পঞ্চগড় সদর উপজেলা
পঞ্চগড় সদর বাংলাদেশের পঞ্চগড় জেলার অন্তর্গত একটি উপজেলা।
পঞ্চগড় সদর | |
---|---|
উপজেলা | |
মানচিত্রে পঞ্চগড় সদর উপজেলা | |
স্থানাঙ্ক: ২৬°১৯′৫৩″ উত্তর ৮৮°৩৩′২৪″ পূর্ব / ২৬.৩৩১৩৯° উত্তর ৮৮.৫৫৬৬৭° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | রংপুর বিভাগ |
জেলা | পঞ্চগড় জেলা |
আয়তন | |
• মোট | ৩৪৭.০৮ বর্গকিমি (১৩৪.০১ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১১)[১] | |
• মোট | ২,২৯,২৩৭ |
• জনঘনত্ব | ৬৬০/বর্গকিমি (১,৭০০/বর্গমাইল) |
সাক্ষরতার হার | |
• মোট | ৪৫.৭% |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
প্রশাসনিক বিভাগের কোড | ৫৫ ৭৭ ৭৩ |
ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
অবস্থান ও আয়তন
সম্পাদনাএই উপজেলার উত্তর ও পূর্বে ভারতের পশ্চিমবঙ্গ, দক্ষিণে বোদা উপজেলা ও দেবীগঞ্জ উপজেলা, পশ্চিমে আটোয়ারী উপজেলা ও তেঁতুলিয়া উপজেলা ও ভারতের পশ্চিমবঙ্গ।
উপজেলা পরিষদ ও প্রশাসন
সম্পাদনাক্রম নং. | পদবী | নাম |
---|---|---|
০১ | উপজেলা চেয়ারম্যান | শূণ্য পদ |
০৪ | উপজেলা নির্বাহী কর্মকর্তা | মোঃ জাকির হোসেন |
০২ | ভাইস চেয়ারম্যান | শূণ্য পদ |
০৩ | মহিলা ভাইস চেয়ারম্যান | শূণ্য পদ |
প্রশাসনিক এলাকা
সম্পাদনাপঞ্চগড় সদর উপজেলায় ১টি পৌরসভা, ১০টি ইউনিয়ন, ১০৮টি মৌজা এবং ১৮৩টি গ্রাম রয়েছে।
পৌরসভা
সম্পাদনাইউনিয়ন
সম্পাদনাঅমরখানা ইউনিয়ন, হাফিজাবাদ ইউনিয়ন, পঞ্চগড় সদর ইউনিয়ন, কামাত কাজলদিঘী ইউনিয়ন, চাকলাহাট ইউনিয়ন, সাতমেরা ইউনিয়ন, হাড়িভাসা ইউনিয়ন, ধাক্কামারা ইউনিয়ন, মাগুরা ইউনিয়ন, গরিনাবাড়ী ইউনিয়ন।
ইতিহাস
সম্পাদনাপঞ্চগড়ে ব্রিটিশ আমলে পাঁচটি বিশাল গড় অবস্থিত ছিল। 'গড়' হলো যে স্থানে লুকিয়ে সেখানকার বাঙ্গালিরা ব্রিটিশদের প্রতিহত করতো। গড় পাঁচটি এখনও রয়েছে। এই গড় গুলোর স্মরণে সেই জায়গার নাম হয় পঞ্চগড়। পঞ্চগড় জেলা ৫টি গড়ের সমন্বয়ে গঠিত যথা-- ১। রাজনগড় ২। দেবনগড় ৩। হোসেনগড় ৪। মীরগড় ৫। ভিতরগড়। ১৯৮০ সালে ১ জানুয়ারি ঠাকুরগাঁও মহকুমার ৫টি থানা তেতুলিয়া, পঞ্চগড় সদর, আটোয়ারী, বোদা ও দেবীগঞ্জ নিয়ে পঞ্চগড় মহকুমা সৃষ্টি হয়। মহকুমার সদর দপ্তর পঞ্চগড় থানায় স্থাপিত হয়। প্রথম মহকুমা প্রশাসক ছিলেন সৈয়দ আব্দুর রশিদ (১৯৮০-১৯৮২)। ১৯৮৪ সালের ১ ফেব্রুয়ারি পঞ্চগড় মহকুমা জেলায় উন্নীত হয়।
জনসংখ্যার উপাত্ত
সম্পাদনা২০১১ সালের আদমশুমারী অনুযায়ী পঞ্চগড় সদরের মোট জনসংখ্যা ২,২৯,২৩৭ জন।
কৃতি ব্যাক্তি
সম্পাদনা- ফারিহা ইসলাম তৃষ্ণা - ক্রিকেটার।
শিক্ষা
সম্পাদনাউল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে রয়েছেঃ
অর্থনীতি
সম্পাদনানদীসমূহ
সম্পাদনাপঞ্চগড় সদর উপজেলায় প্রায় ৬টি নদী রয়েছে। নদীগুলো হচ্ছে করতোয়া নদী, টাঙ্গন নদী, চাওয়াই নদী, চাউলি নদী, কুড়ুম নদী এবং তালমা নদী।[২][৩]
বিবিধ
সম্পাদনাআরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন (জুন ২০১৪)। "এক নজরে পঞ্চগড় সদর উপজেলা"। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। ১৯ ডিসেম্বর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ জানুয়ারী ২০১৫।
- ↑ ড. অশোক বিশ্বাস, বাংলাদেশের নদীকোষ, গতিধারা, ঢাকা, ফেব্রুয়ারি ২০১১, পৃষ্ঠা ৪০৫, আইএসবিএন ৯৭৮-৯৮৪-৮৯৪৫-১৭-৯।
- ↑ মানিক মোহাম্মদ রাজ্জাক (ফেব্রুয়ারি ২০১৫)। বাংলাদেশের নদনদী: বর্তমান গতিপ্রকৃতি। ঢাকা: কথাপ্রকাশ। পৃষ্ঠা ৬১৭। আইএসবিএন 984-70120-0436-4।
বহিঃসংযোগ
সম্পাদনাএই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |