জ্যোতিপ্রিয় মল্লিক
জ্যোতিপ্রিয় মল্লিক একজন ভারতীয় রাজনীতিবিদ এবং পশ্চিমবঙ্গ সরকারের প্রাক্তন "বনমন্ত্রী" এবং প্রাক্তন "খাদ্য ও সরবরাহ মন্ত্রী"। তিনি ২০১১ পশ্চিমবঙ্গ রাজ্য বিধানসভা নির্বাচনে হাবড়া আসন থেকে নির্বাচিত বিধায়ক।[১][২][৩] ২৭শে অক্টোবর, ২০২৩ এ রেশন দুর্নীতির জন্য তিনি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডির) হাতে গ্রেপ্তার হন৷ তিনি বর্তমানে দুর্নীতির জন্য জেল হেফাজতে রয়েছেন৷
জ্যোতিপ্রিয় মল্লিক | |
---|---|
খাদ্য ও সরবরাহ মন্ত্রী, পশ্চিমবঙ্গ সরকার | |
কাজের মেয়াদ ২০ মে ২০১১ – ১০ মে ২০২১ | |
গভর্নর | এম কে নারায়ণন |
বিধায়ক | |
দায়িত্বাধীন | |
অধিকৃত কার্যালয় ১৩ মে ২০১১ | |
নির্বাচনী এলাকা | হাবরা |
ব্যক্তিগত বিবরণ | |
জন্ম | ১৭ নভেম্বর ১৯৫৭ কলকাতা |
রাজনৈতিক দল | সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস |
বাসস্থান | কলকাতা |
প্রাক্তন শিক্ষার্থী | বিএসসিএলএলবি |
ধর্ম | হিন্দু |
বিতর্ক
সম্পাদনা২৭ অক্টোবর,২০২৩ এ রেশন দুর্নীতি কান্ডে জ্যোতিপ্ৰিয় মল্লিক ইডির হাতে গ্রেফতার হন। আদালতে পেশ করার পরে শুনানি চলাকালীন উনি অসুস্থ হয় পরে। এরপর ৭ দিন হাসপাতালে থাকার পর ওনাকে ছেড়ে দেয়ার পরে ওনাকে ইডি হেফাজতে নিয়ে যাওয়া হয়। বর্তমানে রেশন দুর্নীতির জন্য উনি জেল হেফাজতে আছেন।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Mamata allots portfolios, keeps key ministries"। ২৭ অক্টোবর ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ ডিসেম্বর ২০২০।
- ↑ All the Didi's men
- ↑ "Ministers in Mamata's Cabinet"। Government of West Bengal। ২১ মে ২০১১। ৫ অক্টোবর ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২২ মে ২০১১।