নোনি জেলা
নোনি জেলা, উত্তর পূর্ব ভারতে অবস্থিত সপ্তভগিনী রাজ্যগুলির একটি মণিপুর রাজ্যের পশ্চিম দিকে অবস্থিত মণিপুর রাজ্যের ১৬টি জেলার একটি৷ ২০১৬ খ্রিস্টাব্দে ৮ই ডিসেম্বর তামেংলং জেলার দক্ষিণাংশ থেকে এই জেলাটি গঠন করা হয়৷[১][২][৩][৪][৫][৬] জেলাটির জেলাসদর নোনি (স্থানীয় ভাষায় লংমাই) শহরে অবস্থিত৷
নোনি জেলা | |
---|---|
মণিপুরের জেলা | |
রাষ্ট্র | ভারত |
রাজ্য | মণিপুর |
গঠনকাল | ৮ই ডিসেম্বর ২০১৬ |
সদর | নোনি (লংমাই) |
সময় অঞ্চল | ভারতীয় প্রমাণ সময় (ইউটিসি+০৫:৩০) |
জেলাটির উত্তর দিকে রয়েছে তামেংলং জেলা, পশ্চিম দিকে রয়েছে জিরিবাম জেলা, দক্ষিণ-পশ্চিম দিকে রয়েছে ফেরজল জেলা, দক্ষিণ-পূর্ব দিকে রয়েছে চূড়াচাঁদপুর জেলা এবং পূর্ব দিকে রয়েছে কাংপোকপি জেলা৷
প্রশাসনিক বিভাগসমূহ
সম্পাদনানোনি জেলাতে রয়েছে চারটি প্রশাসনিক বিভাগ, এগুলি হলো:
জনতত্ত্ব
সম্পাদনানোনি জেলাতে রংমেই নাগা জনগোষ্ঠী সংখ্যাগরিষ্ঠ হলেও হাওচঙে প্রচুর সংখ্যায় ইনপুই নাগা জনগোষ্ঠীর উপস্থিতি এই জেলাতে তাদের দ্বিতীয় বৃহত্তম জনজাতিতে করে তুলেছে৷
জেলাটিতে সর্বাধিক প্রচলিত ভাষা রংমেই, এছাড়া অন্যান্য উল্লেখযোগ্য ভাষিক সংখ্যালঘুরা হলেন, ইনপুই, চিরু, গাংতে এবং থাডো ভাষাভাষীর লোকজন৷
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "7 new districts formed in Manipur amid opposition by Nagas"। India Today। ২০১৬-১২-০৯। সংগ্রহের তারিখ ২০১৭-০৬-৩০।
- ↑ "Manipur Creates 7 New Districts"। NDTV। ২০১৬-১২-০৯। সংগ্রহের তারিখ ২০১৭-০৬-৩০।
- ↑ "New districts to stay, says Manipur CM"। The Hindu। ২০১৬-১২-৩১। সংগ্রহের তারিখ ২০১৭-০৬-৩০।
- ↑ "Manipur Chief Minsiter [sic] inaugurates two new districts amid Naga protests"। Times of India। ২০১৬-১২-১৬। সংগ্রহের তারিখ ২০১৭-০৬-৩০।
- ↑ "Simply put: Seven new districts that set Manipur ablaze"। The Indian Express। ২০১৬-১২-২০। সংগ্রহের তারিখ ২০১৭-০৬-৩০।
- ↑ Utpal Parashar (২০১৭-০১-০৫)। "Creation of new districts could be game-changer in Manipur polls"। Hindustan Times (opinion)। সংগ্রহের তারিখ ২০১৭-০৬-৩০।