পূর্বস্থলী দক্ষিণ বিধানসভা কেন্দ্র
পূর্বস্থলী দক্ষিণ (বিধানসভা কেন্দ্র) ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের পূর্ব বর্ধমান জেলার একটি বিধানসভা কেন্দ্র।
পূর্বস্থলী দক্ষিণ | |
---|---|
বিধানসভা কেন্দ্র | |
কেন্দ্রের অবস্থান | |
স্থানাঙ্ক: ২৩°২৮′০৪″ উত্তর ৮৮°১৯′৪৬″ পূর্ব / ২৩.৪৬৭৭৮° উত্তর ৮৮.৩২৯৪৪° পূর্ব | |
দেশ | ভারত |
রাজ্য | পশ্চিমবঙ্গ |
জেলা | পূর্ব বর্ধমান |
কেন্দ্র নং. | ২৬৮ |
আসন | খোলা |
লোকসভা কেন্দ্র | ৩৮. বর্ধমান পূর্ব (এসসি) |
নির্বাচনী বছর | ১৯০,৭৬৩ (২০১১) |
এলাকা
সম্পাদনাভারতের সীমানা পুনর্নির্ধারণ কমিশনের নির্দেশিকা অনুসারে, পূর্বস্থলী এবং নাদনঘাট দুটি কেন্দ্র বিদ্যমান ছিল, তার পরিবর্তে পূর্বস্থলী দুটি কেন্দ্র হয়। ১.পূর্বস্থলী দক্ষিণ বিধানসভা কেন্দ্র ২.পূর্বস্থলী উত্তর বিধানসভা কেন্দ্র। ২৬৮ নং পূর্বস্থলী দক্ষিণ বিধানসভা কেন্দ্রটি নান্দাই, কাকুড়িয়া, বেগপুর, আটঘরিয়া সিমলোন, ধাত্রীগ্রাম এবং সুলতানপুর গ্রাম পঞ্চায়েত গুলি কালনা-১ সমষ্টি উন্নয়ন ব্লক এবং নসরতপুর, সমুদ্রগড়, বগপুর, শ্রীরামপুর ও নাদনঘাট গ্রাম পঞ্চায়েত গুলি পূর্বস্থলী-১ সমষ্টি উন্নয়ন ব্লক গুলির অন্তর্গত।[১]
পূর্বস্থলী দক্ষিণ বিধানসভা কেন্দ্রটি ৩৮ নং বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্র এর অন্তর্গত। পূর্বে এই কেন্দ্রটি কাটোয়া লোকসভা কেন্দ্র এর অন্তর্গত।[১]
বিধানসভার বিধায়ক
সম্পাদনা২০১১ - বর্তমান - স্বপন দেবনাথ (তৃণমূল)
নির্বাচনী ফলাফল
সম্পাদনা২০২১
সম্পাদনাদল | প্রার্থী | ভোট | % | ±% | |
---|---|---|---|---|---|
তৃণমূল | স্বপন দেবনাথ | ৮৬,০৩৯ | ৪৯.৭২ | +০.১০ | |
সিপিআই(এম) | আলেয়া বেগম | ৭০,১৮১ | ৪০.৫৬ | -৩.৩৫ | |
বিজেপি | মহাদেব বসাক | ১০,৭৬৫ | ৬.২২ | ||
নির্দল | রাম হাঁসদা | ১,৮১৮ | |||
পিডিএস | বাদ্রোদোজ্জা মোল্লা | ১,৬৭৬ | |||
ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী-লেলিনবাদী) লিবারেশন | ইরাই শেখ | ১,৩৮৫ | |||
বিএসপি | কানাই লাল পান্ডে | ১,১৭২ | |||
ভোটার উপস্থিতি | ১,৭৩,০৩৬ | ৯০.৭১ | |||
তৃণমূল নির্বাচনী এলাকা ধরে রাখে | সুইং | +৩.৪৫ |
পার্টি | আসন জয় | আসন পরিবর্তন |
---|---|---|
তৃণমূল কংগ্রেস | ১৫ | ১৩ |
ভারতীয় জাতীয় কংগ্রেস | ১ | ০ |
ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী) | ৮ | ১৩ |
সারা ভারত ফরওয়ার্ড ব্লক | ১ | ০ |
মার্ক্সবাদী ফরওয়ার্ড ব্লক | ০ | ১ |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ "Delimitation Commission Order No. 18 dated 15 February 2006" (পিডিএফ) (ইংরেজি ভাষায়)। পশ্চিমবঙ্গ সরকার। ১৮ সেপ্টেম্বর ২০১০ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১০-১০-১৫।
- ↑ "Purbasthali Dakshin"। মে ২০১১ বিধানসভা নির্বাচনের ফলাফল (ইংরেজি ভাষায়)। ভারতের নির্বাচন কমিশন। সংগ্রহের তারিখ ২০১১-০৫-২৮।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "West Bengal Assembly Election 2011"। Purbasthali Dakshin (ইংরেজি ভাষায়)। Empowering India। ২০১২-০৫-২৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১১-০৫-১০।
- ↑ "West Bengal Assembly Election 2011" (পিডিএফ)। Purbasthali Dakshin (ইংরেজি ভাষায়)। ভারতের নির্বাচন কমিশন। ২০১১-০৯-১২ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১১-০৫-১০।