পোকা মাকড়ের ঘর বসতি (চলচ্চিত্র)
বাংলা চলচ্চিত্র
পোকা মাকড়ের ঘর বসতি ১৯৯৬ সালে মুক্তিপ্রাপ্ত বাংলাদেশী বাংলা ভাষার চলচ্চিত্র। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন আখতারুজ্জামান। ঔপন্যাসিক সেলিনা হোসেনের ১৯৮৬ সালে প্রকাশিত পোকা মাকড়ের ঘর বসতি উপন্যাস অবলম্বনে নির্মিত চলচ্চিত্রটি প্রযোজনা করেছেন চিত্রনায়িকা ববিতা।[১] এতে প্রধান চরিত্রে অভিনয় করেন খালেদ খান, ববিতা, আলমগীর প্রমুখ। চলচ্চিত্রটি শ্রেষ্ঠ চলচ্চিত্রসহ চারটি বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করে।[২]
পোকা মাকড়ের ঘর বসতি | |
---|---|
পরিচালক | আখতারুজ্জামান |
প্রযোজক | ববিতা |
রচয়িতা | সেলিনা হোসেন |
উৎস | সেলিনা হোসেন কর্তৃক পোকা মাকড়ের ঘর বসতি |
শ্রেষ্ঠাংশে | |
সুরকার | শেখ সাদী খান |
চিত্রগ্রাহক | মাহফুজুর রহমান খান |
মুক্তি | ১ নভেম্বর, ১৯৯৬ |
দেশ | বাংলাদেশ |
ভাষা | বাংলা ভাষা |
কাহিনী সংক্ষেপ
সম্পাদনাশ্রেষ্ঠাংশে
সম্পাদনা- খালেদ খান - মালেক
- ববিতা - সাফিয়া
- আলমগীর
- রওশন জামিল
সঙ্গীত
সম্পাদনাপোকা মাকড়ের ঘর বসতি চলচ্চিত্রের সঙ্গীত পরিচালনা করেছেন শেখ সাদী খান। গানের কথা লিখেছেন মুনশী ওয়াদুদ ও আখতারুজ্জামান। গানে কণ্ঠ দিয়েছেন কিরণ চন্দ্র রায়, তপন চৌধুরী।
গানের তালিকা
সম্পাদনানং | গানের শিরোনাম | কণ্ঠশিল্পী | পর্দায় শিল্পী | দৈর্ঘ্য |
---|---|---|---|---|
১ | তোমারে নি চিনি বন্ধু | কিরণ চন্দ্র রায় | খালেদ খান, ববিতা | ২:০৭ |
২ | আমায় এত দুঃখ দিলি বন্ধু | তপন চৌধুরী | খালেদ খান, ববিতা | ৪:৪২ |
পুরস্কার
সম্পাদনা- শ্রেষ্ঠ চলচ্চিত্র - ববিতা (প্রযোজক)
- শ্রেষ্ঠ পরিচালক - আখতারুজ্জামান
- শ্রেষ্ঠ কাহিনীকার - সেলিনা হোসেন
- শ্রেষ্ঠ চিত্রগ্রাহক - মাহফুজুর রহমান খান[৩]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "অভিনয় ছাড়ছেন ববিতা"। জাগোনিউজ। ২৩ জুলাই ২০১৪। সংগ্রহের তারিখ ২ এপ্রিল ২০১৬।
- ↑ আলাউদ্দীন মাজিদ (১৭ অক্টোবর ২০১৫)। "সাফল্যে ভিন্ন স্বাদের ছবি"। বাংলাদেশ প্রতিদিন। সংগ্রহের তারিখ ২ এপ্রিল ২০১৬।
- ↑ "মুক্তিযুদ্ধের দুই চলচ্চিত্রে মাহফুজুর রহমান"। দৈনিক ডেসটিনি। ১০ ফেব্রুয়ারি ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ এপ্রিল ২০১৬।
বহিঃসংযোগ
সম্পাদনা- ইন্টারনেট মুভি ডেটাবেজে পোকা মাকড়ের ঘর বসতি (ইংরেজি)
- বাংলা মুভি ডেটাবেজে পোকা মাকড়ের ঘর বসতি