ইতিহাস-সঙ্কলনবিদ্যা

ইতিহাস লিখনপদ্ধতি

ইতিহাস-সঙ্কলনবিদ্যা (ইংরেজি: Historiography) বলতে ইতিহাস সঙ্কলন ও রচনা করার পদ্ধতি এবং ঐতিহাসিক রচনা সঙ্কলনের তত্ত্ব ও ইতিহাসকে বুঝায়।[] ইতিহাস রচনা করার জন্য মোটামুটি নির্দিষ্ট ধাঁচের নীতি রয়েছে, যেমন অতীতকালের বিভিন্ন তথ্য উৎস এবং সূত্রের সমালোচনামূলক পর্যালোচনা, সে সমস্ত তথ্যসূত্রের নির্ভুলতা বিচার করে সঠিকটিকে বেছে নেয়া এবং সেই তথ্যগুলিকে বর্ণনা আকারে উপস্থাপন করা। ইতিহাস যে মানব সভ্যতা এবং কর্মকাণ্ডকে সবচেয়ে ভালোভাবে উপস্থাপন করতে পারে সে ধারণা এই অষ্টাদশ শতাব্দীর আগেও মানুষের ছিল না। তাই এর আগে কখনই ইতিহাস-সঙ্কলনবিদ্যাকে স্বাভাবিক শিক্ষার অবিচ্ছেদ্য অংশ করে নেয়া হয়নি। অর্থাৎ মানুষের কর্মকাণ্ড রচনা করে যাওয়ার প্রচলন বেশ আগে থেকে শুরু হলেও একে একটি বিদ্যা বা বিজ্ঞান হিসেবে ভাবা শুরু হয়েছে বেশিদিন হয়নি। অষ্টাদশ শতাব্দীর আগেও মানুষের অতীতের স্মৃতি রক্ষার প্রধান মাধ্যম ছিল ধর্ম, দর্শন, কল্পসাহিত্য এবং এমনকি কবিতা। তাই ইতিহাস সঙ্কলনবিদ্যার জন্ম খুব বেশিদিনের নয়। তবে ইতিহাস সঙ্কলনবিদ্যা শাস্ত্রে মানব সৃষ্টির ঊষালগ্ন থেকে প্রতিটি মুহূর্তকেই পর্যালোচনা করা হয়।

এটি ইরাক যুদ্ধ সম্পর্কে একটি ইতিহাস লিখনধারা

ইতিহাস সঙ্কলনের ইতিহাস

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Historiography | Definition, History, Branches, & Methodology | Britannica"www.britannica.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৪-০২-০৯ 

বহিঃসংযোগ

সম্পাদনা