মাজনুন মিজান

বাংলাদেশী চলচ্চিত্র এবং টেলিভিশন অভিনেতা ও পরিচালক

মাজনুন মিজান একজন বাংলাদেশী চলচ্চিত্র এবং টেলিভিশন অভিনেতা, পরিচালক। [][] হুমায়ূন আহমেদের ' নয় নম্বর বিপদ সঙ্কেত ' ছবিতে অভিনয়ের পর তিনি দর্শকদের কাছে প্রিয় হয়ে ওঠেন। তার অভিনীত উল্লেখযোগ্য কিছু চলচ্চিত্রের মধ্যে রয়েছে ভুবন মাঝি, গন্ডি, মিশন এক্সট্রিম, আমার আছে জল

মাজনুন মিজান
জাতীয়তাবাংলাদেশী
উল্লেখযোগ্য কর্ম
নয় নম্বর বিপদ সঙ্কেত, ভুবন মাঝি, গণ্ডি
ওয়েবসাইটhttps://maznunmizan.com/

প্রারম্ভিক জীবন এবং কর্মজীবন

সম্পাদনা

১৯৯৫ সালে শহীদুল হক খানের 'কাশের কন্যা' নাটকে পাসিং শট নিয়ে টিভিতে প্রথম কাজ শুরু করেন মাজনন মিজান। ১৯৯৯ সালে 'মার্চেন্ট অব ভেনিস' নাটকে অভিনয়ের মাধ্যমে ঢাকা থিয়েটারে যোগ দেন। মিজান ২০২০ সালে সম্প্রচারিত বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের উপর ভিত্তি করে একটি বিশেষ টেলিভিশন নাটক কথার ফুলে কাজ করেছিলেন,[] যা প্রযোজনা করেছিলেন মোহাম্মদ ইমাম। ২০১৮ সালে, তিনি ভুবন মাঝি চলচ্চিত্রে অভিনয় করেন, যা ভারত এবং বাংলাদেশ সহ-প্রযোজিত বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের উপর ভিত্তি করে নির্মিত চলচ্চিত্র।

অভিনীত কাজ

সম্পাদনা

চলচ্চিত্র

সম্পাদনা
বছর শিরোনাম পরিচালক ভূমিকা দ্রষ্টব্য
2007 নয় নম্বর বিপদ সংকেত হুমায়ূন আহমেদ মিজান []
2008 আমার আছে জল হুমায়ূন আহমেদ
2016 দর্পণ বিশ্বজন সুমন ধর
বসগিরি শামীম আহমেদ রনি সিস্টেম
2017 ভুবন মাঝি ফখরুল আরেফিন খান মিজান []
2020 গোন্ডি (চলচ্চিত্র) ফখরুল আরেফিন খান []
2021 মিশন চরম সানি সানোয়ার, ফয়সাল আহমেদ সালেহীন
আগস্ট 1975 সেলিম খানশামীম আহমেদ রনি মেজর ডালিম
রাত জাগা ফুল মীর সাব্বির []

টেলিভিশন নাটক

সম্পাদনা
বছর শিরোনাম পরিচালক ভূমিকা সম্প্রচার দ্রষ্টব্য
2008 হাউস ফুল (টিভি সিরিজ) রেদোয়ান রনি, ইফতেখার আহমেদ ফাহমি বিল্লাল এনটিভি
2014 ভালোবাসা ১০১ রেদোয়ান রনি
ভালোবাসার ডুডল মাহমুদুর রহমান হিমে
চক্কর []
2017 সাতারকো সংকেত চ্যানেল 24 []
2020 জুথো প্রজেজোনা মাজনুন মিজান পরিচালক চ্যানেল আই []
2020 আমলকি মাজনুন মিজান পরিচালক [][১০]
বাকের খানি
মেহমান

তথ্যসূত্র

সম্পাদনা
  1. Shazu, Shah Alam (২০১৬-০৬-১৩)। "Maznun Mizan's leap of faith"দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২২-০৩-২৫ 
  2. পরিচালনায় অভিনেতা মাজনুন মিজানThe Daily Inqilab। সংগ্রহের তারিখ ২০২২-০৩-২৫ 
  3. নতুন এক অভিজ্ঞতার মুখোমুখি হয়েছি -মাজনুন মিজানManab Zamin। সংগ্রহের তারিখ ২০২২-০৩-২৫  উদ্ধৃতি ত্রুটি: <ref> ট্যাগ বৈধ নয়; আলাদা বিষয়বস্তুর সঙ্গে ":0" নামটি একাধিক বার সংজ্ঞায়িত করা হয়েছে
  4. "TV, virtual pogrammes marking Humayun Ahmed's death anniv today"The Independent। Dhaka। ২০২০-০৭-২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২২-০৩-২৫ 
  5. "First look at 'Bhuban Majhi'"ঢাকা ট্রিবিউন। ২০১৬-০৪-৩০। সংগ্রহের তারিখ ২০২২-০৩-২৫ 
  6. মাজনুন মিজানের পাঁচ ছবিBangladesh Pratidin। ২০২১-০৪-০৪। সংগ্রহের তারিখ ২০২২-০৩-২৫ 
  7. কলকাতায় মাজনুন মিজানের 'চক্কর'দৈনিক প্রথম আলো। সংগ্রহের তারিখ ২০২২-০৩-২৫ 
  8. "Maznun Mizan hosts crime reality anthology series"ঢাকা ট্রিবিউন। ২০১৭-১২-০১। সংগ্রহের তারিখ ২০২২-০৩-২৫ 
  9. মাজনুন মিজানের পরিচালনায় 'যৌথ প্রযোজনা'Channel i। সংগ্রহের তারিখ ২০২২-০৩-২৫ 
  10. পরিচালনায় মাজনুন মিজানSamakal। সংগ্রহের তারিখ ২০২২-০৩-২৫ 

অতিরিক্ত লিঙ্ক

সম্পাদনা