পদুয়া ইউনিয়ন, লোহাগাড়া
পদুয়া বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম জেলার অন্তর্গত লোহাগাড়া উপজেলার একটি বৃহৎ ইউনিয়ন।
পদুয়া | |
---|---|
ইউনিয়ন | |
৩নং পদুয়া ইউনিয়ন পরিষদ | |
বাংলাদেশে পদুয়া ইউনিয়ন, লোহাগাড়ার অবস্থান | |
স্থানাঙ্ক: ২২°২′৫৮″ উত্তর ৯২°৬′৪৮″ পূর্ব / ২২.০৪৯৪৪° উত্তর ৯২.১১৩৩৩° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
জেলা | চট্টগ্রাম জেলা |
উপজেলা | লোহাগাড়া উপজেলা |
সরকার | |
• চেয়ারম্যান | হারুনর রশীদ |
আয়তন | |
• মোট | ২৬.৮৭ বর্গকিমি (১০.৩৭ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১১) | |
• মোট | ৫৫,০০০ |
• জনঘনত্ব | ২,০০০/বর্গকিমি (৫,৩০০/বর্গমাইল) |
সাক্ষরতার হার | |
• মোট | ৪৯.১% |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ৪৩৯৭ |
ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
আয়তন
সম্পাদনাপদুয়া ইউনিয়নের আয়তন ৬,৬৪০ একর (২৬.৮৭ বর্গ কিলোমিটার)।[১]
জনসংখ্যার উপাত্ত
সম্পাদনা২০১১ সালের আদমশুমারি অনুযায়ী পদুয়া ইউনিয়নের মোট জনসংখ্যা ৫৫,০০০ জন। এর মধ্যে পুরুষ ২৮,০০০ জন প্রায় এবং মহিলা ২৬,০০০ জন প্রায়। মোট পরিবার ৭,৬০৩টি।
অবস্থান ও সীমানা
সম্পাদনালোহাগাড়া উপজেলার সর্ব-উত্তরে পদুয়া ইউনিয়নের অবস্থান। উপজেলা সদর থেকে এ ইউনিয়নের দূরত্ব প্রায় সাড়ে ৫ কিলোমিটার। এ ইউনিয়নের দক্ষিণে চরম্বা ইউনিয়ন, কলাউজান ইউনিয়ন ও আমিরাবাদ ইউনিয়ন; পশ্চিমে আমিরাবাদ ইউনিয়ন ও সাতকানিয়া উপজেলার সাতকানিয়া ইউনিয়ন; উত্তরে সাতকানিয়া উপজেলার ছদাহা ইউনিয়ন এবং পূর্বে বান্দরবান জেলার বান্দরবান সদর উপজেলার টংকাবতী ইউনিয়ন অবস্থিত।
ইতিহাস
সম্পাদনাপদুয়া ইউনিয়ন ১৯৬৮ সালে ১৫নং কাউন্সিল হিসেবে সাতকানিয়া উপজেলার অন্তর্ভুক্ত ছিল। ১৯৮৩ সালে বিভক্ত হওয়ার পর থেকে লোহাগাড়া উপজেলার অধীনে ৩নং পদুয়া ইউনিয়ন পরিষদ হিসেবে এ ইউনিয়নের কার্যক্রম শুরু হয়।
প্রশাসনিক কাঠামো
সম্পাদনাপদুয়া ইউনিয়ন লোহাগাড়া উপজেলার আওতাধীন ৩নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম লোহাগাড়া থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৯২নং নির্বাচনী এলাকা চট্টগ্রাম-১৫ এর অংশ। এটি পদুয়া, জঙ্গল পদুয়া, ধলিবিলা ও আঁধারমানিক এ ৪টি মৌজায় বিভক্ত। এ ইউনিয়নের গ্রাম হলো ৭টি:[২]
- পদুয়া
- উত্তর পদুয়া
- জঙ্গল পদুয়া
- তেওয়ারীখিল
- পূর্ব বাগমুয়া
- ধলিবিলা
- আঁধারমানিক
শিক্ষা ব্যবস্থা
সম্পাদনা২০১১ সালের আদমশুমারি অনুযায়ী পদুয়া ইউনিয়নের সাক্ষরতার হার ৪৯.১%।[১] এ ইউনিয়নে ১টি ফাজিল মাদ্রাসা, ৩টি মাধ্যমিক বিদ্যালয়, ২টি দাখিল মাদ্রাসা, ১টি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, ১৪টি প্রাথমিক বিদ্যালয়, ৫টি এবতেদায়ী মাদ্রাসা ও ৩টি কিন্ডারগার্টেন রয়েছে।
শিক্ষা প্রতিষ্ঠান
সম্পাদনা- মাদ্রাসা[৩]
- পদুয়া আইনুল উলুম দারুচ্ছুন্নাহ কামিল (মাস্টার্স) মাদ্রাসা
- মিশকাতুন্নবী (দ.) দাখিল মাদ্রাসা
- সূফী ফতেহ আলী ওয়াইছি মহিলা দাখিল মাদ্রাসা
- মাধ্যমিক বিদ্যালয়[৪]
- উত্তর পদুয়া উচ্চ বিদ্যালয়
- এস আই চৌধুরী বালিকা উচ্চ বিদ্যালয়
- পদুয়া এ সি এম উচ্চ বিদ্যালয়
- বার আউলিয়া হাফেজ আহমদ স্কুল এন্ড কলেজ
- নিম্ন মাধ্যমিক বিদ্যালয়[৫]
- প্রাথমিক বিদ্যালয়
- আঁধারমানিক সরকারি প্রাথমিক বিদ্যালয়
- উত্তর পদুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- জঙ্গল পদুয়া রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়
- তেওয়ারীখিল সরকারি প্রাথমিক বিদ্যালয়
- ধলিবিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়
- পদুয়া আলী সিকদার পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- পদুয়া ওয়ার্ড বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়
- পদুয়া নাওঘাটা রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়
- পদুয়া পূর্ব বাগমুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- পদুয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়
- পদুয়া মোহাম্মদপুর ইউনুছ সওদাগর রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়
- পশ্চিম পদুয়া রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়
- ফরিয়াদের কুল সরকারি প্রাথমিক বিদ্যালয়
- বেগম জেবুন্নেছা চৌধুরী বেসরকারি প্রাথমিক বিদ্যালয়
- পি.পি.এম মডেল একাডেমী
- এবতেদায়ী মাদ্রাসা[৬]
- আল কুদ্দুছ আদর্শ এবতেদায়ী মাদ্রাসা
- থলিবিলা শাহ মজিদিয়া ইসলামিয়া এবতেদায়ী মাদ্রাসা
- ধলিবিলা মঈনুল উলুম রহমানিয়া ছায়েরিয়া এবতেদায়ী মাদ্রাসা
- মল্লিক ছোবহান আদর্শ ইসলামিক সেন্টার
- হাকিমিয়া আজিজিয়া ক্যাডেট মাদ্রাসা
যোগাযোগ ব্যবস্থা
সম্পাদনাপদুয়া ইউনিয়নে যোগাযোগের প্রধান সড়ক হলো চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক। সব ধরনের যানবাহনে যোগাযোগ করা যায়।
ধর্মীয় উপাসনালয়
সম্পাদনাপদুয়া ইউনিয়নে ৮৬টি মসজিদ, ১৫টি মন্দির ও ১টি বিহার রয়েছে।
খাল ও নদী
সম্পাদনাপদুয়া ইউনিয়নের উপর দিয়ে প্রবাহিত হচ্ছে হাঙ্গর খাল।[৭] এর পাশাপাশি আরো ছোট বড় বহু খাল রয়েছে।
হাট-বাজার
সম্পাদনাপদুয়া ইউনিয়নের প্রধান প্রধান হাট/বাজারগুলো হল পদুয়া তেওয়ারীহাট বাজার এবং ঠাকুরদীঘির বাজার। এই ইউনিয়নের সবচেয়ে বড় হাট-পদুয়া তেওয়ারীহাট।
দর্শনীয় স্থান
সম্পাদনাপদুয়া ইউনিয়নের দর্শনীয় স্থানগুলোর মধ্যে রয়েছে:[৮]
- ফরেষ্ট অফিস পার্ক
- জঙ্গল পদুয়া আশ্রয়ণ প্রকল্প
- হাঙ্গর খাল
- পেঠান শাহ'র মাজার
- ঐতিহ্যবাহী গুপ্ত বাড়ী
প্রবাসীদের তালিকা
সম্পাদনাপদুয়া ইউনিয়নের মোট জনসংখ্যা প্রায় ৫৫,০০০ জন। এ ইউনিয়নের মোট জনসংখ্যার ৬০% লোক মধ্যে প্রাচ্যর বিভিন্ন দেশে অবস্থান করে বাংলাদেশের রেমিটেন্স বৃদ্ধি করে আসছে। তার মধ্যে অন্যতম দেশ হচ্ছে সৌদি আরব, দুবাই, ওমান, বাহারাইন, কুয়েত, মাস্কাট ইত্যাদি।[১]
সামাজিক সংগঠন
সম্পাদনাক্রম নং. | সংগঠনের নাম | ঠিকানা | ||||
---|---|---|---|---|---|---|
০১ | পদুয়া পূর্ব মীর পাড়া যুব ঐক্য পরিষদ | পদুয়া, ০৪ নং ওয়ার্ড | ০২ | নবযাত্রা সংঘ | উত্তর পদুয়া, ০৯ নং ওয়ার্ড | |
০৩ | উত্তর ঢেমশা হিলফুল ফুজুল সংঘ | উত্তর পদুয়া, ০৪ নং ওয়ার্ড | ||||
০৪ | বিল্লাপাড়া যুব উ্ন্নয়ন পরিষদ | উত্তর পদুয়া, ০৪ নং ওয়ার্ড | ||||
০৫ | বিল্লাপাড়া টাইগার স্পোর্টিং ক্লাব | উত্তর পদুয়া, ০৪ নং ওয়ার্ড
} আরও দেখুনসম্পাদনাতথ্যসূত্রসম্পাদনা
বহিঃসংযোগসম্পাদনা |