ন হয়। ঐ টেস্টের দুই ইনিংস মিলিয়ে ৩৩ রান তুলেন। উভয় ইনিংসেই তিনি মোহাম্মদ রফিকের শিকারে পরিণত হয়েছিলেন।
২০০৭ সালের গ্রীষ্মকালে ডেভন প্রিমিয়ার লিগে চাডলেই দলে যুক্ত হন। ২০০৯ সালে প্রতিযোগিতাধর্মী সকল স্তরের ক্রিকেট খেলা থেকে নিজের অবসর গ্রহণের কথা ঘোষণা করেন।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ List of Pakistan Test Cricketers
- ↑ "Pakistan – Test Batting Averages"। ESPNCricinfo। সংগ্রহের তারিখ ১৩ মে ২০২০।
আরও দেখুন
সম্পাদনাবহিঃসংযোগ
সম্পাদনা- ইএসপিএনক্রিকইনফোতে ফারহান আদিল (ইংরেজি)
- ক্রিকেটআর্কাইভে ফারহান আদিল (সদস্যতা প্রয়োজনীয়) (ইংরেজি)