নাসিরনগর আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয়
নাসিরনগর আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয় বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার একটি উচ্চ বিদ্যালয়। ১৯৩৭ সালে প্রতিষ্ঠিত এই বিদ্যালয়টি ব্রাহ্মণবাড়িয়ার অন্যতম প্রাচীন শিক্ষাপ্রতিষ্ঠান। এটি উপজেলার শীর্ষস্থানীয় সুনামধন্য বিদ্যালয়। উপজেলার লঙ্গন নদীর তীরে এটি অবস্থিত।
নাসিরনগর আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয় | |
---|---|
অবস্থান | |
উপজেলা ডাকবাংলো, নাসিরনগর ইউনিয়ন , , | |
স্থানাঙ্ক | ২৪°১১′৪৮″ উত্তর ৯১°১১′৪০″ পূর্ব / ২৪.১৯৬৬৩০° উত্তর ৯১.১৯৪৪৪৩° পূর্ব |
তথ্য | |
ধরন | মাধ্যমিক |
নীতিবাক্য | শিক্ষাই আলো |
প্রতিষ্ঠাকাল | ১৯৩৭ সাল |
প্রতিষ্ঠাতা | কমলারঞ্জন রায় |
বিদ্যালয় বোর্ড | মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, কুমিল্লা |
বিদ্যালয় জেলা | ব্রাহ্মণবাড়িয়া জেলা |
সেশন | জানুয়ারি |
বিদ্যালয় কোড | ৯১২৬
|
সভাপতি | বদরুদ্দোজা মোঃ ফরহাদ হোসেন, সংসদ সদস্য, ব্রাহ্মণবাড়িয়া-১ |
প্রধান শিক্ষক | আবদুল রহিম |
সহকারী প্রধানশিক্ষক | অরবিন্দু গোপ |
অনুষদ | ৩টি(বিজ্ঞান,ব্যবসা শিক্ষা এবং মানবিক) |
শ্রেণি | ৬ষ্ঠ থেকে ১০ম |
লিঙ্গ | ছেলে এবং মেয়ে |
বয়সসীমা | ১১-১৬ |
ভাষা | বাংলা |
সময়সূচি | সকাল ১০.০০টা থেকে বিকেল ৪.০০টা |
বিদ্যালয়ের কার্যসময় | ৭ ঘণ্টা |
শ্রেণিকক্ষ | ৩০টি কক্ষ |
ক্যাম্পাস | মফঃস্বল |
ক্যাম্পাসের ধরন | আধা সরকারি |
রং | শার্ট আকাশী নীল এবং প্যান্ট নেভি ব্লু |
অ্যাথলেটিক্স | ক্রিকেট, ফুটবল, হ্যান্ডবল, কাবাডি ইত্যাদি |
মাস্কট | বইয়ের সঙ্গে আলোকিত মোমবাতি এবং দোয়াত কলম |
ডাকনাম | আশুতোষ |
স্বীকৃতি | কুমিল্লা বোর্ড |
ইমেইল | nasirnagaraphighschool@yahoo.com |
যোগাযোগ | +৮৮০১৭১৬-৪৬৮৪৬৩ |
ওয়েবসাইট | http://naphschool.edu.bd/ |
অবস্থান
সম্পাদনানাসিরনগর আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয় বাংলাদেশের পূর্ব-মধ্য অঞ্চলের ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলাধীন একটি মাধ্যমিক বিদ্যালয়। এটি উপজেলার সুপ্রাচীন বিদ্যাপিঠ। বিদ্যালয়ের পূর্বদিকে ২০০ মিটার দূরে বাজার এবং নাসিরনগর থানা, উত্তরে লঙ্গন নদী ও মেদিনী হাওড়, পশ্চিমে উপজেলা ডাকবাংলো এবং দক্ষিণে উপজেলা তহসিল অফিস(ভূমি) অবস্থিত।
ইতিহাস
সম্পাদনাইতিহাস সূত্রে জানা যায়, নাসিরনগর আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা জমিদার কমলারঞ্জন রায়ের পিতা আশুতোষ রায় এর নাম অনুসারে ০১ জানুয়ারি ১৯৩৭ সালে বিদ্যালয়ের নামকরণ করেন।
প্রধান শিক্ষকের তালিকা
সম্পাদনা- বিদ্যালয়ের সাবেক ও বর্তমান প্রধান শিক্ষকগণের তালিকা:
নাম | পদ |
দায়িত্ব গ্রহণ | দায়িত্ব ত্যাগ | |
---|---|---|---|---|
১ | শশী ভূষণ ঘোষ | প্রধান শিক্ষক | ১ জানুয়ারি ১৯৩৭ | ৩১ ডিসেম্বর ১৯৪৫ |
২ | পৃথ্বীশ চন্দ্র ভদ্র | প্রধান শিক্ষক | ১ জানুয়ারি ১৯৪৬ | ৩১ ডিসেম্বর ১৯৪৯ |
৩ | সুরেশ চন্দ্র চক্রবর্তী | প্রধান শিক্ষক | ১ জানুয়ারি ১৯৫০ | ৩১ মার্চ ১৯৫৩ |
৪ | বীরেন্দ্র চন্দ্র চক্রবর্তী | ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক | ১ এপ্রিল ১৯৫৩ | ৩০ নভেম্বর ১৯৫৩ |
৫ | জগদীশ চন্দ্র রায় | প্রধান শিক্ষক | ১ ডিসেম্বর ১৯৫৩ | ১২ আগস্ট ১৯৬১ |
৬ | আব্দুল হান্নান চৌধুরী | প্রধান শিক্ষক | ১৩ আগস্ট ১৯৬১ | ১৩ এপ্রিল ১৯৯২ |
৭ | কাজী রমিজ আলী | ভারপ্রাপ্ত প্রধানশিক্ষক | ১৪ এপ্রিল ১৯৯২ | ১৮ অক্টোবর ১৯৯৩ |
৮ | শফিউল আযম | ভারপ্রাপ্ত প্রধানশিক্ষক | ১৯ অক্টোবর ১৯৯৩ | ৯ জুন ১৯৯৫ |
৯ | শফিউল আযম | প্রধান শিক্ষক | ১০ জুন ১৯৯৫ | ৩০ মার্চ ২০০৩ |
১০ | মহেন্দ্র চন্দ্র দাস | ভারপ্রাপ্ত প্রধানশিক্ষক | ৩১ মার্চ ২০০৩ | ১৯ এপ্রিল ২০০৬ |
১১ | মহেন্দ্র চন্দ্র দাস | প্রধান শিক্ষক | ২০ এপ্রিল ২০০৬ | ১ জানুয়ারি ২০০৯ |
১২ | মো.আবু গণি | ভারপ্রাপ্ত প্রধানশিক্ষক | ২ জানুয়ারি ২০০৯ | ৮ মার্চ ২০১০ |
১৩ | মো.আব্দুল রহিম | প্রধান শিক্ষক | ৯ মার্চ ২০১০ | বর্তমান |
বর্তমান শিক্ষকগণের তালিকা
সম্পাদনানাসিরনগর আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয়ের বর্তমান কর্মরত শিক্ষকগণের তালিকা:
নাম | পদ | |
---|---|---|
১ | আব্দুল রহিম | প্রধান শিক্ষক |
২ | অরবিন্দু গোপ | সহকারী প্রধান শিক্ষক |
৩ | আবু গণি | সিনিয়র শিক্ষক |
৪ | মো.ছাইদ মিয়া | সিনিয়র শিক্ষক |
৫ | অমৃত লাল সরকার | সিনিয়র শিক্ষক |
৬ | আসাদ উদ্দিন ভূঁইয়া | সিনিয়র শিক্ষক |
৭ | মো.নুরুল আলম | সিনিয়র শিক্ষক |
৮ | দিলরওশন পান্না | সিনিয়র শিক্ষিকা |
৯ | মো. আব্দুল্লাহ | সিনিয়র শিক্ষক |
১০ | মাধুরী লতা দাস | সিনিয়র শিক্ষিকা |
১১ | রত্না রাণী দাস | সিনিয়র শিক্ষিকা |
১২ | চন্দন কুমার দেব | সিনিয়র শিক্ষক |
১৩ | পলাশ মজুমদার | সহকারী শিক্ষক |
১৪ | লিটন চন্দ্র বিশ্বাস | সহকারী শিক্ষক |
১৫ | নজরুল ইসলাম | সহকারী শিক্ষক |
১৬ | মো.আব্দুল মাজিদ | সহকারী শিক্ষক |
১৭ | জসীম উদ্দিন | সহকারী শিক্ষক |
১৮ | কামরুল ইসলাম | সহকারী শিক্ষক |
১৯ | মৃণাল কান্তি সরকার | এসিটি(সেকায়েপ) |
২০ | পপি রাণী দাস | খন্ডকালীন শিক্ষিকা |
শিফট/শিক্ষা কার্যক্রম
সম্পাদনাএই বিদ্যালয়ে মাত্র একটি শিফটে কার্যক্রম পরিচালিত হয়ে থাকে।শনিবার,রবিবার,সোমবার,মঙ্গলবার,বুধবার সপ্তাহের এই ৫ দিন সকাল ১০:২০ থেকে বিদ্যালয়ের কার্যক্রম শুরু হয়। দুপুর ১টায় ১ ঘণ্টার বিরতি দেওয়া হয় এবং বিকাল ৪ টার সময় বিদ্যালয়ের কার্যক্রম শেষ হয়। সপ্তাহের এই ৫ দিনে প্রতিদিন ৭টি করে ক্লাস নেওয়া হয়। বৃহস্পতিবারে ১০.২০ এ ক্লাস শুরু হয় এবং দুপুর ১টায় ছুটি হয় এবং সেদিন সর্বমোট ৪টি ক্লাস নেওয়া হয়।শুক্রবারে সাপ্তাহিক ছুটি থাকে এবং ওইদিন বিদ্যালয়ের সকল কার্যক্রম বন্ধ থাকে।
সহশিক্ষা কার্যক্রম
সম্পাদনাপাঠ্যবইয়ের পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমেও রয়েছে এই বিদ্যালয়ের যথেষ্ট সুনাম।[১] সহশিক্ষা কার্যক্রম দ্বারা এই বিদ্যালয়টি জেলা,বিভাগ তথা জাতীয় পর্যায়ে অনেক অনেক খ্যাতি অর্জন করেছে।[২] এই বিদ্যালয়ে রয়েছে 'ইয়াং জিনিয়াস সায়েন্স ক্লাব', 'বিতর্ক ক্লাব' ইত্যাদি যা সহশিক্ষা কার্যক্রমগুলোর গুরুত্বপূর্ণ সাক্ষ্য বহন করে।[৩] তাছাড়া সামাজিক সচেতনতা সৃষ্টির জন্য রয়েছে 'সূর্যকিশোর ও স্বর্ণকিশোরীর' মতো ক্লাব।[৪]
বিদ্যালয়ের নির্বাচন
সম্পাদনানাসিরনগর আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রতি ২ বছর পরপর স্টুডেন্ট কেবিনেট নির্বাচন অনুষ্ঠিত হয়ে থাকে। সম্পূর্ণ জাতীয় নির্বাচনের আদলে অনুষ্ঠিত হয় এই নির্বাচন। এর মাধ্যমে শিক্ষার্থীদের সচেতন নাগরিক হিসেবে গড়ে তোলা হয়। এছাড়াও প্রতি ৫ বছর পরপর শিক্ষার্থীদের অভিভাবকদের নিয়ে ম্যানেজিং কমিটি নির্বাচন অনুষ্ঠিত হয়। যা বিদ্যালয়ের অবকাঠামোর উন্নায়নে ভূমিকা রাখে।
ছাত্র-ছাত্রী
সম্পাদনাবিদ্যালয়টিতে প্রতিবছর ১৫০ থেকে ২০০ জন ছাত্র-ছাত্রী ভর্তি হয়ে থাকে। বিদ্যালয়টির মোট ছাত্র-ছাত্রীর সংখ্যা প্রায় দুইহাজারেরও বেশী।
পুরস্কার ও সম্মাননা
সম্পাদনাবিদ্যালয়টি উপজেলার শীর্ষস্থানীয় সুনামধন্য বিদ্যালয়ের একটি। বিদ্যালয়টি প্রতিবছর উপজেলায় প্রথমস্থান অধিকার লাভ করে। জেএসসি এবং এসএসসিতে ঈর্ষণীয় সাফল্য অর্জন করে আসছে। এছাড়াও নানান প্রতিযোগীতায় বিভাগীয় পর্যায়ে প্রতিনিধিত্ব করে বিদ্যালয়টি। বিদ্যালয়টি ক্রীড়াঙ্গনে ব্যাপক ভূমিকা রাখে। প্রতিবছর ক্রীড়া প্রতিযোগীতায় উপজেলায় প্রথম হয়ে আসছে। বিদ্যালয়টি জেলা পর্যায়ে অন্যতম শ্রেষ্ঠ বিদ্যালয়।
কৃতি শিক্ষার্থী
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ Dainikshiksha। "নাসিরনগরে সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা - দৈনিকশিক্ষা"। Dainik shiksha (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২০-১০-২০।
- ↑ Dainikshiksha। "৭ মার্চের ভাষণ প্রতিযোগিতায় দ্বিতীয় সাদিয়া - দৈনিকশিক্ষা"। Dainik shiksha (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২০-১০-২০।
- ↑ দিগন্ত, Daily Nayadiganta-নয়া। "বিটিভি বিতর্কে চ্যাম্পিয়ন নাসিরনগর আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয়"। Daily Nayadiganta (নয়া দিগন্ত) : Most Popular Bangla Newspaper। সংগ্রহের তারিখ ২০২৩-০৯-১৪।
- ↑ প্রতিবেদক, নিজস্ব। "'আমরা স্বর্ণকিশোরী'"। দৈনিক প্রথম আলো। ২০২০-১০-২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-১০-২০।