নেদারল্যান্ডস জাতীয় ফুটবল দল

ফুটবল দল
(নেদারল্যান্ড জাতীয় ফুটবল দল থেকে পুনর্নির্দেশিত)

নেদারল্যান্ডস জাতীয় ফুটবল দল (ওলন্দাজ: Het Nederlands Elftal) হচ্ছে আন্তর্জাতিক ফুটবলে নেদারল্যান্ডসের প্রতিনিধিত্বকারী পুরুষদের জাতীয় দল, যার সকল কার্যক্রম নেদারল্যান্ডসের ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা রয়্যাল ডাচ ফুটবল অ্যাসোসিয়েশন দ্বারা নিয়ন্ত্রিত হয়। এই দলটি ১৯০৪ সাল হতে ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার এবং ১৯৫৪ সাল হতে তাদের আঞ্চলিক সংস্থা উয়েফার সদস্য হিসেবে রয়েছে। ১৯০৫ সালের ৩০শে এপ্রিল তারিখে, নেদারল্যান্ডস প্রথমবারের মতো আন্তর্জাতিক খেলায় অংশগ্রহণ করেছে; বেলজিয়ামের এন্টওয়ার্পে অনুষ্ঠিত উক্ত ম্যাচে নেদারল্যান্ডস বেলজিয়ামকে কাছে ৪–১ গোলের ব্যবধানে পরাজিত করেছে।

নেদারল্যান্ডস
দলের লোগো
ডাকনামওরানিয়ে
হোল্যান্ড
দ্য ফ্লাইং ডাচম্যান (উড়ন্ত ওলন্দাজ)[]
অ্যাসোসিয়েশনরয়্যাল ডাচ ফুটবল অ্যাসোসিয়েশন
কনফেডারেশনউয়েফা (ইউরোপ)
প্রধান কোচফ্রাং ডে বুর
অধিনায়কভার্জিল ভান ডাইক
সর্বাধিক ম্যাচওয়েসলি স্নাইডার (১৩৪)
শীর্ষ গোলদাতারবিন ফন পার্সি (৫০)
মাঠবিভিন্ন
ফিফা কোডNED
ওয়েবসাইটwww.knvb.nl
প্রথম জার্সি
দ্বিতীয় জার্সি
ফিফা র‌্যাঙ্কিং
বর্তমানঅপরিবর্তিত (২১ ডিসেম্বর ২০২৩)[]
সর্বোচ্চ(আগস্ট ২০১১)
সর্বনিম্ন৩৬ (আগস্ট ২০১৭)
এলো র‌্যাঙ্কিং
বর্তমান ১০ হ্রাস ৬ (১২ জানুয়ারি ২০২৪)[]
সর্বোচ্চ(১৯৭৮, ১৯৮৮–১৯৯০, ১৯৯২, ২০০২, ২০০৩, ২০০৫, ২০০৮, ২০১০, ২০১৪)
সর্বনিম্ন৪৯ (অক্টোবর ১৯৫৪)
প্রথম আন্তর্জাতিক খেলা
 বেলজিয়াম ১–৪ নেদারল্যান্ডস 
(এন্টওয়ার্প, বেলজিয়াম; ৩০ এপ্রিল ১৯০৫)
বৃহত্তম জয়
 নেদারল্যান্ডস ১১–০ সান মারিনো 
(এইন্থোভেন, নেদারল্যান্ডস; ২ সেপ্টেম্বর ২০১১)
বৃহত্তম পরাজয়
 ইংল্যান্ড ১২–২ নেদারল্যান্ডস 
(ডার্লিংটন, ইংল্যান্ড; ২১ ডিসেম্বর ১৯০৭)[]
বিশ্বকাপ
অংশগ্রহণ১০ (১৯৩৪-এ প্রথম)
সেরা সাফল্যরানার-আপ (১৯৭৪, ১৯৭৮, ২০১০)
উয়েফা ইউরোপীয় চ্যাম্পিয়নশিপ
অংশগ্রহণ১০ (১৯৭৬-এ প্রথম)
সেরা সাফল্যচ্যাম্পিয়ন (১৯৮৮)
উয়েফা নেশনস লীগ
অংশগ্রহণ১ (২০১৯-এ প্রথম)
সেরা সাফল্যরানার-আপ (২০১৯)

ওরানিয়ে নামে পরিচিত এই দলটি বেশ কয়েকটি স্টেডিয়ামে তাদের হোম ম্যাচগুলো আয়োজন করে থাকে। এই দলের প্রধান কার্যালয় নেদারল্যান্ডসের জিস্টের কেন্দ্রীয় পৌরসভায় অবস্থিত। বর্তমানে এই দলের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন ফ্রাং ডে বুর এবং অধিনায়কের দায়িত্ব পালন করছেন লিভারপুলের রক্ষণভাগের খেলোয়াড় ভার্জিল ভান ডাইক

নেদারল্যান্ডস এপর্যন্ত ১০ বার ফিফা বিশ্বকাপে অংশগ্রহণ করেছে, যার মধ্যে সেরা সাফল্য হচ্ছে ১৯৭৪, ১৯৭৮ এবং ২০১০ফিফা বিশ্বকাপের ফাইনালে পৌঁছানো। অন্যদিকে, উয়েফা ইউরোপীয় চ্যাম্পিয়নশিপে নেদারল্যান্ডস অন্যতম সফল দল, যেখানে তারা ১টি (১৯৮৮) শিরোপা জয়লাভ করেছে। এছাড়াও, ২০১৯ উয়েফা নেশনস লীগে নেদারল্যান্ডস রানার-আপ হয়েছে।

ওয়েসলি স্নাইডার, এডউইন ফন দের সার, ফ্রাং ডে বুর, রবিন ফন পার্সি এবং ক্লাস-ইয়ান হুন্টেলারের মতো খেলোয়াড়গণ নেদারল্যান্ডসের জার্সি গায়ে মাঠ কাঁপিয়েছেন।

ইতিহাস

সম্পাদনা

১৯০৫ সালের ৩০শে এপ্রিল তারিখে নেদারল্যান্ডস তাদের প্রথম আন্তর্জাতিক ফুটবল খেলাটি খেলে। বেলজিয়ামের মাটিতে বেলজিয়াম জাতীয় ফুটবল দলের বিরুদ্ধে এই খেলায় নেদারল্যান্ডস ৪–১ গোলে জয়লাভ করে। সেসময় নেদারল্যান্ডস দল ঠিক করে ডাচ ফুটবল অ্যাসোসিয়েশনের পাঁচ সদস্য বিশিষ্ট একটি কমিশন। প্রথম ৯০ মিনিটের খেলা হবার পর দুই দলের গোল সংখ্যা ছিল ১–১, কিন্তু যেহেতু এটি একটি টুর্নামেন্ট ছিল, তাই ট্রফি প্রদানের জন্য বিজয়ী দল ঠিক করার প্রয়োজন ছিল। খেলাটি পরবর্তীতে অতিরিক্ত সময়ে গড়ায় এবং এ সময়ে নেদারল্যান্ডের এডি ডে নেভ তিনটি গোল করেন, ও সর্বশেষ স্কোর দাঁড়ায় ১–৪।[]

১৯৩৪ সালে নেদারল্যান্ডস সর্বপ্রথম ফিফা বিশ্বকাপে খেলার সুযোগ পায়। ১৯৩৮ সালের বিশ্বকাপের পর দলটি পুরোদমে আন্তর্জাতিক ফুটবলের জগতে প্রবেশ করে।

র‌্যাঙ্কিং

সম্পাদনা

ফিফা বিশ্ব র‌্যাঙ্কিংয়ে, ২০১১ সালের আগস্ট মাসে প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে নেদারল্যান্ডস তাদের ইতিহাসে সর্বপ্রথম সর্বোচ্চ অবস্থান (১ম) অর্জন করে[] এবং ২০১৭ সালের আগস্ট মাসে প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে তারা ৩৬তম স্থান অধিকার করে, যা তাদের ইতিহাসে সর্বনিম্ন।[] অন্যদিকে, বিশ্ব ফুটবল এলো রেটিংয়ে নেদারল্যান্ডসের সর্বোচ্চ অবস্থান হচ্ছে ১ম (যা তারা সর্বপ্রথম ১৯৭৮ সালে অর্জন করেছিল) এবং সর্বনিম্ন অবস্থান হচ্ছে ৪৯। নিম্নে বর্তমানে ফিফা বিশ্ব র‌্যাঙ্কিং এবং বিশ্ব ফুটবল এলো রেটিংয়ে অবস্থান উল্লেখ করা হলো:

ফিফা বিশ্ব র‌্যাঙ্কিং
২১ ডিসেম্বর ২০২৩ অনুযায়ী ফিফা বিশ্ব র‌্যাঙ্কিং[]
অবস্থান পরিবর্তন দল পয়েন্ট
    বেলজিয়াম ১৭৯৮.৪৬
    ব্রাজিল ১৭৮৪.০৯
    নেদারল্যান্ডস ১৭৪৫.৪৮
    পর্তুগাল ১৭৪৫.০৬
    স্পেন ১৭৩২.৬৪
বিশ্ব ফুটবল এলো রেটিং
১২ জানুয়ারি ২০২৪ অনুযায়ী বিশ্ব ফুটবল এলো রেটিং[]
অবস্থান পরিবর্তন দল পয়েন্ট
    বেলজিয়াম ১৯৯০
    কলম্বিয়া ১৯৮৪
১০     নেদারল্যান্ডস ১৯৭০
১১     ক্রোয়েশিয়া ১৯৫২
১২     ইতালি ১৯৩৮

প্রতিযোগিতামূলক তথ্য

সম্পাদনা

ফিফা বিশ্বকাপ

সম্পাদনা
ফিফা বিশ্বকাপ বাছাইপর্ব
সাল পর্ব অবস্থান ম্যাচ জয় ড্র হার স্বগো বিগো ম্যাচ জয় ড্র হার স্বগো বিগো
  ১৯৩০ অংশগ্রহণ করেনি অংশগ্রহণ প্রত্যাখ্যান
  ১৯৩৪ ১৬ দলের পর্ব ৯ম
  ১৯৩৮ ১৬ দলের পর্ব ১৪তম
  ১৯৫০ অংশগ্রহণ করেনি অংশগ্রহণ প্রত্যাখ্যান
  ১৯৫৪
  ১৯৫৮ উত্তীর্ণ হয়নি ১২
  ১৯৬২
  ১৯৬৬
  ১৯৭০
  ১৯৭৪ ফাইনাল ২য় ১৫ ২৪
  ১৯৭৮ ফাইনাল ২য় ১৫ ১০ ১১
  ১৯৮২ উত্তীর্ণ হয়নি ১১
  ১৯৮৬ ১৩
  ১৯৯০ ১৬ দলের পর্ব ১৫তম
  ১৯৯৪ কোয়ার্টার-ফাইনাল ৭ম ১০ ২৯
  ১৯৯৮ ৩য় স্থান নির্ধারণী ৪র্থ ১৩ ২৬
    ২০০২ উত্তীর্ণ হয়নি ১০ ৩০
  ২০০৬ ১৬ দলের পর্ব ১১তম ১২ ১০ ২৭
  ২০১০ ফাইনাল ২য় ১২ ১৭
  ২০১৪ ৩য় স্থান নির্ধারণী ৩য় ১৫ ১০ ৩৪
  ২০১৮ উত্তীর্ণ হয়নি ১০ ২১ ১২
  ২০২২ অনির্ধারিত অনির্ধারিত
মোট ফাইনাল ১০/২১ ৫০ ২৭ ১২ ১১ ৮৬ ৪৮ ১২৩ ৮০ ২৪ ১৯ ২৯১ ৯২

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Holland's media-friendly football pros"Radio Netherlands Worldwide। ১৭ ডিসেম্বর ২০১১। ১২ অক্টোবর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ জুলাই ২০১৩ 
  2. "ফিফা/কোকা-কোলা বিশ্ব র‍্যাঙ্কিং"ফিফা। ২১ ডিসেম্বর ২০২৩। সংগ্রহের তারিখ ২১ ডিসেম্বর ২০২৩ 
  3. গত এক বছরে এলো রেটিং পরিবর্তন "বিশ্ব ফুটবল এলো রেটিং"eloratings.net। ১২ জানুয়ারি ২০২৪। সংগ্রহের তারিখ ১২ জানুয়ারি ২০২৪ 
  4. "Interlands Nederlands Eiftal en 1907"। www.voetbalstats.nl। ১৭ ডিসেম্বর ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ ডিসেম্বর ২০১৪ 
  5. "Netherlands: Full "A" internationals (1905-1910)"International Federation of Football History & Statistics। সংগ্রহের তারিখ ১৫ মে ২০১০ 
  6. "Netherlands FIFA Ranking August 2011"। ৫ নভেম্বর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ নভেম্বর ২০২০ 
  7. "Netherlands FIFA Ranking August 2017"। ৪ নভেম্বর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ নভেম্বর ২০২০ 

বহিঃসংযোগ

সম্পাদনা