কাংপোকপি জেলা

মণিপুরের একটি জেলা

কাংপোকপি জেলা বা স্থানীয় পরিচয়ে সদর পাহাড় জেলা, উত্তর পূর্ব ভারতে অবস্থিত সপ্তভগিনী রাজ্যগুলির একটি মণিপুর রাজ্যের অন্তঃস্থ মণিপুরে অবস্থিত মণিপুর রাজ্যের ১৬টি জেলার একটি৷ ২০১৬ খ্রিস্টাব্দে ৮ই ডিসেম্বর সেনাপতি জেলার দক্ষিণাংশ থেকে এই জেলাটি গঠন করা হয়৷[][][][][][] জেলাটির জেলাসদর কাংপোকপি শহরে অবস্থিত৷

কাংপোকপি জেলা
সদর পাহাড়
মণিপুরের জেলা
রাষ্ট্র ভারত
রাজ্যমণিপুর
গঠন৮ই ডিসেম্বর ২০১৬
সদরকাংপোকপি
সময় অঞ্চলভারতীয় প্রমাণ সময় (ইউটিসি+০৫:৩০)
ওয়েবসাইটhttps://dckpidistrict.gov.in/

এই জেলাটি পূর্বে সেনাপতি জেলার সদর পাহাড় স্বায়ত্তশাসিত জেলা পরিষদের অন্তর্ভুক্ত ছিলো৷

জেলাটির উত্তর দিকে রয়েছে সেনাপতি জেলা, উত্তর-পূর্ব দিকে রয়েছে উখরুল জেলা, দক্ষিণ-পূর্ব দিকে রয়েছে কামজংতেংনৌপাল জেলা, দক্ষিণ-মধ্য দিকে রয়েছে ইম্ফল পূর্ব, ইম্ফল পশ্চিম, থৌবালবিষ্ণুপুর জেলা, দক্ষিণ-পশ্চিম দিকে রয়েছে নোনেইচূড়াচাঁদপুর জেলা এবং উত্তর-পশ্চিম দিকে রয়েছে তামেংলং জেলা৷

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "7 new districts formed in Manipur amid opposition by Nagas"India Today। ২০১৬-১২-০৯। সংগ্রহের তারিখ ২০১৭-০৬-৩০ 
  2. "Manipur Creates 7 New Districts"NDTV। ২০১৬-১২-০৯। সংগ্রহের তারিখ ২০১৭-০৬-৩০ 
  3. "New districts to stay, says Manipur CM"The Hindu। ২০১৬-১২-৩১। সংগ্রহের তারিখ ২০১৭-০৬-৩০ 
  4. "Manipur Chief Minsiter [sic] inaugurates two new districts amid Naga protests"Times of India। ২০১৬-১২-১৬। সংগ্রহের তারিখ ২০১৭-০৬-৩০ 
  5. "Simply put: Seven new districts that set Manipur ablaze"The Indian Express। ২০১৬-১২-২০। সংগ্রহের তারিখ ২০১৭-০৬-৩০ 
  6. Utpal Parashar (২০১৭-০১-০৫)। "Creation of new districts could be game-changer in Manipur polls"Hindustan Times (opinion)। সংগ্রহের তারিখ ২০১৭-০৬-৩০