পলাশীপাড়া

পশ্চিমবঙ্গের নদিয়া জেলার তেহট্ট ২ সমষ্টি উন্নয়ন ব্লকের একটি গ্রাম

পলাশীপাড়া, পশ্চিমবঙ্গ রাজ্যের নদিয়া জেলাতেহট্ট মহকুমার অন্তর্গত একটি প্রাচীন জনপদ ও রাজ্যের অন্যতম বিধানসভা কেন্দ্র।

এই জায়গাটির অবস্থান বা ভৌগোলিক উপাত্ত হল ২৩.৪৭° উত্তর ৮৮.২৭° পূর্ব। সমুদ্র সমতল থেকে এর গড় উচ্চতা প্রায় ১৫ মিটার। আয়তন ৬২৮.৪৮ হেক্টর। এটি জলঙ্গী নদীর তীরে অবস্থিত একটি প্রাচীন জনপদ। ৩৪ নং জাতীয় সড়ক ও নিকটতম রেলযোগাযোগ পলাশী রেলওয়ে স্টেশন হতে পলাশীপাড়ার দুরত্ব ১৮ কিলোমিটার। ১১ নং রাজ্য সড়কের মাধ্যমে জেলা সদর কৃষ্ণনগরের সাথে এই স্থানের যোগাযোগ আছে।[]

 
পলাশীপাড়া দ্বিজেন্দ্রলাল সেতু

ইতিহাস

সম্পাদনা

পলাশীপাড়া নামটি ঐতিহাসিক পলাশীর সাথে সংযুক্ত। ধারণা করা হয় পলাশীর সমসাময়িক জনপদ পলাশীপাড়া গড়ে ওঠে পলাশীর যুদ্ধমারাঠা বর্গী হাংগামার কারণে সেখানকার বাসিন্দাদের আগমনের ফলে। পলাশীস্থ অধিবাসীরা এই পাড়া বা জনপদ গড়ে তোলেন।[] জলঙ্গী তীরবর্তী পলাশীপাড়ার নিকটে ঐতিহাসিক নিশ্চিন্তপুর গ্রাম। যেখানকার নীলকুঠি ছিল নদীয়ার বৃহৎ নীলকুঠির একটি। বর্তমানে কুঠির ধ্বংসাবশেষটিও লুপ্ত হয়ে গেছে[]

 
পলাশীপাড়া বাস স্ট্যান্ড

শিক্ষা, স্বাস্থ্য

সম্পাদনা

পলাশীপাড়ায় দুটি উচ্চমাধ্যমিক বিদ্যালয় ও একাধিক সরকারী, বেসরকারী প্রাথমিক শিক্ষা কেন্দ্র রয়েছে। পলাশীপাড়া মহাত্মা গান্ধী স্মৃতি বিদ্যাপীঠ এতদাঞ্চলের প্রাচীন ও নামী শিক্ষায়তন। এখানে একটি ব্লক স্বাস্থ্যকেন্দ্র (প্রীতিময়ী স্বাস্থ্য কেন্দ্র) বর্তমান।[][]

জনসংখ্যা

সম্পাদনা

২০১১ সালের জনগননা অনুসারে এখানকার জনসংখ্যা ১০৬৯৩। যার ৫১% পুরুষ, ৪৯% মহিলা[][]

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "INDIAN VILLAGE DIRECTORY"। villageinfo.in। সংগ্রহের তারিখ 16.02.2017  এখানে তারিখের মান পরীক্ষা করুন: |সংগ্রহের-তারিখ= (সাহায্য)
  2. শান্তনু বিশ্বাস (২০০৫)। ইতিহাসের প্রেক্ষাপটে পলাশীপাড়ার অতীত কাহিনী। পলাশীপাড়া: অনিন্দিতা লাইব্রেরী। পৃষ্ঠা ১৮। 
  3. "মেহেরপুরের ইতিহাস"। সংগ্রহের তারিখ ২৭.০১.২০১৭  এখানে তারিখের মান পরীক্ষা করুন: |সংগ্রহের-তারিখ= (সাহায্য)
  4. "Palashipara M.G.S Vidyapith School"। ICBSE। সংগ্রহের তারিখ 07.02.2017  এখানে তারিখের মান পরীক্ষা করুন: |সংগ্রহের-তারিখ= (সাহায্য)
  5. "PALASHIPARA M.G.S VIDYAPITH"All india facts। সংগ্রহের তারিখ 07.02.17  এখানে তারিখের মান পরীক্ষা করুন: |সংগ্রহের-তারিখ= (সাহায্য)[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  6. "Census 2011"। সংগ্রহের তারিখ 17.01.2017  Authors list-এ |প্রথমাংশ1= এর |শেষাংশ1= নেই (সাহায্য); এখানে তারিখের মান পরীক্ষা করুন: |সংগ্রহের-তারিখ= (সাহায্য)
  7. "Indian Village Dictionary"villageinfo.in। সংগ্রহের তারিখ 25.12.16  Authors list-এ |প্রথমাংশ1= এর |শেষাংশ1= নেই (সাহায্য); এখানে তারিখের মান পরীক্ষা করুন: |সংগ্রহের-তারিখ= (সাহায্য)