প্রমোদ গগৈ

ভারতীয় রাজনীতিবিদ

প্রমোদ চন্দ্র গগৈ (২৯ সেপ্টেম্বর ১৯৩০ – ৬ এপ্রিল ২০১২) আসাম রাজ্যের একজন ভারতীয় রাজনীতিবিদ ছিলেন। তিনি পাঁচ মেয়াদে আসামের বিধানসভার সদস্য ছিলেন এবং ১৯৯৬ সাল থেকে ২০০১ সাল পর্যন্ত রাজ্যের বন্যা নিয়ন্ত্রণ ও সেচ মন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেন।[]

প্রমোদ গগৈ
বন্যা নিয়ন্ত্রণ ও সেচ মন্ত্রী
(আসাম সরকার)
কাজের মেয়াদ
১৯৯৬ - ২০০১
নির্বাচনী এলাকাশিবসাগর
ব্যক্তিগত বিবরণ
জন্ম(১৯৩০-০৯-২৯)২৯ সেপ্টেম্বর ১৯৩০
শিবসাগর, ভারত
মৃত্যু৬ এপ্রিল ২০১২(2012-04-06) (বয়স ৮১)
গুয়াহাটি, ভারত
রাজনৈতিক দলভারতের কমিউনিস্ট পার্টি (সিপিআই)
7 April, 2012 অনুযায়ী
উৎস: Times of Assam

জীবনের প্রথমার্ধ

সম্পাদনা

গগৈ উচ্চ আসামের শিবসাগর জেলায় জন্মগ্রহণ করেন।

রাজনৈতিক পেশা

সম্পাদনা

ছাত্রাবস্থায় প্রমোদ অল ইন্ডিয়া স্টুডেন্টস ফেডারেশনের সাথে যুক্ত ছিলেন।[] তিনি ১৯৪৮ সালে ভারতের কমিউনিস্ট পার্টি (সিপিআই) এ যোগ দেন এবং ১৯৬৭ সালে প্রথমবারের মতো শিবসাগর কেন্দ্র থেকে আসামের রাজ্য বিধানসভায় নির্বাচিত হন।

তিনি সিপিআই-এর কেন্দ্রীয় সম্পাদকমণ্ডলীর সদস্য ছিলেন এবং পার্টির পাটনা কংগ্রেসে তাঁর মৃত্যুর কয়েকদিন আগে তিনি এর জাতীয় কার্যনির্বাহী সদস্যে পুনর্নিযুক্ত হন। এছাড়াও তিনি অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেসের সভাপতি এবং ওয়ার্ল্ড ফেডারেশন অফ ট্রেড ইউনিয়নের সহ-সভাপতি ছিলেন।[]

মৃত্যু

সম্পাদনা

এপিস্ট্যাক্সিস অনুভব করার পর, তাকে ২ এপ্রিল ২০১২-এ গুয়াহাটি নিউরোলজিক্যাল রিসার্চ সেন্টারে (GNRC) ভর্তি করা হয়। স্ট্রোকে আক্রান্ত হলে তার অবস্থার অবনতি হয় এবং পরে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। তিনি একজন স্নাতক ছিলেন এবং নাতনি পূরবী গগৈ, একজন সরকারি কর্মচারী দ্বারা বেঁচে ছিলেন।[]

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "CPI leader Pramod Gogoi passes away"Times of Assam। ৬ এপ্রিল ২০১২। সংগ্রহের তারিখ ৭ এপ্রিল ২০১২ 
  2. "CPI veteran Promod Gogoi dies"NDTV। Guwahati। Indo-Asian News Service। ৬ এপ্রিল ২০১২। সংগ্রহের তারিখ ৭ এপ্রিল ২০১২ 
  3. "Promode Gogoi passes away - CPI leader's cremation in Sivasagar"The Telegraph। ৬ এপ্রিল ২০১২। ৩ ফেব্রুয়ারি ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ এপ্রিল ২০১২ 
  4. "Pramode Gogoi passes away"The Times of IndiaGuwahati। ৬ এপ্রিল ২০১২। সংগ্রহের তারিখ ৭ এপ্রিল ২০১২