ইউরেনাইট

রাসায়নিক যৌগ
(পিচব্লেন্ড থেকে পুনর্নির্দেশিত)

ইউরেনাইট একটি ইউরেনিয়াম সমৃদ্ধ খনিজ পদার্থ। এর মধ্যে মূলত ইউরেনিয়াম অক্সাইড থাকে।[] ইউরেনিয়ামের অক্সাইডের মধ্যে মূলত UO2 বা UO3 থাকে। এছাড়াও এতে সীসা, থোরিয়াম এবং বিরল মৃত্তিকা মৌলসমূহের অক্সাইডও উপস্থিত থাকে। সাধারণ্য এই খনিজের প্রচলিত নাম হচ্ছে পিচব্লেন্ড; এখানে পিচ শব্দটি ব্যবহার করা হয়েছিল তার কালো রঙের জন্য, আর ব্লেন্ড শব্দটি জার্মান খনি মালিক ও কর্মচারীরা এমন সব খনিজের জন্য ব্যবহার করতো যাতে উল্লেখযোগ্য পরিমাণ ধাতব পদার্থ রয়েছে কিন্তু তা অর্থনৈতিকভাবে লাভজনক নয়। সকল ইউরেনাইট খনিজেই তেজস্ক্রিয় ভাঙনের মাধ্যমে রেডিয়াম সৃষ্টি হয়। এই খনিজ পদার্থটি থেকেই মারি ক্যুরি ও তার দল রেডিয়াম আবিষ্কার করেছিলেন। ইউরেনাইটে সামান্য পরিমাণ সীসা সমাণুক থাকে যার মধ্যে রয়েছে Pb-২০৬ এবং Pb-২০৭, এছাড়াও তেজস্ক্রিয় ভাঙনের সর্বশেষ উৎপাদ হিসেবে যথাক্রমে U-২৩৮ এবং U-২৩৫ থেকে থাকে।

ইউরেনাইট
সাধারণ তথ্য
শ্রেণীখনিজ
রাসায়নিক সূত্রইউরেনিয়াম অক্সাইড, UO2
সনাক্তকরণ
বর্ণকাও বা বাদামী
স্ফটিক রীতিবৃহৎ, botryoidal, দানাদার. Crystals uncommon.
স্ফটিক পদ্ধতিIsometric
বিদারণIndistinct
ফাটলConchoidal to uneven
কাঠিন্য মাত্রা৫ - ৬
ঔজ্জ্বল্যSubmetallic, greasy
ডোরা বা বর্ণচ্ছটারঙের মতই, কালো বা বাদামী
আপেক্ষিক গুরুত্ব৭.৫ - ১০
প্রতিসরাঙ্কঅনচ্ছ
Pleochroismনেই
দ্রাব্যতাসালফিউরিক, নাইট্রিক এবং হাইড্রোক্লোরিক এসিডে দ্রবণীয়।
প্রধান বৈচিত্র্য
পিচব্লেন্ডম্যাসিভ

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Uraninite | Radioactive Ore, Uranium Ore, Mineral | Britannica"www.britannica.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৪-০২-০৯