প্রবেশদ্বার আলোচনা:হিন্দুধর্ম

সাম্প্রতিক মন্তব্য: BadhonCR কর্তৃক ১ বছর পূর্বে "সাহায্য" অনুচ্ছেদে
উইকিপ্রকল্প হিন্দুধর্ম
এই প্রবেশদ্বারটি উইকিপ্রকল্প হিন্দুধর্মের অংশ, যা উইকিপিডিয়ায় হিন্দুধর্ম সম্পর্কিত বিষয়ের উন্নতির একটি সম্মিলিত প্রচেষ্টা। আপনি যদি প্রকল্পে অংশগ্রহণ করতে চান, তাহলে প্রকল্প পৃষ্ঠায় যান, যেখানে আপনি প্রকল্পের আলোচনায় অংশগ্রহণ করতে পারবেন এবং করণীয় কাজসমূহের একটি তালিকা দেখতে পাবেন।
 অমূল্যায়িত  এই পাতাটির প্রকল্পের মানের মাপনী অনুযায়ী কোন মূল্যায়নের প্রয়োজন নেই।
 

প্রবেশদ্বার:হিন্দুধর্ম

সম্পাদনা

Portal শব্দের অর্থ দরজা, প্রবেশদ্বার প্রভৃতি। ইন্টারনেট, উইকিপিডিয়া, ও অন্যান্য অনলাইন জগতে Portal একটি বহুল ব্যবহৃত শব্দ। উইকিপিডিয়ায় PORTAL শব্দের অর্থ জানতে চাওয়া হচ্ছে না। উইকিপিডিয়ার সাধারণ পাঠকের কাছে দ্ব্যর্থবোধক না হওয়ার জন্য PORTAL শব্দের বাংলা প্রতিলিপিকরণ হিসেবে ~~পোরটাল~~ ব্যবহারের প্রস্তাব করছি। ধন্যবাদ। ষাগর চক্রবর্তী (আলাপ) ১২:৫৪, ২৪ এপ্রিল ২০২২ (ইউটিসি)উত্তর দিন

উইকিপিডিয়ায় সর্বত্রই প্রবেশদ্বার ব্যবহার হচ্ছে। যেহেতু প্রবেশদ্বার শব্দটি সুন্দর ও অর্থবহ, তাই এর ব্যবহার করা উচিত বলে মনে করি। তাছাড়া বাঙালীদের সর্বত্র বাংলা ব্যবহার করা উচিত। -- রবিন সাহা ১৪:১১, ২৪ এপ্রিল ২০২২ (ইউটিসি)উত্তর দিন
@ষাগর চক্রবর্তী, প্রবেশদ্বার আমার কাছে অপ্রচলিত বাংলা মনে হচ্ছে না। অপ্রচলিত হলে কথা ছিল। বাঙালি যদি বাংলা না বুঝতে পারে তবে তা বড় দুঃখজনক। আজকাল তো বাংলার ব্যবহার উঠেই যাচ্ছে, শিক্ষার্থীরা চাকরি পাওয়ার আশায় বাধ্য হয়ে ইংরেজি শিখে, ফলে এমন অবস্থা যে তারা বাংলার থেকে ইংরেজি শব্দ ভালো বুঝে। তাদের দোষ দিয়ে লাভ নেই, আমাদের সমাজব্যবস্থা এমন হয়ে গেছে। একটা কিছু কিনতে যান, পণ্যের গায়ে পুরোটা ইংরেজিতেই লেখা থাকে। এই আমরাই আবার ২১শে ফেব্রুয়ারি পালন করি। কী একটা অবস্থা। -- আফতাবুজ্জামান (আলাপ) ১৫:০৭, ২৪ এপ্রিল ২০২২ (ইউটিসি)উত্তর দিন
@ষাগর চক্রবর্তী@Robin shaha@আফতাবুজ্জামান পোর্টালের "প্রবেশদ্বার" বাংলাটি খুবই সুন্দর। এটা ঠিক যে অনেক তৎসম শব্দ আমরা কথ্য ভাষায় ব্যবহার করি না, কিন্তু লেখার ভাষায় সেগুলি থাকে। পোর্টাল শব্দটির অর্থ "সিংহদ্বার" (যেটাকে আমরা কথ্যভাষায় "সিংহদুয়ার" বা "সিংদরজা" বলি), সাধারণ দরজাকে পোর্টাল বলে না। প্রবেশদ্বার সিংহদ্বার বা সাধারণ দরজা দুই অর্থেই হতে পারে। তবে এখানে আমার মনে হয় অত শব্দতাত্ত্বিক বিশ্লেষণের প্রয়োজন নেই। শব্দটি অপ্রচলিত, অচলিত বা স্বপ্লশ্রুত কোনওটাই নয়। উইকিপিডিয়ায় পোর্টাল বলতে যা বোঝায় তা এই শব্দটির মাধ্যমে সুন্দরভাবেই বোঝানো যায়। তাই কোনও পরিবর্তনের প্রয়োজন দেখছি না। --অর্ণব দত্ত (আলাপ) ১৬:১৯, ২৭ জুন ২০২২ (ইউটিসি)উত্তর দিন

সাহায্য

সম্পাদনা

@আফতাবুজ্জামান প্রবেশদ্বার:চলচ্চিত্রে যে প্রক্রিয়ায় নির্বাচিত নিবন্ধ ও নির্বাচিত জীবনী প্রদর্শিত হয়। সেই প্রক্রিয়া হিন্দুধর্ম প্রবেশদ্বারের নির্বাচিত জীবনী ও নির্বাচিত মন্দির এ করে দেন। BadhonCR (আলাপ) ০৯:৩৬, ২৮ ডিসেম্বর ২০২২ (ইউটিসি)উত্তর দিন

@BadhonCR, এটি ইতোমধ্যে এখানে করা আছে। আপনি পেন্সিল আইকনে ক্লিক করে সম্পাদনায় গিয়ে একটু নিচের দিকে যান, তাহলে দেখবেন। আফতাবুজ্জামান (আলাপ) ২১:২৯, ২৮ ডিসেম্বর ২০২২ (ইউটিসি)উত্তর দিন
@আফতাবুজ্জামান অজানাক্রমে অংশবিশেষ অন্তর্ভুক্তি এর পর যে 1, 2, 3 ... করে নিবন্ধন গুলো এড করি তা প্রবেশ দ্বারের মূল পেজেই আছে । এই অংশ টুকু এরকম অন্য পেজে চাই। BadhonCR (আলাপ) ২১:৪৬, ২৮ ডিসেম্বর ২০২২ (ইউটিসি)উত্তর দিন
@BadhonCR, করেছি। আফতাবুজ্জামান (আলাপ) ২১:৪৯, ২৮ ডিসেম্বর ২০২২ (ইউটিসি)উত্তর দিন
@আফতাবুজ্জামান নির্বাচিত জীবনী ও নির্বাচিত মন্দির ও এ রকম করে দেন। BadhonCR (আলাপ) ২১:৫২, ২৮ ডিসেম্বর ২০২২ (ইউটিসি)উত্তর দিন
@BadhonCR, করেছি:
আফতাবুজ্জামান (আলাপ) ২১:৫৮, ২৮ ডিসেম্বর ২০২২ (ইউটিসি)উত্তর দিন
ধন্যবাদ BadhonCR (আলাপ) ২১:৫৯, ২৮ ডিসেম্বর ২০২২ (ইউটিসি)উত্তর দিন
@আফতাবুজ্জামান প্রবেশদ্বারের বর্তমান সংস্কারটি সম্ভবত ডেস্কটপের জন্য মোবাইল স্কিনে প্রদর্শিত হতে সমস্যা হয়। 𝓑𝓐𝓓𝓗𝓞𝓝 (আলাপ) ১৫:০১, ৪ ফেব্রুয়ারি ২০২৩ (ইউটিসি)উত্তর দিন
@BadhonCR, এখন ঠিক দেখাচ্ছে? আফতাবুজ্জামান (আলাপ) ২০:৫৮, ৪ ফেব্রুয়ারি ২০২৩ (ইউটিসি)উত্তর দিন
হ্যাঁ, ধন্যবাদ। 𝓑𝓐𝓓𝓗𝓞𝓝 (আলাপ) ২১:০১, ৪ ফেব্রুয়ারি ২০২৩ (ইউটিসি)উত্তর দিন
@আফতাবুজ্জামান আরেকটি দেখান অপশন কাজ করতেছে না। ওটার পরিবর্তে স্লাইড অপশন ব্যবহার করলে মনে হয় ভালো হবে। 𝓑𝓐𝓓𝓗𝓞𝓝 (আলাপ) ১৭:৪৯, ২ মে ২০২৩ (ইউটিসি)উত্তর দিন
@BadhonCR, কাজ করছে তো। আপনি যেটা চাচ্ছেন তাও দিতে পারেন। আফতাবুজ্জামান (আলাপ) ১৯:৩৬, ২ মে ২০২৩ (ইউটিসি)উত্তর দিন
কিভাবে দিবো? 𝓑𝓐𝓓𝓗𝓞𝓝 (আলাপ) ০৬:১৬, ৩ মে ২০২৩ (ইউটিসি)উত্তর দিন
"হিন্দুধর্ম" পাতায় ফেরত যান।