দেবী (অশোকের পত্নী)

অশোকের প্রথম পত্নী

দেবী (সংস্কৃত: देवी) মৌর্য্য সম্রাট অশোকের প্রথম পত্নী ছিলেন।

দেবী
জন্মদেবী
দাম্পত্য সঙ্গীঅশোক
বংশধরমহিন্দ
সংঘমিত্রা
প্রাসাদমৌর্য্য রাজবংশ
ধর্মবৌদ্ধধর্ম

সংক্ষিপ্ত জীবনী

সম্পাদনা

সিংহলী বৌদ্ধ গ্রন্থ মহাবংশ অনুসারে, দেবী বিদিশার একজন ব্যবসায়ীর কন্যা ছিলেন এবং উজ্জয়িনী নগরীতে শাসক থাকার সময় মৌর্য্য রাজকুমার অশোকের সঙ্গে তার বিবাহ সম্পন্ন হয়। ২৮৫ খ্রিস্টপূর্বাব্দে তাদের মহিন্দ নামক এক পুত্র ও ২৮২ খ্রিস্টপূর্বাব্দে সংঘমিত্রা নামক এক কন্যা সন্তানের জন্ম হয়। দেবী অশোককে বৌদ্ধ ধর্ম গ্রহণে ব্যর্থ হয়ে তার দুই সন্তানকে নিয়ে পাটলিপুত্র থেকে বিদিশা চলে যান।[] মহাবংশ গ্রন্থানুসারে, দেবী শাক্য গোষ্ঠীর অন্তর্ভুক্ত ছিলেন এবং তার পরিবার বিদিশায় চলে আসেন,[] কিন্তু এই ঘটনার সত্যতা সম্বন্ধে ঐতিহাসিকেরা সন্দিহান। শাক্য সম্প্রদায়ভুক্ত গৌতম বুদ্ধের সঙ্গে সিংহলে প্রথম বৌদ্ধ ধর্ম প্রচারক হিসেবে পরিচিত মহিন্দসংঘমিত্রার যোগসূত্র দেখানোর জন্যই সিংহলী বৌদ্ধরা এই কাহিণীর জন্ম দিয়েছেন বলে ঐতিহাসিকদের মত।[]

জনপ্রিয় মাধ্যমে

সম্পাদনা
  • ২০০১ খ্রিষ্টাব্দে নির্মিত "অশোক" নামক হিন্দি চলচ্চিত্রে হৃষিতা ভট্ট দেবীর চরিত্রে অভিনয় করেন।[]

তথ্যসূত্র

সম্পাদনা
  1. Allen, Charles (২০১২)। "16"। Ashoka: The Search for India's Lost Emperor। Hachette UK। আইএসবিএন 9781408703885 
  2. Mookerji, Radhakumud (১৯৯৫)। Asoka (3. rev. ed., repr সংস্করণ)। Delhi: Motilal Banarsidass Publ। পৃষ্ঠা 8। আইএসবিএন 9788120805828 
  3. Thapar, Romila (২০১২)। Aśoka and the decline of the Mauryas (3rd সংস্করণ)। New Delhi: Oxford University Press। পৃষ্ঠা 23আইএসবিএন 0198077246 
  4. "Ashoka the Great (2001)"IMDB। সংগ্রহের তারিখ ডিসেম্বর ১৫, ২০১২