পলাশীপাড়া
পলাশীপাড়া, পশ্চিমবঙ্গ রাজ্যের নদিয়া জেলার তেহট্ট মহকুমার অন্তর্গত একটি প্রাচীন জনপদ ও রাজ্যের অন্যতম বিধানসভা কেন্দ্র।
বিবরণ
সম্পাদনাএই জায়গাটির অবস্থান বা ভৌগোলিক উপাত্ত হল ২৩.৪৭° উত্তর ৮৮.২৭° পূর্ব। সমুদ্র সমতল থেকে এর গড় উচ্চতা প্রায় ১৫ মিটার। আয়তন ৬২৮.৪৮ হেক্টর। এটি জলঙ্গী নদীর তীরে অবস্থিত একটি প্রাচীন জনপদ। ৩৪ নং জাতীয় সড়ক ও নিকটতম রেলযোগাযোগ পলাশী রেলওয়ে স্টেশন হতে পলাশীপাড়ার দুরত্ব ১৮ কিলোমিটার। ১১ নং রাজ্য সড়কের মাধ্যমে জেলা সদর কৃষ্ণনগরের সাথে এই স্থানের যোগাযোগ আছে।[১]
ইতিহাস
সম্পাদনাপলাশীপাড়া নামটি ঐতিহাসিক পলাশীর সাথে সংযুক্ত। ধারণা করা হয় পলাশীর সমসাময়িক জনপদ পলাশীপাড়া গড়ে ওঠে পলাশীর যুদ্ধ ও মারাঠা বর্গী হাংগামার কারণে সেখানকার বাসিন্দাদের আগমনের ফলে। পলাশীস্থ অধিবাসীরা এই পাড়া বা জনপদ গড়ে তোলেন।[২] জলঙ্গী তীরবর্তী পলাশীপাড়ার নিকটে ঐতিহাসিক নিশ্চিন্তপুর গ্রাম। যেখানকার নীলকুঠি ছিল নদীয়ার বৃহৎ নীলকুঠির একটি। বর্তমানে কুঠির ধ্বংসাবশেষটিও লুপ্ত হয়ে গেছে[৩]
শিক্ষা, স্বাস্থ্য
সম্পাদনাপলাশীপাড়ায় দুটি উচ্চমাধ্যমিক বিদ্যালয় ও একাধিক সরকারী, বেসরকারী প্রাথমিক শিক্ষা কেন্দ্র রয়েছে। পলাশীপাড়া মহাত্মা গান্ধী স্মৃতি বিদ্যাপীঠ এতদাঞ্চলের প্রাচীন ও নামী শিক্ষায়তন। এখানে একটি ব্লক স্বাস্থ্যকেন্দ্র (প্রীতিময়ী স্বাস্থ্য কেন্দ্র) বর্তমান।[৪][৫]
জনসংখ্যা
সম্পাদনা২০১১ সালের জনগননা অনুসারে এখানকার জনসংখ্যা ১০৬৯৩। যার ৫১% পুরুষ, ৪৯% মহিলা[৬][৭]।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "INDIAN VILLAGE DIRECTORY"। villageinfo.in। সংগ্রহের তারিখ 16.02.2017। এখানে তারিখের মান পরীক্ষা করুন:
|সংগ্রহের-তারিখ=
(সাহায্য) - ↑ শান্তনু বিশ্বাস (২০০৫)। ইতিহাসের প্রেক্ষাপটে পলাশীপাড়ার অতীত কাহিনী। পলাশীপাড়া: অনিন্দিতা লাইব্রেরী। পৃষ্ঠা ১৮।
- ↑ "মেহেরপুরের ইতিহাস"। সংগ্রহের তারিখ ২৭.০১.২০১৭। এখানে তারিখের মান পরীক্ষা করুন:
|সংগ্রহের-তারিখ=
(সাহায্য) - ↑ "Palashipara M.G.S Vidyapith School"। ICBSE। সংগ্রহের তারিখ 07.02.2017। এখানে তারিখের মান পরীক্ষা করুন:
|সংগ্রহের-তারিখ=
(সাহায্য) - ↑ "PALASHIPARA M.G.S VIDYAPITH"। All india facts। সংগ্রহের তারিখ 07.02.17। এখানে তারিখের মান পরীক্ষা করুন:
|সংগ্রহের-তারিখ=
(সাহায্য)[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ] - ↑ "Census 2011"। সংগ্রহের তারিখ 17.01.2017। Authors list-এ
|প্রথমাংশ1=
এর|শেষাংশ1=
নেই (সাহায্য); এখানে তারিখের মান পরীক্ষা করুন:|সংগ্রহের-তারিখ=
(সাহায্য) - ↑ "Indian Village Dictionary"। villageinfo.in। সংগ্রহের তারিখ 25.12.16। Authors list-এ
|প্রথমাংশ1=
এর|শেষাংশ1=
নেই (সাহায্য); এখানে তারিখের মান পরীক্ষা করুন:|সংগ্রহের-তারিখ=
(সাহায্য)