ফাখরুল আরেফিন খান হলেন একজন বাংলাদেশী চলচ্চিত্র নির্মাতা। তিনি লালন সাঁইকে নিয়ে প্রামাণ্যচিত্র হকের ঘর নির্মাণ করেন। তার পরিচালিত প্রথম চলচ্চিত্র ভুবন মাঝি (২০১৭) সরকারি অনুদান লাভ করে। তার পরিচালিত আল-বদর জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ প্রামাণ্যচিত্রের পুরস্কার লাভ করে।

ফাখরুল আরেফিন খান
জাতীয়তাবাংলাদেশী
অন্যান্য নামফাখরুল আরেফিন
পেশাচলচ্চিত্র নির্মাতা
উল্লেখযোগ্য কর্ম
আল-বদর
ভুবন মাঝি
পুরস্কারজাতীয় চলচ্চিত্র পুরস্কার

কর্মজীবন

সম্পাদনা

ফাখরুল আরেফিন বাউল সাধক লালন সাঁইয়ের জীবনী নিয়ে হকের ঘর প্রামান্যচিত্র নির্মাণ করেন।[] পরে ২০১১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ চলাকালীন পাকিস্তানি সেনাবাহিনীর সহযোগীদের নিয়ে প্রামাণ্যচিত্র আল-বদর এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণের উপর প্রামাণ্যচিত্র দ্য স্পীচ নির্মাণ করেন।[] আল-বদর শ্রেষ্ঠ প্রামাণ্যচিত্র হিসেবে লোকনায়ক কাঙাল হরিনাথ এর সাথে যৌথভাবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করে।[] ২০১৭ সালের ৩ মার্চ তার পরিচালিত ভুবন মাঝি চলচ্চিত্রটি মুক্তি পায়।[] ছবিটি বাংলাদেশ সরকারের অনুদানে নির্মিত। চলাকালীন এক বাউলের জীবন এই চলচ্চিত্রের মূল বিষয়বস্তু। এতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন পরমব্রত চট্টোপাধ্যায়, অপর্ণা ঘোষ, মাজনুন মিজান[][]

চলচ্চিত্রের তালিকা

সম্পাদনা
বছর চলচ্চিত্রের শিরোনাম পরিচালক লেখক প্রযোজক টীকা
হকের ঘর হ্যাঁ হ্যাঁ হ্যাঁ লালন সাঁইকে নিয়ে প্রামাণ্যচিত্র
২০০৭ আল-বদর হ্যাঁ হ্যাঁ হ্যাঁ প্রামাণ্যচিত্র
বিজয়ী: জাতীয় চলচ্চিত্র পুরস্কার শ্রেষ্ঠ প্রামাণ্যচিত্র
২০১১ দ্য স্পীচ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণের উপর প্রামাণ্যচিত্র
২০১৭ ভুবন মাঝি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ সরকারী অনুদানপ্রাপ্ত
২০২০ গণ্ডি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ প্রামাণ্যচিত্র
বিজয়ী: জাতীয় চলচ্চিত্র পুরস্কার শ্রেষ্ঠ সংলাপ রচয়িতা

পুরস্কার

সম্পাদনা
জাতীয় চলচ্চিত্র পুরস্কার
বছর পুরস্কারের বিভাগ চলচ্চিত্র ফলাফল
২০১৩ শ্রেষ্ঠ প্রামাণ্যচিত্র আল-বদর বিজয়ী
২০২০ শ্রেষ্ঠ সংলাপ রচয়িতা গন্ডি বিজয়ী

তথ্যসূত্র

সম্পাদনা
  1. হোসাইন, কবীর (১৭ ডিসেম্বর ২০১৬)। "অহিংসপ্রাণ এক বাউলের মুক্তিযুদ্ধ"ভোরের কাগজ। ১৯ নভেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ মার্চ ২০১৭ 
  2. ফেরদৌস, ফাহিম (৩ মার্চ ২০১৭)। "Bhuban Majhi: A personal narrative of a nation's struggle"ডেইলি স্টার। সংগ্রহের তারিখ ৩ মার্চ ২০১৭ 
  3. "জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১১ প্রদান"বাংলানিউজটোয়েন্টিফোর.কম। মার্চ ১৩, ২০১৩। ৩ মার্চ ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ মার্চ ২০১৭ 
  4. "শুক্রবার মুক্তি পাচ্ছে দুই ছবি 'ভুবন মাঝি' ও 'মিসড কল'"দৈনিক ইত্তেফাক। ২ মার্চ ২০১৭। ২৩ মার্চ ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ মার্চ ২০১৭ 
  5. মাহমুদ, শরিফ (১০ ফেব্রুয়ারি ২০১৬)। "'ভূবন মাঝি'তে পরমব্রত চট্টোপাধ্যায় ও অপর্ণা ঘোষ"দৈনিক জনতা। সংগ্রহের তারিখ ৩ মার্চ ২০১৭ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  6. "পরম হাজির"বাংলানিউজটোয়েন্টিফোর.কম। মার্চ ১, ২০১৭। ৩ মার্চ ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ মার্চ ২০১৭ 

বহিঃসংযোগ

সম্পাদনা