পশ্চিম ভারত
ভৌগলিক অঞ্চল
পশ্চিম ভারত ভারতের পশ্চিমের গোয়া, গুজরাত ও মহারাষ্ট্র অঙ্গরাজ্য, দাদরা ও নগর হাভেলি এবং দমন ও দিউ কেন্দ্রশাসিত অঞ্চলগুলি নিয়ে গঠিত। ভারতের অন্যান্য অঞ্চলের তুলনায় পশ্চিম ভারত অপেক্ষাকৃত বেশি শিল্পায়িত এবং এখানে নগরে বাসরত জনসংখ্যার পরিমাণও বেশি। [১] ব্রিটিশদের ঔপনিবেশিক শাসনের আগে পশ্চিম ভারতের বেশির ভাগ অংশ মারাঠা সাম্রাজ্য ও মুঘল সাম্রাজ্যের অংশ ছিল। ভারতের স্বাধীনতা লাভের এগুলি ভারতের অংশে পরিণত হয় এবং ১৯৫৬ সালের রাজ্য পুনর্গঠন আইন অনুসারে বর্তমান রূপ পরিগ্রহ করে। [২] পশ্চিম ভারতের রাজ্যগুলি উত্তর-পশ্চিমে থর মরুভূমি, উত্তরে বিন্ধ্য পর্বতমালা, এবং পশ্চিমে আরব সাগর দ্বারা বেষ্টিত। পশ্চিম ভারতের একটি বড় অংশ দক্ষিণ ভারতের সাথে দাক্ষিণাত্যের মালভূমির অংশীদার।
পশ্চিম ভারত | |
সময় অঞ্চল | আইটিসি (ইউটিসি+৫:৩০) |
আয়তন | ৫,০৮,০৫২ বর্গকিমি |
রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলসমূহ | মহারাষ্ট্র, গুজরাত, গোয়া, দাদরা ও নগর হাভেলি এবং দমন ও দিউ |
জনবহুল শহর (২০০৮) | মুম্বই, পুনে, আহমেদাবাদ, সুরাট, নাশিক, নাগপুর |
সরকারী ভাষাসমূহ | মারাঠি, গুজরাতি, কোঙ্কণী, ইংরেজি, হিন্দি |
জনসংখ্যা | ১৪,৭৮,০১,৭৭৪ |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Census GIS data"। ২০০৭-০৭-২৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৮-০৩-১২।
- ↑ "States Reorganization Act"। ২০০৮-০৫-১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৮-০৩-১২।