ফান্দাউক পণ্ডিত রাম উচ্চ বিদ্যালয়

ব্রাহ্মণবাড়িয়া জেলার ঐতিহ্যবাহী প্রাচীনতম একটি বিদ্যালয়

ফান্দাউক পণ্ডিত রাম উচ্চ বিদ্যালয় ব্রাহ্মণবাড়িয়া জেলার অন্তর্গত নাসির নগর উপজেলার ফান্দাউক ইউনিয়নে অবস্থিত একটি ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান। বাবু পণ্ডিতরাম দাস কর্তৃক ১৯১৯ সালে মাধ্যমিক বিদ্যালয়[] হিসেবে যাত্রা শুরু করে । এই বিদ্যালয়ে ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত ছাত্র-ছাত্রিদের পড়াশোনার সুব্যবস্থা রয়েছে। এই অঞ্চলের আর্থসামাজিক অবস্থার উন্নয়নে প্রতিষ্ঠানটির বিশেষ অবদান রয়েছে। ২০১৯ সালে ফান্দাউক পণ্ডিত রাম উচ্চ বিদ্যালয় তার প্রতিষ্ঠার ১০০ বছর ইতি মধ্যেই পূর্ণ করেছে ২০১৯ সালে।

ফান্দাউক পণ্ডিতরাম উচ্চ বিদ্যালয়
অবস্থান
ফান্দাউক বাজারের পাশে

৩৪৪১

তথ্য
ধরনউচ্চ বিদ্যালয়
নীতিবাক্যশিক্ষা-সংস্কৃতি-শান্তি-প্রগতি "শিক্ষা জাতির মেরুদণ্ড"
প্রতিষ্ঠাকাল১৯১৯ (1919)
প্রতিষ্ঠাতাশ্রীযুক্ত বাবু পণ্ডিতরাম দাস
বিদ্যালয় বোর্ডকুমিল্লা শিক্ষা বোর্ড
বিদ্যালয় জেলাব্রাহ্মণবাড়িয়া
শ্রেণি৬ষ্ঠ - ১০ম
ভাষাবাংলা
সময়সূচিসকাল ১০.০০টা থেকে বিকেল ৪.০০টা
শ্রেণিকক্ষ৩৫টি কক্ষ
ক্যাম্পাসের ধরনআধা সরকারি
রং   নীল ও সাদা
অ্যাথলেটিক্সক্রিকেট, ফুটবল, হ্যান্ডবল, কাবাডি, ব্যাডমিন্টন ইত্যাদি
মাস্কটবইয়ের সঙ্গে আলোকিত মোমবাতি
স্বীকৃতিকুমিল্লা বোর্ড
শ্রেণী কার্যক্রমক শাখা: ৬ষ্ঠ-১০ম
খ শাখা: ৬ষ্ঠ -১০ম
বিদ্যালয়ের ধরনবালক - বালিকা

ইতিহাস ও অবস্থান

সম্পাদনা

ফান্দাউক পণ্ডিত রাম উচ্চ বিদ্যালয় ব্রাহ্মণবাড়িয়া জেলার অন্তর্গত নাসিরনগর উপজেলার ফান্দাউক ইউনিয়নে অবস্থিত একটি ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান। বাবু পণ্ডিতরাম দাস কর্তৃক ১৯১৯ সালে মাধ্যমিক বিদ্যালয় হিসেবে যাত্রা শুরু করে । এই বিদ্যালয়ে ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত ছাত্র-ছাত্রীদের পড়াশোনার সুব্যবস্থা রয়েছে।

সহশিক্ষা কার্যক্রম

সম্পাদনা

বিদ্যালয়টিতে ছাত্রদের সমন্বয়ে একটি স্কাউট দল, সততা সংঘ সহশিক্ষা কার্যক্রম চালু রাখার জন্য একটি ক্লাব রয়েছে[]। এদের সমন্বয়ে বিদ্যালয়ে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান, বনায়ন কার্যক্রম, স্কাউটিং কার্যক্রম সহ অন্যান্য কার্যক্রম পরিচালনা করা হয়।[]

শ্রেণি, বিভাগ ও শাখা সমূহ

সম্পাদনা

মূলত এই বিদ্যালয় ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণি পর্যন্ত লেখাপড়া করার সুব্যবস্থা রয়েছে।

শাখা সমূহ

সম্পাদনা
  • ৬ষ্ঠ শ্রেণি : শাখা:ক,খ,গ
  • ৭ম শ্রেণি : শাখা:ক,খ
  • ৮ম শ্রেণি : শাখা:ক,খ
  • ৯ম শ্রেণি : বিভাগ:বিজ্ঞান,মানবিক,বাণিজ্য
  • ১০ম শ্রেণি : বিভাগ:বিজ্ঞান,মানবিক, বাণিজ্য

প্রচলিত কোর্স

সম্পাদনা

এ বিদ্যালয়ে ছাত্র-ছাত্রীদের জন্য বোর্ড অনুমোদিত ৩টি কোর্স বা গ্রুপ রয়েছে। এগুলো হলঃ বিজ্ঞান ও মানবিক ও কর্মাস।

খেলার মাঠ

সম্পাদনা

বিদ্যালয়ের পেছনে বড় একটি খেলার মাঠ আছে । এই মাঠের নাম (কালী বাড়ি চর)। এই মাঠে জাতীয় দিবসের নানা কর্মসূচী সহ ইউনিয়নের বিভিন্ন ধরনের খেলাধুলার আয়োজন করা হয়ে থাকে।

বিশিষ্ট সুনাম ধন্য ছাত্র-ছাত্রী

সম্পাদনা

আরো দেখুন

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "নাসিরনগর উপজেলা - বাংলাপিডিয়া"bn.banglapedia.org। সংগ্রহের তারিখ ২০২১-০২-০৪ 
  2. "নাসিরনগরে এসএসসি পরীক্ষায় ফলাফল বিপর্যয়: এবারও শীর্ষে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়"The voice of Brahmanbaria || Local news means the world is (ইংরেজি ভাষায়)। ২০১৮-০৫-০৮। সংগ্রহের তারিখ ২০২১-০২-০৪ 

বহিঃসংযোগ

সম্পাদনা