পশ্চিমবঙ্গ বন বিভাগ
বন বিষয়ক বিভাগ হল পশ্চিমবঙ্গ সরকারের এখতিয়ারাধীন একটি মন্ত্রকীয় দপ্তর।[১]
বিভাগের রূপরেখা | |
---|---|
যার এখতিয়ারভুক্ত | পশ্চিমবঙ্গ সরকার |
সদর দপ্তর | অরণ্য ভবন, ব্লক-এলএ, ১০-এ, সেক্টর-৩, সল্ট লেক, কলকাতা-৭০০১০৬ |
দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী |
|
দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী |
|
বিভাগের নির্বাহী |
|
ওয়েবসাইট | অফিসিয়াল ওয়েবসাইট |
মন্ত্রকীয় দল
সম্পাদনাএই বিভাগটি কলকাতার সল্টলেকের অরায়না ভবনে অবস্থিত। এটি পশ্চিমবঙ্গের বন ও বন্যপ্রাণীর জন্য কাজ করে। স্বাভাবিকভাবেই, বন ও বন্যপ্রাণী ব্যবস্থাপনা, বিভিন্ন কৃষি জলবায়ু অঞ্চলে অংশগ্রহণমূলক বন ব্যবস্থাপনা একত্রীকরণ এবং অত্যন্ত কার্যকরভাবে বাস্তবায়নের জন্য প্রশাসনের বর্তমান সময়ের প্রয়োজনীয়তার বিবেচনায় বন সংস্থায়ও পরিবর্তন আনা হয়েছে। রাজ্যের অ-বন অঞ্চলে সামাজিক/খামার/শহুরে বনায়ন সম্পর্কিত বৃহৎ আকারের ক্রিয়াকলাপ। ১৯৭৪ সালে, পশ্চিমবঙ্গ বন উন্নয়ন কর্পোরেশন লি. বনজ দ্রব্যের বৃহৎ পরিসরে ফসল সংগ্রহ, নতুন ইকো-ট্যুরিজম সেন্টার তৈরি, বনজ পণ্যের উৎপাদন ও বিপণন এবং এই ধরনের সহযোগী কর্মকাণ্ডের জন্য এর উদ্ভব ঘটে। বিভিন্ন স্তরে পশ্চিমবঙ্গ বন উন্নয়ন কর্পোরেশন লিমিটেডের প্রশাসন ডেপুটেশনে বন অধিদপ্তরের কর্মকর্তাদের নেতৃত্বে রয়েছে।[২]
বর্তমান মন্ত্রী জ্যোতিপ্রিয়া মল্লিক এবং প্রতিমন্ত্রী হলেন বীরবাহা হাঁসদা ২০২১ সাল থেকে দায়িত্বে আছেন।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Official Website"। West Bengal Forest Department।
- ↑ "Details of the department"। wb.gov.in (Egiye Bangla)। সংগ্রহের তারিখ ৩০ নভেম্বর ২০২০।