পুলকিত সম্রাট
পুলকিত সম্রাট (হিন্দি: पुलकित सम्राट; জন্ম ২৯ ডিসেম্বর ১৯৮৩) একজন ভারতীয় টেলিভিশন অভিনেতা, চলচ্চিত্র অভিনেতা এবং মডেল। বিট্টু বস চলচ্চিত্র দিয়ে তার বলিউডে অভিষেক হয়। তার অভিনীত অন্যান্য চলচ্চিত্রসমূহ ফুকরে, ডলি কি ডোলি, সনম রে, জুনুনিয়াত।
পুলকিত সম্রাট | |
---|---|
হিন্দি: पुलकित सम्राट | |
জন্ম | |
পেশা | অভিনেতা |
কর্মজীবন | ২০০৬–বর্তমান |
দাম্পত্য সঙ্গী | শ্বেতা রোহিরা (বি. ২০১৪; বিচ্ছেদ. ২০১৫) কৃতি খরবন্দা (বি. ২০২৪) |
প্রারম্ভিক জীবন
সম্পাদনাপুলকিত সম্রাট ১৯৮৩ সালের ২৯শে ডিসেম্বর দিল্লির শালিমার বাগে এক পাঞ্জাবি হিন্দু পরিবারে জন্মগ্রহণ করেন।[১] তার পরিবার আবাসন ব্যবসায়ের সাথে জড়িত। তিনি মানব স্থালি স্কুলে পড়াশোনা করেন এবং পরে দিল্লির অশোক বিহারের মন্টফোর্ট সিনিয়র সেকেন্ডারি স্কুল থেকে পড়াশোনা শেষ করে দিল্লির আপিজে ইনস্টিটিউট অব ডিজাইনে বিজ্ঞাপন কোর্সে যোগ দেন। পাঁচ মাস অধ্যয়নের পর তিনি একটি মডেলিঙের কাজ পান। ফলে তিনি পড়াশোনা ত্যাগ করে মুম্বই চলে যান এবং কিশোর নামিত কাপুরের অভিনয় কোর্সের যোগদান করে।[১]
ব্যক্তিগত জীবন
সম্পাদনাসম্রাট ২০১৪ সালের ৩রা নভেম্বর তার প্রেমিকা শ্বেতা রোহিরাকে বিয়ে করেন। রোহিরা সালমান খানের "রাখী-বোন"।[২] ২০১৫ সালের নভেম্বর মাসে এই দম্পতির বিবাহবিচ্ছেদ হয়।[৩] এরপর সম্রাট তার সনম রে চলচ্চিত্রের সহশিল্পী অভিনেত্রী ইয়ামি গৌতমের সাথে প্রেম করেন। ২০১৮ সালে তাদের প্রেমের সম্পর্কের ইতি ঘটে।[৪]
২০১৯ সাল থেকে সম্রাট তার বীরে কি ওয়েডিং, পাগলপন্তি ও তেইশ চলচ্চিত্রের সহশিল্পী অভিনেত্রী কৃতি খরবন্দার সাথে প্রেমের সম্পর্কে জড়ান।[৫][৬] ২০২৪ সালের মার্চ মাসে তারা মনেশ্বরের আইটিসি গ্র্যান্ড ভারতে বিবাহ বন্ধনে আবদ্ধ হন।[৭]
চলচ্চিত্রের তালিকা
সম্পাদনাযেসব চলচ্চিত্র মুক্তি পায়নি |
বছর | শিরোনাম | চরিত্র | টীকা |
---|---|---|---|
২০১২ | বিট্টু বস | বিট্টু বস | |
২০১৩ | ফুকরে | হানি (বিকাশ গুলাটি) | |
২০১৪ | জয় হো | ইনস্পেক্টর অভয় রাজপুত | |
ও তেরি | প্রান্তব প্রতাব | ||
২০১৫ | ডলি কি ডোলি | রবিন সিং | |
বাঙ্গিস্তান | প্রবীণ চতুর্বেদী/আল্লারাখা খান | ||
২০১৬ | সনম রে | আকাশ | |
জুনুনিয়াত | ক্যাপ্টেন জাহান বকশী | ||
২০১৭ | ফুকরে রিটার্নস | হানি | |
২০১৮ | বীরে কি ওয়েডিং | বীর | |
থ্রি স্টোরিজ | বিলাস নায়েক | ||
২০১৯ | পাগল্পান্তী | চান্দি | নির্মাণাধীন[৮] |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ গুপ্তা, প্রিয়া (১৫ জানুয়ারি ২০১৫)। "Salman bhai is my brother-in-law: Pulkit Samrat"। দ্য টাইমস অব ইন্ডিয়া (ইংরেজি ভাষায়)। ২০১৩-০৬-০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ ফেব্রুয়ারি ২০১৯।
- ↑ সরকার, প্রার্থনা (৪ নভেম্বর ২০১৪)। "Entertainment Celebrity 'Fukrey' Actor Pulkit Samrat Weds Salman Khan's Sister Shweta Rohira"। ৬ ডিসেম্বর ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ মার্চ ২০২৪।
- ↑ "Pulkit Samrat separates from wife Shweta Rohira"। দি ইন্ডিয়ান এক্সপ্রেস। ২৪ নভেম্বর ২০১৫। ২৫ জানুয়ারি ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ মার্চ ২০২৪।
- ↑ "Yami Gautam-Pulkit Samrat's ugly split: Here's what exactly happened"। ডেইলি নিউজ অ্যান্ড অ্যানালিসিস। ২৩ মার্চ ২০১৮। সংগ্রহের তারিখ ১৮ মার্চ ২০২৪।
- ↑ "Kriti Kharbanda admits she's dating Pulkit Samrat, says she wanted her parents to know first"। হিন্দুস্তান টাইমস (ইংরেজি ভাষায়)। ১৮ নভেম্বর ২০১৯। ১৯ নভেম্বর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ মার্চ ২০২৪।
- ↑ "Kriti Kharbanda Wishes Beau Pulkit Samrat As He Turns A Year Older; Says 'You Are One In A Billion'"। এবিপি নিউজ। সংগ্রহের তারিখ ১৮ মার্চ ২০২৪।
- ↑ "EXCLUSIVE: Pulkit Samrat and Kriti Kharbanda to tie the knot at ITC Grand Bharat in Manesar"। বলিউড হাঙ্গামা। সংগ্রহের তারিখ ১৮ মার্চ ২০২৪।
- ↑ "Anees Bazmee on Twitter"। সংগ্রহের তারিখ ২১ ফেব্রুয়ারি ২০১৯।