পাগলপন্তি

২০১৯-এর হিন্দি চলচ্চিত্র

পাগলপন্তি ২০১৯ সালের একটি বলিউড নির্মিত হিন্দি ভাষার মারপিট-কৌতুকধর্মী চলচ্চিত্র। এই চলচ্চিত্রটির পরিচালক আনিস বাজমী।[] এই চলচ্চিত্রে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন জন আব্রাহাম, ইলিয়ানা ডি ক্রুজ, উর্বশী রাউটেলা, কৃতি খারবান্দা

পাগলপন্তি
পাগলপন্তি চলচ্চিত্রের পোস্টার
পরিচালকআনিস বাজমি
প্রযোজক
  • ভূষণ কুমার
  • অভিষেক পাঠক
  • কৃষ্ণ কুমার
  • কুমার মঙ্গত পাঠক
রচয়িতাআনিস বাজমি
চিত্রনাট্যকার
  • রাজীব কৌল
  • প্রফুল পরেক
  • আনিস বাজমি
কাহিনিকার
শ্রেষ্ঠাংশে
সুরকারসাজিদ–ওয়াজিদ
চিত্রগ্রাহকসুনীল প্যাটেল
সম্পাদকপ্রশান্ত সিং রাঠোর
প্রযোজনা
কোম্পানি
* টি-সিরিজ
  • প্যানোরামা স্টুডিও
পরিবেশক
  • প্যানোরামা স্টুডিও (ভারত)
  • আনন্দ পণ্ডিত মোশন পিকচারস (আন্তর্জাতিক)
মুক্তি
  • ২২ নভেম্বর ২০১৯ (2019-11-22)
স্থিতিকাল১৪৯ মিনিট
দেশভারত
ভাষাহিন্দি

চলচ্চিত্রটির প্রধান চিত্রগ্রহণ লন্ডনে ১৭ই ফেব্রুয়ারি ২০১৯ এ শুরু হয়েছিল। আর এটি ২২ নভেম্বর ২০১৯ এ ভারতে মুক্তি পেয়েছিল।

অভিনয়

সম্পাদনা

প্রযোজনা

সম্পাদনা

উন্নয়ন

সম্পাদনা

২১ সেপ্টেম্বর ২০১৮ এ পাগলপান্তি ঘোষণা করা হয়েছিল। ২০১২ সালের এপ্রিল মাসে বাজমি লন্ডনে শ্যুটিংয়ের অভিজ্ঞতা ভাগ করে নিয়েছিলেন। একটি বিবৃতিতে তিনি বলেছিলেন, "লন্ডনে শ্যুটিংয়ের সময় কোনও রোলার-কোস্টার রাইড কম ছিল না। সেখানকার আবহাওয়ার পরিস্থিতি বিবেচনা করে আমাদের কয়েকটি সমস্যা হয়েছিল।"

চলচ্চিত্রায়ন

সম্পাদনা

প্রধান ফটোগ্রাফীর লন্ডনে ফিল্ম শুটিং সঙ্গে ফেব্রুয়ারি ২০১৯ শুরু হয়। ছবিটির লন্ডন শিডিউল ২০১৯ সালের এপ্রিলের শেষ সপ্তাহে শেষ হয়েছিল, ছবির এই মূল চিত্রগ্রহণটি সম্পন্ন করে। মুম্বাইয়ে চলচ্চিত্রের একটি অ্যাকশন দৃশ্যের চিত্রগ্রহণের সময় জন আব্রাহাম আহত হয়েছিলেন।

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "WELCOME BACK MOVIE REVIEW - Times of India"timesofindia। সংগ্রহের তারিখ ২১ মে ২০১৭ 

বহিঃসংযোগ

সম্পাদনা