পদ্মাবতী (অশোকের পত্নী)

(পদ্মাবতী (সম্রাজ্ঞী) থেকে পুনর্নির্দেশিত)

মহারাণী পদ্মাবতী মহান মৌর্য্য সম্রাট অশোকের তৃতীয় পত্নী ছিলেন।[] সম্রাট অশোকের উত্তরাধিকারী হিসেবে বিবেচিত কুণালের মাতা ছিলেন। এছাড়াও, তিনি সম্প্রতির দিদিমা ছিলেন।[] তবে, কুণাল অন্ধ হওয়ায় অশোক তার নাতি সম্প্রতিকে উত্তরাধিকারী ঘোষণা করেছিলেন। কুণালকে জন্ম দেয়ার পর অবশ্য তিনি বেশিদিন বাঁচেননি। কুণালকে পরবর্তীতে অশোকের অপর স্ত্রী মহারাণী দেবীর কাছে প্রতিপালনের উদ্দেশ্যে প্রেরণ করা হয়। খ্রিস্টপূর্ব ২৮০ খ্রিস্টাব্দে তার জন্ম হয়েছিল বলে বিশ্বাস করা হয়। অশোকের হিন্দুধর্ম পালনকালে পদ্মাবতী জৈন ধর্ম পালন করতেন। অশোকের দুই পত্নী থাকা অবস্থায় পদ্মাবতী রাণী ছিলেন। পদ্মাবতীর মৃত্যুর পর রাণী দেবী মহারাণী হন।

পদ্মাবতী
রাণী
মৃত্যু২৬৩ খ্রিস্টপূর্ব
দাম্পত্য সঙ্গীঅশোক
বংশধরকুণাল
রাজবংশমৌর্য্য

তথ্যসূত্র

সম্পাদনা
  1. Singh 2008, পৃ. 332।
  2. Lahiri 2015, পৃ. 284।

আরও পড়ুন

সম্পাদনা