পুণে বিভাগ
(পুনে বিভাগ থেকে পুনর্নির্দেশিত)
- পুণে রেলওয়ে বিভাগের সাথে বিভ্রান্ত হবেন না।
পুণে বিভাগ হল ভারতের রাজ্য মহারাষ্ট্র-এর ছয়টি প্রশাসনিক বিভাগের একটি। পুণে বিভাগের পশ্চিমে রয়েছে কোঙ্কন বিভাগ উত্তরে রয়েছে নাশিক বিভাগ, পূর্বে অমরাবতী বিভাগ ও দক্ষিণে রয়েছে কর্ণাটক রাজ্য।
- আয়োতন: ৫৮,২৬৮ বর্গকিলোমিটার (২২,৪৯৭ মা২)
- জনসংখ্যা (আদমশুমারি ২০০১-এর হিসাব অনুযায়ী[হালনাগাদ] ): ১৯,৯৭৩,৭৬১
- জেলা: কোলহাপুর, পুণে, সাংলী, সাতারা, সোলাপুর[১]
- শিক্ষার হার: ৭৬.৯৫%
- সেচের অধীন এলাকা: ৮,৮৯৬ বর্গ কিলোমিটার²
- প্রধান শস্য: জোয়ার, গম, বাজরা, আখ, পাট, সয়াবিন, পেঁয়াজ, বাদাম, সবজি, হলুদ, দ্রাক্ষা, ডালিম।
পুণে বিভাগ पुणे विभाग | |
---|---|
মহারাষ্ট্রে পুণে বিভাগের অবস্থান | |
জেলা | ১. কোলহাপুর, ২. পুণে, ৩. সাংলী, ৪. সাতারা, ৫. সোলাপুর |
আয়তন | ৫৮,২৬৮ কিমি২ (২২,৪৯৭ মা২) |
জনজংখ্যা | ১৯,৯৭৩,৭৬১ |
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Solapur District Geographical Information"। ২৩ ফেব্রুয়ারি ২০০৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ ডিসেম্বর ২০০৬।
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |