পাপুয়ান ধনেশ

পাখি প্রজাতি

পাপুয়ান ধনেশ (Rhyticeros plicatus), এছাড়াও যারা ব্লিথসের ধনেশ নামে পরিচিত হল একটা বড় আকারের ধনেশ যারা প্রধানত বিউসেরোটিডি পরিবারের অন্তর্ভুক্ত। এদের প্রধান বাসস্থান হল জঙ্গল ওয়ালাসিয়া এবং মেলানেশিয়া প্রভৃতি দেশে। এদের এলাকার নাম হল টক পেসিন কোকোমো[]

পাপুয়ান ধনেশ
প্রাপ্তবয়স্ক পুরুষ পাপুয়ান ধনেশ
মহিলা ধনেশ
বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস
জগৎ: Animalia
পর্ব: কর্ডাটা
শ্রেণী: পক্ষী
বর্গ: Bucerotiformes
পরিবার: Bucerotidae
গণ: Rhyticeros
প্রজাতি: R. plicatus
দ্বিপদী নাম
Rhyticeros plicatus
(J.R.Forst., 1781)
বৈচিত্র্য
6 subspecies
প্রতিশব্দ

Aceros plicatus (Forster, 1781)

আগে এদের গণ ছিল অ্যাসিরোস। এদেরকে অনেক সময় প্লেন পাউচড ধনেশ (R. subruficollis), এবং কিছু কিছু সময় নারকোন্ডাম ধনেশ (R. narcondami) এবং পাতাঠুঁটি ধনেশ (R. undulatus) উপজাতি হিসেবে ধরা হয়।[]

বর্ণনা

সম্পাদনা

লম্বাউ এরা হয় ৯১ সেমি, পুরুষদের পালকের রঙ হয় সম্পূর্ণ কালো এবং মাথার রঙ হয় সোনালী-কমলা রঙের, এদের গলার রঙ হয় সাদা এবং লেজের রঙও হয় সাদা। চোখের পাতা হয় লালচে বাদামি রঙের, চোখের চারিদিকে থাকে ফ্যাকাশে নীল রঙের চামড়া। মগিলা ধনেশরা আকারে হয় ছোটো এবং এদের গলা ও লেজ হয় সাদা রঙের। পুরুষ এবং মহিলা উভয়েরই বড়ো আকারের ঠোঁট থাকে এবং সেই ঠোঁটের ওপরে থাকে শিরস্ত্রাণ। তরূণ মহিলা এবং পুরুষ উভয়েই দেখতে প্রাপ্তবয়স্ক পুরুষদের মতোন হয়। প্রাপ্তবয়স্কদের প্রায় ৮ টা ভাঁজ থাকে ওদের শিরস্ত্রাণে, এবং তা প্রধানত নির্ভর করে বয়সের ওপরে। কিন্তু তরূণ ধনেশদের এইসব থাকে না।[]

ওড়ার সময় এদের ডানায় খুব আওয়াজ হয়, এরা উড়ে যাবার সময় একটা হুশ করে শব্দ হয় যা প্রধানত স্টীম ইঞ্জিনের কানের পাশ দিয়ে হুশ করে বেরিয়ে যাওয়ার আওয়াজের সাথে তুলনা করা হয়। এদের ডানার আওয়াজ ছাড়াও এদের ডাক অনেক দূর থেকে শোনা যায়।[]

উপজাতি

সম্পাদনা

বিভিন্ন ধরনের উপজাতির বর্নণা এখানে দেওয়া হল:[]

  1. Majnep & Bulmer (1977): p.129, Coates (1985), Coates & Bishop (1997)
  2. Rasmussen (2000)
  3. Coates (1985): p.442
  4. Coates (1985): p.444, Coates & Bishop (1997): p.148, Steadman (2006): pp.123,153,366-367

তথ্যসূত্র

সম্পাদনা

বহিঃসংযোগ

সম্পাদনা