প্রথম ফরাসি প্রজাতন্ত্র
প্রথম গণরাষ্ট্র (ফরাসি: Première République), যা ইতিহাস-সঙ্কলনবিদ্যায় প্রায়শই বিপ্লবী ফ্রান্স এবং দাফতরিকভাবে ফরাসি গণরাষ্ট্র (ফরাসি: République française) নামে পরিচিত, ফ্রান্সের ইতিহাসে ফরাসি বিপ্লবকালীন ১৭৯২ সালের ২১শে সেপ্টেম্বরে প্রতিষ্ঠিত হয়েছিল। প্রথম গণরাষ্ট্র ১৮ই মে ১৮০৪ সালে নাপলেয়ঁ বনাপার্তের[ক] অধীনে প্রথম সাম্রাজ্যের ঘোষণা পর্যন্ত টিকে ছিল, যদিও সরকার-কাঠামো বেশ কয়েকবার পরিবর্তিত হয়েছিল।
ফরাসি গণরাষ্ট্র République française (ফরাসি) | |
---|---|
১৭৯২–১৮০৪ | |
নীতিবাক্য: লিবের্তে, এগালিতে, ফ্রাতের্নিতে (“স্বাধীনতা, সমতা, ভ্রাতৃত্ব”) | |
১৭৯৯ সালে ফরাসি প্রথম গণরাষ্ট্র
| |
১৮০১ সালে ফরাসি গণরাষ্ট্র, বিভাগসমূহের বর্ণনাসমেত | |
রাজধানী ও বৃহত্তম নগরী বা বসতি | পারি |
প্রচলিত ভাষা | |
ধর্ম |
|
জাতীয়তাসূচক বিশেষণ | ফরাসি |
সরকার |
|
জাতীয় সম্মেলনের সভাপতি | |
• ১৭৯২ | জেরোম পেতিওঁ দ্য ভিলন্যভ (প্রথম) |
• ১৭৯৫ | জঁ যোজেফ ভিক্তর জেনিসিঅ্য (সর্বশেষ) |
ফরাসি পরিদফতরের সভাপতি | |
• ১৭৯৫–১৭৯৭ | জঁ-ফ্রঁসোয়া রব্যাল (প্রথম) |
• ১৭৯৯ | লুই-জেরোম গইয়ে (সর্বশেষ) |
প্রথম কনস্যুল | |
• ১৭৯৯–১৮০৪ | নাপলেওঁ বনাপার্ত |
আইন-সভা | সংসদ |
• উচ্চকক্ষ | প্রবীণদের পরিষদ (১৭৯৫–১৭৯৯) |
| |
ঐতিহাসিক যুগ | |
২১শে সেপ্টেম্বর ১৭৯২ | |
১০ই মার্চ ১৭৯৩ – ২৭শে জুলাই ১৭৯৪ | |
২৭শে জুলাই ১৭৯৪ | |
৬ই সেপ্টেম্বর ১৭৯৫ | |
৪ঠা সেপ্টেম্বর ১৭৯৭ | |
১৮ই জুন ১৭৯৯ | |
৯ই নভেম্বর ১৭৯৯ | |
২৪শে ডিসেম্বর ১৭৯৯ | |
• ফরাসি বিপ্লবী যুদ্ধের সমাপ্তি | ২৭শে মার্চ ১৮০২ |
• নাপলেয়নীয় যুদ্ধের শুরু | ১৮ই মে ১৮০৩ |
• নাপলেয়ঁকে সম্রাট ঘোষণা | ১৮ই মে ১৮০৪ |
মুদ্রা | লিভ্র (১৭৯৪ অবধি), ফ্রঁ, আসিনিয়া |
এই আমলকে ফরাসি রাজতন্ত্রের পতন ও বিলুপ্তি,[১] জাতীয় সম্মেলন ও ত্রাসের রাজত্ব প্রতিষ্ঠা, থের্মিদরীয় প্রতিক্রিয়া ও ফরাসি পরিদফতরের প্রতিষ্ঠা এবং অবশেষে কনস্যুলেট তৈরি ও নাপলেওঁর ক্ষমতায় আরোহণের দ্বারা চিহ্নিত করা হয়েছিল।
পাদটীকা
সম্পাদনা- ↑ এই ফরাসি ব্যক্তিনামটির বাংলা প্রতিবর্ণীকরণে উইকিপিডিয়া:বাংলা ভাষায় ফরাসি শব্দের প্রতিবর্ণীকরণে ব্যাখ্যাকৃত নীতিমালা অনুসরণ করা হয়েছে।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ Everdell, William R. (২০০০)। The End of Kings: A History of Republics and Republicans । Chicago: University of Chicago Press। আইএসবিএন 0-226-22482-1।