পদ্মা বিভাগ

বাংলাদেশের একটি প্রস্তাবিত প্রশাসনিক বিভাগ
(ফরিদপুর বিভাগ থেকে পুনর্নির্দেশিত)

পদ্মা বিভাগ বাংলাদেশের একটি প্রস্তাবিত প্রশাসনিক বিভাগ।[][] প্রস্তাবনা অনুসারে, বর্তমান ঢাকা বিভাগ থেকে আলাদা হয়ে ফরিদপুর, গোপালগঞ্জ, রাজবাড়ী, মাদারীপুরশরীয়তপুর এই পাঁচটি জেলা নিয়ে পদ্মা বিভাগ নামে প্রতিষ্ঠিত হবে। [][] যার সদর দপ্তর হবে ফরিদপুর

পদ্মা বিভাগ
বিভাগ
প্রস্তাবিত পদ্মা বিভাগ
প্রস্তাবিত পদ্মা বিভাগ
দেশবাংলাদেশ
প্রস্তাবঅক্টোবর ২০১৯
আসনফরিদপুর
আয়তন
 • মোট৭,১৪৯.৯৯ বর্গকিমি (২,৭৬০.৬৩ বর্গমাইল)
জনসংখ্যা (২০১১)
 • মোট৬৫,৪৪,৬৫৩
 • জনঘনত্ব৯২০/বর্গকিমি (২,৪০০/বর্গমাইল)
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
আইএসও ৩১৬৬ কোডBD-C

ইতিহাস

সম্পাদনা

পদ্মা বিভাগ প্রাচীন বঙ্গ এবং গঙ্গাঋদ্ধি নামক রাজ্যের অধীনে ছিল। অধুনা গোপালগঞ্জের কোটালীপাড়ায় বঙ্গ রাজ্যের প্রাচীন রাজধানী ছিল।[] এরপর এই অঞ্চল মৌর্য্য এবং গুপ্ত সাম্রাজ্যের অধীনে আসে। ষষ্ঠ শতকে বঙ্গে গুপ্ত শাসনের অবসানের পর সমগ্র বঙ্গ অঞ্চল সম্রাট শশাঙ্ক কর্তৃক গৌড় রাজ্য হিসেবে শাসিত হয়। পদ্মা বিভাগ অঞ্চলে পরবর্তীতে খড়গ, পাল এবং সেন রাজবংশ শাসন করে। মুঘল আমলে এ এলাকা ফাতেহাবাদ সরকার নামে সুপরিচিত ছিল।

২০১৫ সালের ২৬ জানুয়ারি মন্ত্রিসভার এক বৈঠকে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা চট্টগ্রাম বিভাগ থেকে আলাদা করে বৃহত্তর কুমিল্লা-নোয়াখালী অঞ্চল নিয়ে মেঘনা বিভাগ[]ঢাকা বিভাগ থেকে আলাদা করে বৃহত্তর ফরিদপুর অঞ্চল নিয়ে পদ্মা বিভাগ গঠনের বিষয়ে আলোচনা করেন এবং এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেন।

২০১৯ সালের ২২ অক্টোবর তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) সভায় পদ্মা নামে নতুন বিভাগ গঠনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।[] তবে বৈশ্বিক অর্থনৈতিক সংকট ও সরকারের ব্যয় সংকোচন নীতির কারণে ২০২২ সালের ২৭ নভেম্বর নিকারের সভায় পদ্মা বিভাগ পদ্মা বিভাগ ও মেঘনা বিভাগ গঠনের সিদ্ধান্ত সাময়িকভাবে স্থগিত করা হয়।[][]

প্রশাসনিক বিভাজন

সম্পাদনা
নাম সদর দপ্তর এলাকা (বর্গ কিমি) ১৯৯১ আদমশুমারি
অনুসারে জনসংখ্যা
২০০১ আদমশুমারি
অনুসারে জনসংখ্যা
২০১১ আদমশুমারি
অনুসারে জনসংখ্যা
ফরিদপুর জেলা ফরিদপুর ২,০৫২.৬৮ ১৫,০৫,৬৮৬ ১৭,৫৬,৪৭০ ১৯,১২,৯৬৯
গোপালগঞ্জ জেলা গোপালগঞ্জ ১,৪৬৮.৭৪ ১০,৬০,৭৯১ ১১,৬৫,২৭৩ ১১,৭২,৪১৫
মাদারীপুর জেলা মাদারীপুর ১,১২৫.৬৯ ১০,৬৯,১৭৬ ১১,৪৬,৩৪৯ ১১,৬৫,৯৫২
রাজবাড়ী জেলা রাজবাড়ী ১,০৯২.২৮ ৮,৩৫,১৭৩ ৯,৫১,৯০৬ ১০,৪৯,৭৭৮
শরীয়তপুর জেলা শরীয়তপুর ১,১৭৪.০৫ ৯,৫৩,০২১ ১০,৮২,৩০০ ১১,৫৫,৮২৪

আরও দেখুন

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "দেশের নবম বিভাগ পদ্মা"। দৈনিক ইত্তেফাক। ৭ আগস্ট ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ জানুয়ারি ২০২২ 
  2. "3 new divisions to be formed"। ১৫ ফেব্রুয়ারি ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ ফেব্রুয়ারি ২০১৫ 
  3. "People want Faridpur division early"। ২৪ জানুয়ারি ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ ফেব্রুয়ারি ২০১৫ 
  4. "Faridpur new division soon"। ২৩ জানুয়ারি ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ ফেব্রুয়ারি ২০১৫ 
  5. "কোটালীপাড়া, বাংলাপিডিয়া"। সংগ্রহের তারিখ ৩ নভেম্বর ২০২৪ 
  6. "প্রস্তাবিত কুমিল্লা বিভাগের নাম হবে ময়নামতি: প্রধানমন্ত্রী" 
  7. "দেশের নবম বিভাগ পদ্মা"একুশে টিভি। সংগ্রহের তারিখ ২২ অক্টোবর ২০১৯ 
  8. "পদ্মা ও মেঘনা বিভাগ করার প্রস্তাব স্থগিত"প্রথম আলো। সংগ্রহের তারিখ ২ ডিসেম্বর ২০২২ 
  9. "পদ্মা ও মেঘনা বিভাগ গঠনের সিদ্ধান্ত স্থগিত"banglanews24.com। ২৭ নভেম্বর ২০২২। সংগ্রহের তারিখ ২ ডিসেম্বর ২০২২ 

বহিঃসংযোগ

সম্পাদনা