নোবেল পুরস্কার বিজয়ী নারীদের তালিকা
নোবেল পুরস্কার বিজয়ী নারীদের তালিকায় (ইংরেজি: List of female Nobel laureates) আলফ্রেড নোবেলের স্মৃতিতে নোবেল পুরস্কার এবং অর্থনৈতিক বিজ্ঞানে Sveriges Riksbank পুরস্কার 1901 থেকে 2023 সালের মধ্যে 65 বার নারীদের দেওয়া হয়েছে। শুধুমাত্র একজন মহিলা, মেরি কুরি, দুবার পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার এবং 1903 সালে নোবেল পুরস্কার পেয়েছেন। রসায়নে পুরস্কার 1911। এর মানে হল যে 1901 থেকে 2023 সালের মধ্যে মোট 64 জন মহিলা নোবেল পুরস্কার পেয়েছেন। নোবেল পুরস্কার লাভ করেছেন; যেখানে পুরুষদের নোবেল পুরস্কার প্রাপ্তির সংখ্যা ৮১৫ জন।
পদার্থ
সম্পাদনাবর্ষ | ছবি | ব্যক্তি বা প্রতিষ্ঠান | দেশ | অবদান |
---|---|---|---|---|
১৯০৩ | মারি ক্যুরি | ফ্রান্স | বেকেরেল আবিষ্কৃত বিকিরণের উপর সফল যৌথ গবেষণা | |
১৯৬৩ | মারিয়া গ্যোপের্ট-মায়ার | যুক্তরাষ্ট্র | নিউক্লিয় শক্তিস্তরের গঠন সম্পর্কে গুরুত্বপূর্ণ আবিষ্কার |
৩. ২০১৮- ডোনা দিও স্ট্রিকল্যাণ্ড (কানাডা)-তিনি লেজার রশ্মির বিজ্ঞানের ক্ষেত্রে অগ্রণী "চাপার্ড পালস এমপ্লিফিকেশন" এর উন্নয়ন ঘটানোর জন্য জেরার মুরুর সাথে যুগ্মভাবে নোবেল অর্জন করেন।
রসায়ন
সম্পাদনাবর্ষ | ছবি | ব্যক্তি বা প্রতিষ্ঠান | দেশ | অবদান |
---|---|---|---|---|
১৯১১ | মারি ক্যুরি | পোল্যান্ড/ ফ্রান্স | রেডিয়াম এবং পোলোনিয়াম আবিষ্কার | |
১৯৩৫ | আইরিন জোলিও-ক্যুরি | ফ্রান্স | নতুন তেজস্ক্রিয় মৌল আবিষ্কার | |
১৯৬৪ | ডরোথি ক্রোফুট হজকিন | যুক্তরাজ্য | জৈব রাসায়নিক উপাদানে এক্স-রে রশ্মি প্রয়োগে সাফল্য | |
২০০৯ | আডা ই. ওনাথ | ইসরায়েল | "জীব কোষে অবস্থিত রাইবোজোমের গঠন ও ক্রিয়া"[১] |
চিকিৎসাবিদ্যা
সম্পাদনাবর্ষ | ছবি | ব্যক্তি বা প্রতিষ্ঠান | দেশ | অবদান |
---|---|---|---|---|
২০১৪ | মে-ব্রিট মোজের | নরওয়ে | মস্তিষ্কের অবস্থান বোঝার প্রক্রিয়ার রহস্য সমাধান |
সাহিত্য
সম্পাদনাসাহিত্যে ২০২২ সাল পর্যন্ত নোবেল জয়ী নারীর সংখ্যা ১৭ জন। সাহিত্যে নোবেলজয়ী প্রথম নারী সুইডেনের সেলমা রেগারলেফ(১৯০৯)। সর্বশেষ সাহিত্যে নোবেলজয়ী নারী হলেন দক্ষিণ কোরিয়ার হ্যান ক্যাং (২০২৪)।
শান্তি
সম্পাদনাবর্ষ | ছবি | ব্যক্তি বা প্রতিষ্ঠান | দেশ | অবদান |
---|---|---|---|---|
১৯০৫ | বের্থা ফন সুটনার | অস্ট্রিয়া এবং হাঙ্গেরি | ||
১৯৩১ | জেইন অ্যাডাম্স | যুক্তরাষ্ট্র | ||
১৯৪৬ | এমিলি গ্রিন বল্চ্ | যুক্তরাষ্ট্র | ||
১৯৭৬ | মাইরিয়াড কোরিগান | উত্তর আয়ারল্যান্ড | ||
বেটি উইলিয়ামস | ||||
১৯৭৯ | মাদার তেরেসা | ভারত | ||
১৯৮২ | আলভা মিরদল যুগ্মভাবে অ্যালফোনসো গার্সিয়া রোব্লস |
সুইডেন | "জাতিসংঘে অস্ত্রপ্রতিযোগিতা নিরসন সংক্রান্ত আলোচনায় উল্লেখযোগ্য অবদান ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে ব্যাপক দৃষ্টি আকর্ষণের করেন"[২][৩] | |
১৯৯১ | অং সান সু কি | মায়ানমার | ||
১৯৯২ | রিগোবার্টা মেঞ্চু | গুয়াতেমালা | ||
১৯৯৭ | জোডি উইলিয়ামস | যুক্তরাষ্ট্র | ||
২০০৩ | শিরিন এবাদি | ইরান | মানবাধিকার ও গণতন্ত্র রক্ষায় ভূমিকার জন্য। তিনি বিশেষত নারী ও শিশু অধিকার নিয়ে কাজ করেছেন।[৪] | |
২০০৪ | ওয়াংগারি মাথাই | কেনিয়া | ||
২০১১ | এলেন জনসন সারলিফ | লাইবেরিয়া | নারীদের অধিকার রক্ষা এবং নিরাপত্তা নিশ্চিত করে শান্তি প্রতিষ্ঠায় অহিংস আন্দোলন করার জন্য[৫] | |
লেহমাহ বয়ই | ||||
তাওয়াকেল কারমান | ইয়েমেন |
- ২০১৮- নাদিয়া মুরাদ বাসে তাহা (ইরাক)- যৌন নিপীড়নের বিরুদ্ধে দাঁড়ানো ও "নাদিয়াস ইনিসিয়েটিভ" গঠনের জন্য যুগ্মভাবে (ডেনিস মুকওয়েগে এর সাথে) শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন।
অর্থনীতি
সম্পাদনা১। ইলিনর ওসট্রম
২। ক্লডিয়া গোল্ডিন(২০২৩)
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "The Nobel Prize in Chemistry 2009"। Nobelprize.org। সংগ্রহের তারিখ ২০০৯-১০-০৭।
- ↑ "The Nobel Peace Prize 1982"। Nobel Foundation। সংগ্রহের তারিখ ২০০৮-১১-১২।
- ↑ "The Nobel Peace Prize 1982–Presentation Speech"। Nobel Foundation। সংগ্রহের তারিখ ২০০৮-১২-০৩।
- ↑ http://nobelprize.org/nobel_prizes/peace/laureates/2003/index.html
- ↑ http://nobelprize.org/nobel_prizes/peace/laureates/2011/press.html