পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ, রংপুর
পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ, রংপুর একটি শিক্ষাপ্রতিষ্ঠান যা রংপুর শহরে অবস্থিত। প্রতিষ্ঠানটি ১৯৮৬ সালে প্রতিষ্ঠিত হয়। বর্তমানে এই প্রতিষ্ঠানে প্রাথমিক, নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য শাখায় শিক্ষা প্রদান করা হয়। ২০২৪ সালের তথ্য অনুযায়ী, এখানে মোট ৬,২৩৭ জন শিক্ষার্থী অধ্যয়ন করছে।
পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ, রংপুর | |
---|---|
ঠিকানা | |
পুলিশ লাইন্স রোড , ৫৪০৪ বাংলাদেশ | |
স্থানাঙ্ক | ২৫°৪৫′২৪″ উত্তর ৮৯°১৪′৫৮″ পূর্ব / ২৫.৭৫৬৮° উত্তর ৮৯.২৪৯৪° পূর্ব |
তথ্য | |
বিদ্যালয়ের ধরন | বেসরকারি |
নীতিবাক্য | জ্ঞানই আলো |
প্রতিষ্ঠাকাল | ১৯৮৬ |
শিক্ষাবিষয়ক কর্তৃপক্ষ | দিনাজপুর শিক্ষা বোর্ড প্রাথমিক শিক্ষা অধিদপ্তর |
ইআইআইএন | ১২৭৫০১ |
সভাপতি | বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক |
অধ্যক্ষ | জালাল উদ্দিন |
শিক্ষকমণ্ডলী | ১৩৭ |
কর্মচারী | ৭৩ |
ভাষা | বাংলা |
শিক্ষায়তন | ২০ একর |
ক্যাম্পাসের ধরন | অনাবাসিক |
ওয়েবসাইট | www |
ইতিহাস
সম্পাদনারংপুর পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজ ১৯৮৬ সালে রংপুর জেলার তৎকালীন পুলিশ সুপার (এসপি) মোমিনুল্লাহ পাটোয়ারীর তত্ত্বাবধানে একাডেমিক কার্যক্রম শুরু করে। ১৯৮৯ সালে প্রতিষ্ঠানটির প্রথম ব্যাচ শিক্ষার্থীরা স্নাতক সম্পন্ন করে, যেখানে একজন শিক্ষার্থী রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে মানবিক বিভাগে প্রথম স্থান অর্জন করেন। তবে, এর মূল সূত্রপাত ১৯৫৪ সালে একটি প্রাথমিক বিদ্যালয় হিসেবে হয়। শুরুতে একটি টিনশেড ভবনে কার্যক্রম পরিচালিত হলেও পুলিশ কর্মকর্তা ও স্থানীয় দাতাদের সহায়তায় এটি সম্প্রসারিত হয়।
১৯৮৭ সালে এখানে উচ্চ বিদ্যালয় বিভাগ চালু করা হয়, যা ১৯৮৮ সালে সরকারী অনুমোদন লাভ করে। ১৯৮৯ সালে এসপি সৈয়দ সিরাজুল ইসলামের প্রচেষ্টায় একটি কেজি বিভাগ যুক্ত করা হয়। ১৯৯৬ সালে এসপি এম. এ. মাবুদের উদ্যোগে উচ্চ মাধ্যমিক বিভাগ চালু হয়, যা প্রতিষ্ঠানটির পরিসর আরও বৃদ্ধি করে সময়ের সাথে প্রতিষ্ঠানটির অবকাঠামো উন্নত হয়েছে। ২০০৬ সালে এসপি হাসানুল হায়দার কলেজ ভবন নির্মাণ করেন।[১] ২০২০ সালের জুলাই মাসে রংপুর রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) একটি নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।[২]
১৯৮৭ সালে মাধ্যমিক স্তর এবং ১৯৯৮ সালে উচ্চ মাধ্যমিক স্তর এমপিওভুক্তিকরণ হয়।
অবস্থান
সম্পাদনাপ্রতিষ্ঠানটি রংপুর শহরের কেন্দ্রস্থলে পুলিশ লাইনস রোডে অবস্থিত, যা জেলা পুলিশ সদর দপ্তর, সিটি হাইওয়ে, রংপুর চিড়িয়াখানা, রংপুর সরকারি কলেজ, রংপুর ক্রিকেট গার্ডেন এবং রংপুর স্টেডিয়ামের নিকটবর্তী। এর কেন্দ্রীয় অবস্থান রংপুরের প্রতিটি অংশ থেকে সহজে প্রবেশযোগ্য করে তোলে।[৩]
শিক্ষা কার্যক্রম
সম্পাদনাএ বিদ্যালয়টিতে প্রথম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত সহশিক্ষা কার্যক্রম চালু আছে। প্রত্যেক শ্রেণিতে কয়েকটি করে শাখা আছে। এখানে নবম-দশম শ্রেণিতে ও উচ্চ মাধ্যমিকে মানবিক, ব্যবসা শিক্ষা এবং বিজ্ঞান বিভাগে শিক্ষা কার্যক্রম চলে। বিদ্যালয়টি অনাবাসিক। এ বিদ্যালয়টির শ্রেণির শাখাগুলো বিভিন্ন ফুলের নাম এ নামকরণ করা হয়েছে। যেমন: জবা, বেলি, জুঁই, গোলাপ, শাপলা, পদ্ম ইত্যাদি।
উপলব্ধ কোর্স
সম্পাদনা- প্রথমিক
- নিম্ন মাধ্যমিক
- মাধ্যমিক
- বিজ্ঞান
- মানবিক
- ব্যবসায় শিক্ষা
- উচ্চ মাধ্যমিক
- বিজ্ঞান
- মানবিক
- ব্যবসায় শিক্ষা
শিক্ষার্থী
সম্পাদনা২০২৪ সালের তথ্যানুসারে প্রাথমিক স্তরে ১৯১৬ জন, নিম্ন মাধ্যমিক স্তরে ১৬৯১ জন, মাধ্যমিক স্তরে ১০৫২ জন, উচ্চ মাধ্যমিক স্তরে ১৫৭৮ জন মিলে মোট ৬২৩৭ জন শিক্ষার্থী শিক্ষাগ্রহণ করছে।
আসন
সম্পাদনাউচ্চ মাধ্যমিক পর্যায়ের বিজ্ঞান বিভাগে ৫৫০, মানবিক বিভাগে ১৫০ ও বাণিজ্য বিভাগে ১৫০ টি করে মোট ৮৫০ টি আসন রয়েছে।
ফলাফল ও র্যাংকিং
সম্পাদনা- এইচএসসি পরীক্ষার ফলাফল
২০২১ থেকে ২০২৪ সাল পর্যন্ত প্রতিষ্ঠান থেকে মোট ৮,৩০২ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে। এর মধ্যে পাস করেছে ৮,২২৩ জন এবং ফেল করেছে ৭৯ জন। ৫,৩৩২ জন শিক্ষার্থী জিপিএ ৫ (এ+) অর্জন করেছে। এই সময়ে গড় পাসের হার ছিল ৯৯.০৫%, এবং জিপিএ ৫ প্রাপ্তির হার ছিল ৬৪.২৩%।
- এসএসসি পরীক্ষার ফলাফল
২০১২ থেকে ২০২৪ সাল পর্যন্ত প্রতিষ্ঠান থেকে মোট ৪,০৬৭ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে। এর মধ্যে পাস করেছে ৪,০৫৩ জন এবং ফেল করেছে ১৪ জন। ২,৩২৫ জন শিক্ষার্থী জিপিএ ৫ (এ+) অর্জন করেছে। এই সময়ে গড় পাসের হার ছিল ৯৯.৬৬%, এবং জিপিএ ৫ প্রাপ্তির হার ছিল ৫৭.১৭%।
- জেএসসি পরীক্ষার ফলাফল
২০১১ থেকে ২০১৯ সাল পর্যন্ত প্রতিষ্ঠান থেকে মোট ২,৮২৯ জন শিক্ষার্থী জেএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে। এর মধ্যে পাস করেছে ২,৮২৭ জন এবং ফেল করেছে মাত্র ২ জন। ২,৭৩৫ জন শিক্ষার্থী জিপিএ ৫ (এ+) অর্জন করেছে। এই সময়ে গড় পাসের হার ছিল ৯৯.৯৩% এবং জিপিএ ৫ প্রাপ্তির হার ছিল ৫৩.৫৫%।
- ২০২৪ সালের কলেজ র্যাংকিং
২০২৪ সহপাঠী কলেজ র্যাংকিং অনুযায়ী, প্রতিষ্ঠানটি জাতীয় পর্যায়ে ৩৮তম, দিনাজপুর বোর্ডে ৩য়, রংপুর বিভাগে ৩য় এবং রংপুর জেলার মধ্যে ৩য় স্থানে অবস্থান করেছে।
- ২০২৪ সালের স্কুল র্যাংকিং
২০২৪ সহপাঠী স্কুল র্যাংকিং অনুযায়ী, প্রতিষ্ঠানটি জাতীয় পর্যায়ে ৭৫তম, দিনাজপুর বোর্ডে ১১তম, রংপুর বিভাগে ১১তম এবং রংপুর জেলার মধ্যে ৩য় স্থানে অবস্থান করেছে।
আরো দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ "About Us – Police Lines School and College, Rangpur"। সংগ্রহের তারিখ ২০২৪-০৮-৩১।
- ↑ "রংপুর পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের নতুন ভবনের ভিত্তি স্থাপন করেন পুলিশ সুপার"। আলোকিত সময়। ২৯ জুলাই ২০২০। সংগ্রহের তারিখ ১২ ডিসেম্বর ২০২৪।
- ↑ "Our School & College"। Police Lines School and College - Rangpur। ৬ মার্চ ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা।
- ↑ ক খ Analysis of Public Results। "Police Line School And College Rangpur"। সহপাঠী। সংগ্রহের তারিখ ১২ ডিসেম্বর ২০২৪।