ফান্দে পড়িয়া বগা কান্দে রে
সৌমিক চট্টোপাধ্যায় পরিচালিত ২০১১-এর চলচ্চিত্র
ফান্দে পড়িয়া বগা কান্দে রে ২০১১ সালের একটি বাংলা ভাষার ভারতীয় রোমান্টিক কমেডি চলচ্চিত্র। এটি পরিচালনা করছেন সৌমিক চট্টোপাধ্যায়। প্রধান চরিত্রে অভিনয় করেছেন সোহম চক্রবর্তী এবং শ্রাবন্তী চট্টোপাধ্যায়। ছবিটি ২০১০ সালের তেলুগু চলচ্চিত্র মরিয়দা রামান্নার পুনর্নির্মাণ।[১]
ফান্দে পড়িয়া বগা কান্দে রে | |
---|---|
পরিচালক | সৌমিক চট্টোপাধ্যায় |
প্রযোজক | শ্রীকান্ত মোহতা |
উৎস | এস. এস. রাজামৌলি কর্তৃক মরিয়দা রামান্না |
শ্রেষ্ঠাংশে | |
সুরকার | জিৎ গাঙ্গুলী সমীধ মুখোপাধ্যায় |
প্রযোজনা কোম্পানি | |
পরিবেশক | শ্রী ভেঙ্কটেশ ফিল্মস |
মুক্তি |
|
স্থিতিকাল | ১৫৮ মিনিট |
দেশ | ভারত |
ভাষা | বাংলা |
পটভূমি
সম্পাদনামিষ্টি রাজুর প্রেমে পড়ে, একজন সহজ-সরল মানুষ যাকে অবশ্যই মিষ্টির বাবা এবং ভাইদের বিরুদ্ধে নিজেকে রক্ষা করতে হবে। যারা প্রতিশোধ নেওয়ার জন্য প্রস্তুত কারণ রাজুর বাবা মিষ্টির মামাকে হত্যা করার আগে তার বাবা রাজুর বাবাকে হত্যা করেছিল।
অভিনয়শিল্পী
সম্পাদনাঅভিনেতা | ভূমিকা |
---|---|
সোহম চক্রবর্তী | রাজু |
শ্রাবন্তী চট্টোপাধ্যায় | মিষ্টি |
দীপঙ্কর দে | মিষ্টির বাবা |
শান্তিলাল মুখোপাধ্যায় | রাজুর বাবা |
শুভাশিষ মুখোপাধ্যায় | ট্রেনের যাত্রী |
ভারত কৌল | মিষ্টির মামা |
সায়ক চক্রবর্তী | ইমনের সেলফোন গানে জুনিয়র আর্টিস্ট বাজান |
রোহিত সামন্ত | দীপ (মিষ্টির বন্ধু) |
সুপ্রিয় দত্ত | দীপের বাবা |
মধুমিতা চক্রবর্তী | |
সুরজিৎ সেন | মিষ্টির বড় ভাই |
কৌশিক চক্রবর্তী | মিষ্টির বড় ভাই |
কাঞ্চন মল্লিক | রাজুর ভাঙা সাইকেল (শুধু কন্ঠস্বর) |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Faande Poriya Boga Kaande Re DVD"। induna.com। সংগ্রহের তারিখ ২০১৫-০৮-১৯।