পদ্মরাগ কমিউটার

বাংলাদেশের রেলওয়ের একটি কমিউটার ট্রেন
(পদ্মরাগ এক্সপ্রেস থেকে পুনর্নির্দেশিত)

পদ্মরাগ কমিউটার বাংলাদেশ রেলওয়ের একটি কমিউটার ট্রেন। ট্রেনটি সান্তাহার থেকে বগুড়া, গাইবান্ধা, রংপুর ও লালমনিরহাট জেলাকে সংযুক্ত করে এবং সকল স্টেশনে যাত্রাবিরতি করে। এছাড়াও এক‌ই রুটে বগুড়া কমিউটার নামে আরেকটি ট্রেন চলে।

পদ্মরাগ কমিউটার
২৪০১ সহ পদ্মরাগ কমিউটার ট্রেন
সংক্ষিপ্ত বিবরণ
পরিষেবা ধরনকমিউটার ট্রেন
বর্তমান পরিচালকবাংলাদেশ রেলওয়ে
যাত্রাপথ
শুরুসান্তাহার জংশন রেলওয়ে স্টেশন
বিরতি২৯ টি স্টেশনে
শেষলালমনিরহাট রেলওয়ে স্টেশন
পরিষেবার হারদৈনিক
রেল নং২১/২২
যাত্রাপথের সেবা
আসন বিন্যাসআছে
ঘুমানোর ব্যবস্থানাই
অটোরেক ব্যবস্থানাই
খাদ্য সুবিধানাই
পর্যবেক্ষণ সুবিধাআছে
বিনোদন সুবিধাআছে
মালপত্রের সুবিধাআছে
কারিগরি
ট্র্যাক গেজ১,০০০ মিলিমিটার (৩ ফুট   ইঞ্চি) মিটারগেজ

যাত্রাপথ

সম্পাদনা

পদ্মরাগ কমিউটার[] সান্তাহার থেকে লালমনিরহাট রেলপথে চলাচল করে[] এবং যাত্রাপথে থাকা প্রায় সকল স্টেশনে যাত্রাবিরতি করে। স্বল্প ভাড়ায় যাতায়াতের জন্য এটি একটি জনপ্রিয় ট্রেন।

স্টেশন তালিকা

সম্পাদনা

পদ্মরাগ এক্সপ্রেস যেসকল স্টেশন দিয়ে চলাচল করে নিম্নে তা উল্লেখ করা হলো:

সম্পর্কিত নিবন্ধ

সম্পাদনা

বগুড়া এক্সপ্রেস

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "জার্নি বাই পদ্মরাগ লোকাল ট্রেন"banglanews24.com। সংগ্রহের তারিখ ২০২০-০২-০৪ 
  2. "গাইবান্ধায় ট্রেন ২৪ ঘণ্টা বিলম্বে চলাচল, যাত্রীরা বিপাকে"প্রথম আলো। সংগ্রহের তারিখ ২০২০-০২-০৪