পাটনাগড় রাজ্য
পাটনা বা পাটনাগড় রাজ্য, ছিলো ব্রিটিশ ভারতের মধ্যপ্রদেশ-এ অবস্থিত একটি দেশীয় রাজ্য৷ রাজ্যটির রাজধানী ছিলো বর্তমান বলাঙ্গির জেলার বলাঙ্গির শহরে৷ এটি ৬,৫০৩ কিমি২ (২,৫১১ মা২) ক্ষেত্রফল জুড়ে বিস্তৃত ছিলো৷ [১]
পাটনাগড় রাজ্য | |||||||
---|---|---|---|---|---|---|---|
ব্রিটিশ ভারত দেশীয় রাজ্য | |||||||
১১৯১–১৯৪৮ | |||||||
ইম্পেরিয়াল গেজেটিয়ার অব ইন্ডিয়া থেকে প্রাপ্ত পাটনাগড় এবং করোন্দ রাজ্যের মানচিত্র | |||||||
আয়তন | |||||||
• ১৮৯২ | ৬,৫০৩ বর্গকিলোমিটার (২,৫১১ বর্গমাইল) | ||||||
জনসংখ্যা | |||||||
• ১৮৯২ | ২,৫৭,৯৫৯ | ||||||
ইতিহাস | |||||||
• প্রতিষ্ঠিত | ১১৯১ | ||||||
১৯৪৮ | |||||||
| |||||||
ভারতের দেশীয় রাজ্য কে-ডাব্লিউ |
ইতিহাস
সম্পাদনা১৯৪৭ খ্রিস্টাব্দ পর্যন্ত এই রাজ্যটি ব্রিটিশ সাম্রাজ্যের অন্তর্ভুক্ত ছিলো না বটে কিন্তু ব্রিটিশ ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য এজেন্সির ওড়িশা এজেন্সির অন্তর্ভুক্ত একটি অধিরাজ্য ছিলো৷ ১৯৪৭ খ্রিস্টাব্দে ভারতের স্বাধীনতা লাভের পরে পাটনাগড়ের রাজা প্রাথমিকভাবে ঐ বছরই ভারতীয় অধিরাজ্যে যুক্ত হন নি৷ তবে ১৯৪৮ খ্রিস্টাব্দে তারা ভারতে অন্তর্ভুক্তি সিদ্ধান্ত নিলে রাজ্যটিকে পূর্বতন সম্বলপুর জেলার অন্তর্ভুক্ত করা হয় পরে সত্তরের দশকে নতুন বলাঙ্গির জেলা আত্মপ্রকাশ করে৷ জেলাটি মোটামুটিভাবে পাটনাগড় রাজ্যের সীমানাই নির্দেশ করে৷
পাটনাগড়ের শেষ স্বাধীন রাজা রাজেন্দ্র নারায়ণ সিংহদেও রাজনীতির সঙ্গে নিজেকে যুক্ত করেন ও সফল নেতা হিসাবে ১৯৬৭ খ্রিস্টাব্দের ৮ই মার্চ থেকে ১৯৭১ খ্রিস্টাব্দের ৯ই জানুয়ারী পর্যন্ত ওড়িশার মুখ্যমন্ত্রী পদে আসীন থাকেন৷ [১]
শাসকবর্গ
সম্পাদনাপাটনাগড় রাজ্যের শাসকরা চৌহান রাজবংশজ ছিলেন এবং ব্রিটিশদের থেকে নয়টি বন্দুকসালামী রাজ্যের সম্মান পেয়েছিলেন৷ [২]
মহারাজা
সম্পাদনা- ১৬৮৫ - ১৭৬২ রামাই দেও
- ১৭৬২ - ১৭৬৫ পৃথ্বীরাজ দেও
- ১৭৬৫ - ১৮২০ প্রথম রামচন্দ্র সিংহদেও
- ১৮২০ - ১৮৪৮ ভূপাল সিংহদেও
- ১৮৪৮ - আগস্ট ১৮৬৬ হীরবজ্র সিংহদেও
- আগস্ট ১৮৬৬ - ১৮৭৮ প্রতাপ সিংহদেও
- ১৮৭৮ - ১৮৯৫ দ্বিতীয় রামচন্দ্র সিংহদেও
- ১৮৯৫ - ১৯১০ লাল দলগঞ্জন সিংহদেও
- ১৯১০ - ১৯২৪ পৃথ্বীরাজ সিংহ
- ১৯২৪ - ১৫ আগস্ট ১৯৪৭ রাজেন্দ্র নারায়ণ সিংহদেও (b. 1912 - d. 1975)
স্বাধীনতা-উত্তর রাজবংশজ
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ "Patna (Princely State)"। ২২ মে ২০০৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২২ মে ২০১০।
- ↑ "Patna Princely State (9 gun salute)"। ১৩ সেপ্টেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ জুন ২০১৪।